Ajker Patrika

নিয়মিত বিদেশ সফরে যাবে ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২২, ২১: ০২
নিয়মিত বিদেশ সফরে যাবে ‘এ’ দল

প্রায় তিন বছর পর সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। করোনা পরিস্থিতিতে ‘এ’ দলের বিদেশ সফর বন্ধের পর জাতীয় দলের পাইপলাইনও ছোট হয়ে আসে। তবে এখন থেকে ‘এ’ দলের নিয়মিত বিদেশ সফর হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু।

আজ এ দলের সঙ্গে উইন্ডিজ সফরে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন টিটু। তিনি বলেছেন, ‘এই ট্যুর ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে, উইন্ডিজও কিছুদিন পর আমাদের এখানে আসবে। এরপর আরও কিছু ট্যুর আছে। আয়ারল্যান্ডে একটা ট্যুর আছে যতটুকু আমি জানি এবং আরও কিছু ট্যুরের ব্যাপারে কথা হচ্ছে।’

২০১৯ সালের পর ‘এ’ দলের সফর নিয়মিত হয়নি। তবে ভবিষ্যতে এ দলের সফর নিয়মিত করতে কাজ করে যাচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগ। এ বিষয়ে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘নিয়মিত সূচিতে ‘এ’ দলের সফরগুলো যেন হয়, সে ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগ এই পদক্ষেপগুলো নিয়েছে। আশা করি এখন থেকে এই সফরগুলো নিয়মিত সূচিতে আগে যেরকম হতো, ঠিক ওই রকমভাবে বা তার চেয়ে বেশি আকারে হবে।’

‘এ’ দলের সফর জাতীয় দলের পাইপলাইন তৈরিতে ভূমিকা রাখবে জানিয়ে টিটু বলেছেন, ‘এ ব্যাপারগুলোতে (ছায়া দলের বিদেশ সফর) আমরা এখন ক্রিকেট বোর্ড যেভাবে প্ল্যান করে এগোচ্ছি, আমাদের ভবিষ্যতে ক্রিকেট পাইপলাইন এবং জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি রাখার যে কার্যক্রমগুলো, সেগুলো আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি, সে জন্য এ ধরনের কর্মকাণ্ড সব সময় থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত