নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় তিন বছর পর সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। করোনা পরিস্থিতিতে ‘এ’ দলের বিদেশ সফর বন্ধের পর জাতীয় দলের পাইপলাইনও ছোট হয়ে আসে। তবে এখন থেকে ‘এ’ দলের নিয়মিত বিদেশ সফর হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু।
আজ এ দলের সঙ্গে উইন্ডিজ সফরে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন টিটু। তিনি বলেছেন, ‘এই ট্যুর ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে, উইন্ডিজও কিছুদিন পর আমাদের এখানে আসবে। এরপর আরও কিছু ট্যুর আছে। আয়ারল্যান্ডে একটা ট্যুর আছে যতটুকু আমি জানি এবং আরও কিছু ট্যুরের ব্যাপারে কথা হচ্ছে।’
২০১৯ সালের পর ‘এ’ দলের সফর নিয়মিত হয়নি। তবে ভবিষ্যতে এ দলের সফর নিয়মিত করতে কাজ করে যাচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগ। এ বিষয়ে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘নিয়মিত সূচিতে ‘এ’ দলের সফরগুলো যেন হয়, সে ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগ এই পদক্ষেপগুলো নিয়েছে। আশা করি এখন থেকে এই সফরগুলো নিয়মিত সূচিতে আগে যেরকম হতো, ঠিক ওই রকমভাবে বা তার চেয়ে বেশি আকারে হবে।’
‘এ’ দলের সফর জাতীয় দলের পাইপলাইন তৈরিতে ভূমিকা রাখবে জানিয়ে টিটু বলেছেন, ‘এ ব্যাপারগুলোতে (ছায়া দলের বিদেশ সফর) আমরা এখন ক্রিকেট বোর্ড যেভাবে প্ল্যান করে এগোচ্ছি, আমাদের ভবিষ্যতে ক্রিকেট পাইপলাইন এবং জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি রাখার যে কার্যক্রমগুলো, সেগুলো আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি, সে জন্য এ ধরনের কর্মকাণ্ড সব সময় থাকবে।’
প্রায় তিন বছর পর সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। করোনা পরিস্থিতিতে ‘এ’ দলের বিদেশ সফর বন্ধের পর জাতীয় দলের পাইপলাইনও ছোট হয়ে আসে। তবে এখন থেকে ‘এ’ দলের নিয়মিত বিদেশ সফর হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু।
আজ এ দলের সঙ্গে উইন্ডিজ সফরে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন টিটু। তিনি বলেছেন, ‘এই ট্যুর ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে, উইন্ডিজও কিছুদিন পর আমাদের এখানে আসবে। এরপর আরও কিছু ট্যুর আছে। আয়ারল্যান্ডে একটা ট্যুর আছে যতটুকু আমি জানি এবং আরও কিছু ট্যুরের ব্যাপারে কথা হচ্ছে।’
২০১৯ সালের পর ‘এ’ দলের সফর নিয়মিত হয়নি। তবে ভবিষ্যতে এ দলের সফর নিয়মিত করতে কাজ করে যাচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগ। এ বিষয়ে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘নিয়মিত সূচিতে ‘এ’ দলের সফরগুলো যেন হয়, সে ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগ এই পদক্ষেপগুলো নিয়েছে। আশা করি এখন থেকে এই সফরগুলো নিয়মিত সূচিতে আগে যেরকম হতো, ঠিক ওই রকমভাবে বা তার চেয়ে বেশি আকারে হবে।’
‘এ’ দলের সফর জাতীয় দলের পাইপলাইন তৈরিতে ভূমিকা রাখবে জানিয়ে টিটু বলেছেন, ‘এ ব্যাপারগুলোতে (ছায়া দলের বিদেশ সফর) আমরা এখন ক্রিকেট বোর্ড যেভাবে প্ল্যান করে এগোচ্ছি, আমাদের ভবিষ্যতে ক্রিকেট পাইপলাইন এবং জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি রাখার যে কার্যক্রমগুলো, সেগুলো আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি, সে জন্য এ ধরনের কর্মকাণ্ড সব সময় থাকবে।’
ডামি করে বলটা ছেড়ে দিলেন দমিনিক সবোসলাই। তাঁর পেছনে থাকা সতীর্থকে যে আটকানোর কেউ নেই, সেটা তিনি জানতেন। আর জানতেন বলেই লিভারপুল মাঠ ছাড়ে ৩-২ গোলের নাটকীয় এক জয় নিয়ে। ফুটবল বিশ্ব পায় ১৬ বছর বয়সী বিস্ময় বালক রিও এনগুমোহার আগমনী বার্তা।
৩ মিনিট আগেচলতি মাসে জুভেন্তুদের বিপক্ষে জোড়া গোল করে এভাবেই জাতীয় দলে ফেরার জন্য বার্তা দিয়েছিলেন নেইমার। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে দেখা যাবে তাঁকে; এমন প্রত্যাশায় বুদ হয়ে থাকেন ব্রাজিল ভক্তরা। কিন্তু দিনশেষে তাদের হতাশই হতে হয়।
১ ঘণ্টা আগেআমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। ম্যাচ জিতলে সিরিজ জেতার ভাবনাও আসে। আশা করি, এই সিরিজেও ম্যাচ জিততে পারব। (২০২৬) বিশ্বকাপ বাছাইয়ে ভালো করায় (খেলার যোগ্যতা অর্জন করা) আমরা আত্মবিশ্বাসী মনেই আসছি।
২ ঘণ্টা আগেঅ্যাথলেটিকসে দূরপাল্লার দৌড় নিয়ে খুব একটা আলোচনা হয় না কখনো। রিনকী বিশ্বাস রেকর্ডের পর রেকর্ডের জন্ম না দিলে এবারও কি হতো! সে ক্ষেত্রে ‘না’র পাল্লাই হয়তো ভারী হবে। ৩০০০, ৫০০০ ও ১০০০০ মিটার—খালি পায়ে দৌড়ে তিনটি ইভেন্ট রেকর্ডময় করেছেন রিনকী।
২ ঘণ্টা আগে