ভারতের মাটিতে ভারতীয়দের বিপক্ষে বাজবলের কার্যকারিতা নিয়ে সিরিজ শুরুর আগে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। রাজকোট টেস্টে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণের পর ‘প্রশ্ন’ থেকে ব্যাপারটা চলে এসেছে সিদ্ধান্তের পর্যায়ে। আর সেই সিদ্ধান্ত বাজবলের নৈতিক হার!
তিন টেস্ট শেষে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ভারতের ২-১ ব্যবধানে এগিয়েও থাকা দুটি কারণে তাৎপর্যপূর্ণ। এক. ভারতীয় পিচে বরাবরই স্পিনাররা কিছু না কিছু পেয়ে থাকলেও এবার তিন টেস্টেই স্পিনারদের মতো সুযোগ ছিল পেসারদেরও। দুই. ভারত খেলেছে তাদের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি, অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামিকে ছাড়াই। কিন্তু তাদের ছাড়াই ভারতীয় দল এমনই উজ্জীবিত খেলাটা রাজকোটে খেলল যে, তাতে যে কারও মনে হতে পারে ইংল্যান্ড নয়, ‘বাজবল’ খেলেছে ভারতই!
দুর্দান্ত ফর্মে থাকা যশস্বী জয়সওয়ালের টানা ডাবল সেঞ্চুরি, যার দ্বিতীয়টিতে ভারতীয় ওপেনার হাঁকান রেকর্ড ১২টি ছক্কা। ম্যাচে ২৮টি ছক্কা নিয়ে রেকর্ড গড়ে ভারতও। আর তিন টেস্টে দলটির ৪৮ ছক্কা এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও। সবশেষ ইনিংসের ১২টি ছক্কা নিয়ে সিরিজে জয়সওয়ালের ছক্কার সংখ্যা ২০টি। টেস্টের ইতিহাসেই এক সিরিজে কোনো ব্যাটারের ২০ ছক্কার ঘটনা এটাই প্রথম।
অথচ কে বলবে জয়সওয়ালের এটি মাত্র সপ্তম টেস্ট! কিংবা অভিষিক্ত সরফরাজ খানের ব্যাটিংটাই দেখুন—কী সাবলীল ঢঙে দুই ইনিংসেই করলেন ষাটোর্ধ্ব রান। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে প্রথম ইনিংসে রানআউটের শিকার হলেও দ্বিতীয় ইনিংসে দলের ইনিংস ঘোষণার আগে ৭২ বলে করলেন অপরাজিত ৬৮। স্ট্রাইকরেট—ইনিংস সর্বোচ্চ ৯৪.৪৪।
অথচ সিরিজ শুরুর আগে এই সরফরাজ কিংবা উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে নিয়ে ভারত খেলা শুরু করলে অনেকেই ধুয়ে দিতেন নির্বাচকদের। একটা দল যখন উজ্জীবিত মেজাজে খেলে, সবাই নিজ নিজ জায়গা থেকে সেরাটা দেয়, তখন প্রতিপক্ষের করার কিছুই থাকে না। জয়সওয়াল, সরফরাজ কিংবা জাদেজারা সেটাই করেছেন। আর তাতেই ম্লান প্রতিপক্ষের বাজবল!
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং দেখে মনে হয়েছে হয় বাজবল তারা ভুলে গেছে, না হয় পুরোপুরি এটা তারা রপ্ত করতে ব্যর্থ। শেষ দিকে মার্ক উডের ১৫ বলে ৩৩ রান করা বাজবলকে যা একটু মনে করিয়ে দিয়েছে। উডের ২২০.০০ স্ট্রাইকেটের সেই ইনিংসের পরও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রানরেট—৩.০৭। এখানেই যেন বাজবলের নৈতিক হার।
ভারতের মাটিতে ভারতীয়দের বিপক্ষে বাজবলের কার্যকারিতা নিয়ে সিরিজ শুরুর আগে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। রাজকোট টেস্টে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণের পর ‘প্রশ্ন’ থেকে ব্যাপারটা চলে এসেছে সিদ্ধান্তের পর্যায়ে। আর সেই সিদ্ধান্ত বাজবলের নৈতিক হার!
তিন টেস্ট শেষে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ভারতের ২-১ ব্যবধানে এগিয়েও থাকা দুটি কারণে তাৎপর্যপূর্ণ। এক. ভারতীয় পিচে বরাবরই স্পিনাররা কিছু না কিছু পেয়ে থাকলেও এবার তিন টেস্টেই স্পিনারদের মতো সুযোগ ছিল পেসারদেরও। দুই. ভারত খেলেছে তাদের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি, অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামিকে ছাড়াই। কিন্তু তাদের ছাড়াই ভারতীয় দল এমনই উজ্জীবিত খেলাটা রাজকোটে খেলল যে, তাতে যে কারও মনে হতে পারে ইংল্যান্ড নয়, ‘বাজবল’ খেলেছে ভারতই!
দুর্দান্ত ফর্মে থাকা যশস্বী জয়সওয়ালের টানা ডাবল সেঞ্চুরি, যার দ্বিতীয়টিতে ভারতীয় ওপেনার হাঁকান রেকর্ড ১২টি ছক্কা। ম্যাচে ২৮টি ছক্কা নিয়ে রেকর্ড গড়ে ভারতও। আর তিন টেস্টে দলটির ৪৮ ছক্কা এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও। সবশেষ ইনিংসের ১২টি ছক্কা নিয়ে সিরিজে জয়সওয়ালের ছক্কার সংখ্যা ২০টি। টেস্টের ইতিহাসেই এক সিরিজে কোনো ব্যাটারের ২০ ছক্কার ঘটনা এটাই প্রথম।
অথচ কে বলবে জয়সওয়ালের এটি মাত্র সপ্তম টেস্ট! কিংবা অভিষিক্ত সরফরাজ খানের ব্যাটিংটাই দেখুন—কী সাবলীল ঢঙে দুই ইনিংসেই করলেন ষাটোর্ধ্ব রান। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে প্রথম ইনিংসে রানআউটের শিকার হলেও দ্বিতীয় ইনিংসে দলের ইনিংস ঘোষণার আগে ৭২ বলে করলেন অপরাজিত ৬৮। স্ট্রাইকরেট—ইনিংস সর্বোচ্চ ৯৪.৪৪।
অথচ সিরিজ শুরুর আগে এই সরফরাজ কিংবা উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে নিয়ে ভারত খেলা শুরু করলে অনেকেই ধুয়ে দিতেন নির্বাচকদের। একটা দল যখন উজ্জীবিত মেজাজে খেলে, সবাই নিজ নিজ জায়গা থেকে সেরাটা দেয়, তখন প্রতিপক্ষের করার কিছুই থাকে না। জয়সওয়াল, সরফরাজ কিংবা জাদেজারা সেটাই করেছেন। আর তাতেই ম্লান প্রতিপক্ষের বাজবল!
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং দেখে মনে হয়েছে হয় বাজবল তারা ভুলে গেছে, না হয় পুরোপুরি এটা তারা রপ্ত করতে ব্যর্থ। শেষ দিকে মার্ক উডের ১৫ বলে ৩৩ রান করা বাজবলকে যা একটু মনে করিয়ে দিয়েছে। উডের ২২০.০০ স্ট্রাইকেটের সেই ইনিংসের পরও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রানরেট—৩.০৭। এখানেই যেন বাজবলের নৈতিক হার।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৬ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৭ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১১ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১২ ঘণ্টা আগে