Ajker Patrika

তামিম-মিরাজকে হারিয়ে বাংলাদেশের দিন পার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
তামিম-মিরাজকে হারিয়ে বাংলাদেশের দিন পার

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে ১১২ রানে পিছিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৩ রানের জবাবে ২৬৫ রান করে স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে এসে দুই উইকেটে স্কোর বোর্ডে ৫০ রান যোগ করে দিন পার করলো সফরকারীরা।

আজ অ্যান্টিগা টেস্টের তৃতীয় সেশনেই স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদরা। এরপর ব্যাটিংয়ে এসে দারুণ শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।

ইনিংসের শুরু থেকে বেশ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন জয়। তবে অপর প্রান্তে রান করতে থাকা তামিম বেশিক্ষণ থিতু হতে পারেননি। ব্যক্তিগত ২২ রানের মাথায় এই ওপেনারকে কট বিহাইন্ডে ফেরান আলজারি জোসেফ। 

তিনে নাজমুল হোসেন শান্তের পরিবর্তনে উইকেটে আসেন মিরাজ। কিন্তু দলের ভরসার প্রতীক হতে পারেননি তিনি। মাত্র ৬ বল মোকাবেলা করে স্লিপে কাইল মায়ার্সের ক্যাচবন্দি হন তিনি। ২ রান করা এই ব্যাটারকে দ্বিতীয় শিকার বানান জোসেফ।

তৃতীয় উইকেটের জুটিতে জয়কে দারুণ সঙ্গে দিয়েছেন শান্ত। ধৈর্যের পরীক্ষা তিনিও আজ উতরে গেছেন। বেশ সাবলীল ব্যাটিংয়ে ১৫ রানের জুটি গড়ে দিন পার করেছেন তারা। জয় ১৮ রানে অপরাজিত আর শান্তের স্কোর ৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

সুদান যুদ্ধে আমিরাতের বিপরীতে মিসর-তুরস্কের বিরল ঐক্য, ঢুকছে অস্ত্র ও ড্রোনচালক

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাক্ষাৎকার

‘জাহানারা মুখ খুলেছে, জুনিয়ররা অ্যাবিউজ হলে কি মুখ খুলতে পারবে’

ফাইল ছবি

জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। নিজের ক্যারিয়ার শেষ করে দেওয়ার পেছনে কোচিং স্টাফ এবং খেলোয়াড়ের ভূমিকা ছিল বলেও দাবি করেছেন জাহানারা। বছর দুয়েক আগে মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদও। কাল রাতে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারার বিস্ফোরক অভিযোগসহ বাংলাদেশের নারী ক্রিকেটের করুণ চিত্র তুলে ধরলেন রুমানা। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস

রানা আব্বাস, ঢাকা 
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৬: ৩৪

প্রশ্ন: জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগের পর যে প্রশ্ন সামনে চলে আসছে, বাংলাদেশ নারী ক্রিকেটের ভেতরের ছবিটা তাহলে এতটাই করুণ?

রুমানা আহমেদ: এতটা খারাপ হতো না, যদি কথাগুলো তারা শুনত। যদি আমাদের বিষয়গুলো তাঁরা দেখতেন, তাহলে এতটা খারাপ হতো না। অভিভাবকের কাছে সমস্যার কথা তুলে ধরা হয়েছে। জাস্ট শোনার দরকার শুনেছে, কিন্তু কোনো প্রতিকার করা হয়নি। আমাদের কষ্টগুলো দেখেনি, এটা কোন ধরনের সংস্কৃতি?

প্রশ্ন: জাহানারা যেসব অভিযোগ সামনে এনেছে, সেগুলো নিয়ে আপনার মতামত কী?

রুমানা: এর মধ্যে দুই-একটি হালকা বিষয় আছে, যেমন—সালমাকে সাল্লু বলে ডেকেছে জ্যোতি। হয়তো খারাপ লাগা থেকে বলেছে জাহানারা। এগুলো বড় কোনো অভিযোগ না। তবে বেশির ভাগ অভিযোগ ভ্যালিড। এটা শুধু আমাদের কথা না, অনেকেরই। বর্তমানে জাতীয় দলের ক্রিকেটাররা কেউ মুখ খুলতে চাইবে না। কারণ, তারা চুক্তিবদ্ধ, ক্যারিয়ার নষ্ট করতে চাইবে না। কিন্তু এর বাইরে অনেক ক্রিকেটার আছে তারা বলতে পারে।

প্রশ্ন: যদ্দূর জানি, আপনি এসব ব্যাপারে যথেষ্ট সোচ্চার ছিলেন, কথা বলেছেন।

রুমানা: আমি বরাবরই সোচ্চার ছিলাম, প্রতিবাদ করেছি। তাতে আমি ভুগেছি। আমাকে দল থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, তা তো দেখেছেনই। বোর্ডের চোখে গুড ফর নাথিং হয়েছি! আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যেন দেশের নারী ক্রিকেটে আমার কোনো অবদানই নেই!

জাহানারা আলম ও রুমানা আহমেদ। ছবি: ফাইল ছবি
জাহানারা আলম ও রুমানা আহমেদ। ছবি: ফাইল ছবি

প্রশ্ন: জাহানারার অভিযোগের পর স্বাভাবিকভাবে যে প্রশ্ন আসবে, এ রকম আরও কত ভিকটিম আছে দলে?

রুমানা: দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা নিজের ক্যারিয়ারের কথা বেশি চিন্তা করে, তারা সহজে বলবে না। তারা (ভিকটিম হলেও) মন খারাপ করে, সিনিয়রদের সঙ্গে শেয়ার করে যে আপু আমার সঙ্গে এমন হয়েছে...এই বিষয়টা ওভাবে সামনে আসে না বা আসেনি। জাহানারার প্রথম কথাগুলো কিন্তু বোর্ডের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। একজন সিনিয়র ক্রিকেটার যে লম্বা সময় সার্ভিস দিয়েছে, তার কথাগুলো শোনা উচিত ছিল, গুরুত্ব দেওয়া উচিত ছিল।

প্রশ্ন: নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর আচরণগত সমস্যার কথা দুই বছর আগেই কিছুটা প্রকাশ্যে এসেছিল। এখন তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, এটা তো ভয়ংকর!

রুমানা: ওনার একটা বাজে অভ্যাস ছিল। জুনিয়র-সিনিয়র (নারী ক্রিকেটারদের) যাকেই জিজ্ঞেস করবেন, বলবে, তিনি টাচ করে কথা বলতে পছন্দ করতেন।

প্রশ্ন: ওই সময় আপনারা তাঁর বিরুদ্ধে সবাই অভিযোগ করেননি?

রুমানা: কার কাছে অভিযোগ দেব? যাকে (নারী বিভাগের ইনচার্জ প্রয়াত তৌহিদ) দেব, তিনি তো ওনার কলিজার টুকরা ছিল! অভিযোগ দিয়ে লাভ নেই। আমাদের কেন দল থেকে সরাল, বলতে পারেন? কোন পারফরম্যান্সের ভিত্তিতে আমাকে বাদ দিল? আমি নিয়মিত পারফর্ম করেছি, আমাকে দলে রাখল না অথচ একজন আনফিট মেয়েকে নিয়ে গেল খেলাতে। কারণ জানতে চাইলে তৌহিদ ভাই আমার সঙ্গে মশকারা করেন। হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি মারা গেছেন, তাঁর বিরুদ্ধে আর কিছু বলব না। তবে তিনি আমাদের জন্য ভালো কিছু করে যাননি। আমাদের গুহায় ফেলে দিয়েছেন, আমাদের পরিশ্রম মাটিতে মিশিয়ে দিয়ে গেছেন।

প্রশ্ন: বাংলাদেশ নারী ক্রিকেটের অন্ধকার দিক যেভাবে উন্মোচিত হচ্ছে, মেয়েদের ক্রিকেটের জন্য এটা বিরাট ধাক্কা।

রুমানা: এভাবেই তো চলছে। জাহানারা সিনিয়র ক্রিকেটার হিসেবে মুখ খুলেছে। কিন্তু যারা জুনিয়র ক্রিকেটার, অ্যাবিউজ হবে, ওরা কি মুখ খুলতে পারবে? অনেক জুনিয়র ক্রিকেটার তো অ্যাবিউজ হলে বুঝতেও পারবে না। দলে এখন এতটাই ক্রিকেটারের সংকট, দুধের শিশুকেও নিতে হচ্ছে!

প্রশ্ন: অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও অনেক অভিযোগ এসেছে।

রুমানা: এই মুহূর্তে জ্যোতির ব্যাপারে কিছু বলব না। চাইছি সরাসরি সভাপতির সঙ্গে কথা বলতে। তবে যা রটে সেটার পুরোপুরি না হলেও অধিকাংশ তো ঘটে।

প্রশ্ন: নারী দলে একজন মেয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। দল একটা পরিবারের মতো। নিজের পরিবারের মধ্যে কেউ যদি নিরাপদ বোধ না করে, নিপীড়নের অভিযোগ ওঠে—এটা ভয়াবহ পরিস্থিতি বলতে হবে। এ পরিবেশে একজন ক্রিকেটার কীভাবে স্বস্তিতে খেলবেন?

রুমানা: শান্তিতে তো খেলতে পারিনি। ২০২১ সাল থেকে আমি, জাহানারা বিসিবির প্র্যাকটিস ফ্যাসিলিটিজ থেকে বঞ্চিত। খেলেছি নিজেদের প্রতিভা আর পরিশ্রমের জোরে। এমনও হয়েছে, ম্যাচে তিনি (মঞ্জু) আমাকে পুরোপুরি বোলিং করাননি, বলও দেননি।

মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ফাইল ছবি
মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ফাইল ছবি

প্রশ্ন: মঞ্জু এসব করতেন কোন চিন্তা থেকে?

রুমানা: তাঁর লক্ষ্যই ছিল সিনিয়রদের বাদ দেওয়া। কারণ, সিনিয়ররা ওনার বিষয়গুলো ধরে ফেলছিল, মুখ খুলছিল। শুধু ক্রিকেটারদের সঙ্গেই নয়, তখন ফিজিও সুরাইয়া ম্যাডামকে বাদ দিয়েছিলেন। ফিজিও ম্যাডাম যদি বলতেন, জ্যোতি আনফিট, এই ম্যাচটা খেলানো যাবে না। তিনি (মঞ্জু) তবু জোর করে ওকে খেলাতেন। ভিডিও অ্যানালিস্ট শাওন ভাইকে বাদ দিয়ে নিজের বন্ধু রাশেদ স্যারকে আনলেন। রাশেদ স্যার আমাদের সহযোগিতা করেননি। (মঞ্জু) আনকোরা ট্রেনার রাসেলকে নিয়ে বিশ্বকাপে গেলেন, যাতে ওনার হাত-পা টেপাতে পারেন।

প্রশ্ন: আপনি নিজে কখনো মঞ্জুর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন?

রুমানা: হ্যাঁ, ওনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছি। এটাকে তারা (বিসিবি) কখনোই গুরুত্ব দেয়নি। একবার মনে হয় আপনাদের খেয়াল আছে, (ফেসবুকে) লিখেছিলাম নো মোর ক্রিকেট! টানা তিন-চারটা সিরিজ দলের বাইরে থাকায় ভেঙে পড়েছিলাম। তখন সিইওকে (নিজাম উদ্দিন চৌধুরী) ফোন দিয়ে বলেছিলাম, আপনার সঙ্গে বসতে চাই। আমার পারফরম্যান্স দেখেন। তিনি ওই সময়ে বললেন, ঠিক আছে সামনে প্রিমিয়ার লিগ আছে, ওখানে প্রমাণ করো। সিইও স্যার তৌহিদ ভাইয়ের কাছে জানতে চাইলেন, পরের টুর্নামেন্ট কত দিন পর? তৌহিদ ভাই বললেন, সাত মাস পর। সিইও স্যার বললেন, ও এই সাত মাস অপেক্ষা করবে? সে তো ভালো খেলোয়াড়। তৌহিদ ভাই বললেন, আমাদের দল হয়ে গেছে। ওই সময়ে বোর্ড রুমে বসে নির্বাচক (সাজ্জাদ আহমেদ) শিপন ভাইও অনেক অপমান করলেন। আমাকে বলেন, তুমি দেশের জন্য কী করেছ? তুমি মডার্ন ক্রিকেট খেলেছ? তুমি কি ১০ ওভার বোলিং করার যোগ্য? আমি বললাম, আপনি আমার রেকর্ড-পরিসংখ্যান দেখেন। তিনি পরামর্শ দিলেন, ক্লাব ক্রিকেটে ছোট দলে খেলতে। ভারতের হারমানপ্রীতের বয়স কি আমার চেয়ে কম? তাদের কি দল থেকে আমাদের মতো ছাঁটাই করা হয়েছে?

প্রশ্ন: একজন খেলোয়াড় তো সারা জীবন খেলবেন না, তবে সবাই চায় শেষটা হোক সম্মানের সঙ্গে।

রুমানা: দেখুন, আমার দায়িত্ব না একজন জুনিয়র খেলোয়াড়কে লালন-পালন করা। আমার দায়িত্ব দেশকে সেরাটা দেওয়া। কদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে দেখুন, অন্য দলগুলো তাদের সিনিয়র খেলোয়াড়দের কী সম্মানের সঙ্গে বিদায় দিয়েছে। আমাদের দেশে কোনো সিনিয়রকে এই সম্মান দেওয়া হয়? আমরা কদিন খেলব? সিনিয়রদের হুট করে ঝেড়ে ফেলে জাতীয় দল কি শিক্ষানবিশদের শেখানোর জায়গা করা যায়?

প্রশ্ন: বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে সিনিয়রদের শেষ দিক আর জুনিয়রদের উঠে আসার যে ট্রানজিশনাল সময়, সেটা খুব একটা মসৃণ হয় না।

রুমানা: বোর্ডের কাছে কখনো দাবি করিনি—সিনিয়র বলেই দলে রাখেন। আমাকে রাখবেন পারফরম্যান্স দেখে। যোগ্যতা দেখে।

প্রশ্ন: যেসব নিপীড়নের অভিযোগ উঠেছে, আপনারা কি কখনো আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবেননি?

রুমানা: সে চেষ্টা করিনি, ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। আর নিজের মতো পরিশ্রম করে যাওয়ার চেষ্টা করেছি।

প্রশ্ন: তবে এটা ঠিক, আপনারা কি বিসিবিকে জানিয়েছেন?

রুমানা: হ্যাঁ, আমাদের অভিভাবক বিসিবি। বোর্ডের কর্মকর্তাদের জানালে তাঁরা বিষয়টি মানুষের সামনে অন্যভাবে উপস্থাপন করেন। ধরুন, তাঁদের জিজ্ঞেস করলেন, রুমানাকে কেন দলে রাখা হয়নি, তার পারফরম্যান্স তো ভালো। তখন তাঁরা উত্তর দেবেন, রুমানা আনফিট। কিন্তু যে পারফর্ম করে, সে আনফিট হয় কী করে? একদিন আমাকে বোর্ড রুমে বলা হলো, তুমি ক্রিকেট ছেড়ে অন্য কিছু করার চিন্তা করো। বললাম, এখনো আমার ধ্যানজ্ঞান সব ক্রিকেটজুড়ে। ক্রিকেটের জন্য জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। ফ্যামিলি ছেড়ে দিনের পর দিন ঢাকায় প্র্যাকটিস করেছি। যদি পারফর্ম না করতে পারতাম, মেনে নিতাম।

প্রশ্ন: জাহানারার বিস্ফোরক সব অভিযোগের পর বিসিবি তদন্ত কমিটি গঠন করছে। তাদের এই তদন্তের ওপর কতটা আস্থা রাখছেন?

রুমানা: বোর্ডের প্রথম সাপোর্ট থাকবে (অধিনায়ক) জ্যোতির ওপর। শুরুতে দেখেছেন, ওকে আগলে রাখার চেষ্টা করেছে, বোর্ড অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জাহানারার অভিযোগগুলো মিথ্যা প্রমাণের চেষ্টা থাকতে পারে যে এসব ঘটেনি, কেউ দেখেনি। মঞ্জু ভাইয়ের ডান হাত ছিল জ্যোতি। এখন জ্যোতি তো মঞ্জু ভাইকে নিয়ে নেতিবাচক কিছু বলবে না, সে বর্তমানে অধিনায়ক। আমি মনে করি, সুষ্ঠু তদন্ত করতে দুই পক্ষের সঙ্গেই কথা বলতে হবে। শাক দিয়ে মাছ ঢাকলে হবে না।

প্রশ্ন: আপনি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাহী কমিটির সদস্য। নারী ক্রিকেটারদের নিরাপদ ক্যারিয়ার গঠনে আপনাদের চাওয়া কী থাকবে?

রুমানা: এরই মধ্যে কোয়াবের সভাপতি মিঠুন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, জোরালো আওয়াজ তোলা হবে।

আরও পড়ুন:

হেনস্তার শিকার সব নারী ক্রিকেটারকে মুখ খোলার আহ্বান তামিমের

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

সুদান যুদ্ধে আমিরাতের বিপরীতে মিসর-তুরস্কের বিরল ঐক্য, ঢুকছে অস্ত্র ও ড্রোনচালক

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

লঙ্কানদের হারিয়ে শেষ আটে অস্ট্রেলিয়াকে পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে আকবর আলীর দল। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে আকবর আলীর দল। ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়। প্রথম ম্যাচ খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখিয়েছে আকবর আলীর দল। লঙ্কানদের ১৪ রানে হারিয়ে হংকং সিক্সেসে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। শেষ আটের ম্যাচে তাদের প্রতিপক্ষে অস্ট্রেলিয়া।

মংকং স্টেডিয়ামে আকবর আলী ও মোসাদ্দেক হোসেন সৈকতের নৈপুন্যে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে আকবরের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান তোলে তারা। ধনঞ্জয়া লক্ষনের করা প্রথম ওভারে জিসান আলমকে হারালেও চাপে পড়তে হয়নি বাংলাদেশকে।

আকবরকে সঙ্গে নিয়ে সে ওভার থেকে ২০ রান তোলেন হাবিবুর রহমান সোহান। শুরুতেই ঝড় তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি সোহান। রান আউটের ফাঁদে পড়ে দ্বিতীয় ওভারেই ফেরেন এই তরুণ ওপেনার। তার আগে করেন ২১ রান। তাঁর ৭ বলের ইনিংস সাজানো দুটি করে চার ও ছয়ের মারে।

সোহান ফিরলেও আকবরের ব্যাটিং ঝড় থামেনি। তৃতীয় ওভারে যখন প্যাভিলিয়নের পথ ধরলেন তখন বাংলাদেশ অধিনায়কের পাশে শোভা পাচ্ছিল ৩২ রান। ৯ বলে ২ চার ও ৪ ছয়ে সাজানো তাঁর ইনিংস। এছাড়া মোসাদ্দেক ৮ ও আবু হায়দার রনি করেন ৬ রান। শ্রীলঙ্কার হয়ে লক্ষন ছাড়াও থারিন্দু রত্নায়েকে ও লাহিরু সামারাকুন একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে মোসাদ্দেকের ঘূর্ণি বোলিংয়ে ৬১ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। শুরুটা দারুণ হয়েছিল তাদের। রনির করা প্রথম দুই বলেই ছয় মারেন থানুকা দাবারে। পরের বলে এই ওপেনারকে আবরের হাতে ক্যাচ বানান রনি। চেষ্টা অব্যাহত রাখেন লক্ষন ও সামারাকুন। কিন্তু বাকিদের ব্যর্থতার কারণে আর পেরে ওঠেনি লঙ্কানরা। ১২ বলে সর্বোচ্চ ১৮ রান এনে দেন লক্ষন। ১৩ রান আসে সামারাকুনের ব্যাট থেকে। ৩ উইকেট নেন মোসাদ্দেক। ২ ওভারে তাঁর খরচ ২০ রান। রনি ও তোফায়েল আহমেদের শিকার একটি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

সুদান যুদ্ধে আমিরাতের বিপরীতে মিসর-তুরস্কের বিরল ঐক্য, ঢুকছে অস্ত্র ও ড্রোনচালক

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হেনস্তার শিকার সব নারী ক্রিকেটারকে মুখ খোলার আহ্বান তামিমের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৫: ৫২
প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তামিম। ছবি: ফাইল ছবি
প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তামিম। ছবি: ফাইল ছবি

জাহানারা আলমের করা যৌন নিপীড়নের অভিযোগে টালমাটাল দেশের ক্রীড়াঙ্গন। তাতে টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। এরই মধ্যে হেনস্তার শিকার সব নারী ক্রিকেটারকে মুখ খোলার আহ্বান জানালেন তামিম ইকবাল।

এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম এবং বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন জাহানারা। বিষয়টি নিয়ে গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিসিবির হস্তক্ষেপ কামনা করেছেন তামিম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যেকোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যেকোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যেকোনো নারী—কারও প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি চেয়ে তামিম বলেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি-সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কয়েক দিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করে বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনোই তা কাম্য নয়।’

জাহানারার অভিযোগের পরিপ্রেক্ষিতে সঠিক বিচার না হলে সেটা দেশের ক্রিকেটের ক্ষতির কারণ হবে বলে মনে করেন তামিম, ‘জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রত্যেক নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যাঁরা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন। জাহানারার অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যেকোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

সুদান যুদ্ধে আমিরাতের বিপরীতে মিসর-তুরস্কের বিরল ঐক্য, ঢুকছে অস্ত্র ও ড্রোনচালক

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এবারও উইলিয়ামসনকে ডাকল না নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও নেই কেইন উইলিয়ামসন। ছবি: ক্রিকইনফো
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও নেই কেইন উইলিয়ামসন। ছবি: ক্রিকইনফো

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেইন উইলিয়ামসন। এবার তিনি মিস করবেন সাদা বলের আরেক সংস্করণ। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও তাঁর জায়গা হলো না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত রাতে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও কিউইদের নেতৃত্ব দেবেন স্যান্টনার। তবে কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে তাঁকে নেয়নি এনজেডসি। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার।

উইন্ডিজ সিরিজ দিয়ে ওয়ানডেতে ফিরেছেন ম্যাট হেনরি। মাংসপেশির চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডে খেলতে পারেননি। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ ওভারে ৫৩ রানে নিয়েছিলেন ২ উইকেট। তিনি খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও। উইন্ডিজ সিরিজ দিয়ে হেনরির পাশাপাশি ওয়ানডেতে ফিরেছেন আরেক কিউই পেসার কাইল জেমিসন। সবশেষ জেমিসন ওয়ানডে খেলেছেন এ বছরের মার্চে দুবাইয়ে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।

জেমিসনের পরিবর্তে ইংল্যান্ড সিরিজে খেলা ব্লেয়ার টিকনার জায়গা ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। ইংল্যান্ডকে কদিন আগে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ে টিকনারের অবদান অপরিসীম। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট ছিল তাঁরই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেস আক্রমণে জেমিসন, হেনরি, টিকনারদের সঙ্গে আছেন জ্যাকব ডাফি, জাকারি ফুক্স, নাথান স্মিথরা। যাঁদের মধ্যে স্মিথ পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে অধিনায়ক স্যান্টনারের সঙ্গে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।

অকল্যান্ডে গত ৫ ও ৬ নভেম্বর নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই টি-টোয়েন্টি। সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ৯, ১০ ও ১৩ নভেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে ১৯ ও ২২ নভেম্বর। ক্রাইস্টচার্চে ২ ডিসেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ ডিসেম্বর। তৃতীয় তথা শেষ টেস্টের ভেন্যু বে ওভালের মাউন্ট মঙ্গানুই। ১৮ ডিসেম্বর শুরু হবে এই টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

সুদান যুদ্ধে আমিরাতের বিপরীতে মিসর-তুরস্কের বিরল ঐক্য, ঢুকছে অস্ত্র ও ড্রোনচালক

এলাকার খবর
Loading...

সম্পর্কিত