Ajker Patrika

সমালোচকদের জবাবে জাকেরের মুখে ‘তালা’

ক্রীড়া ডেস্ক    
আফগানিস্তানকে ধবলধোলাই করলেও সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি জাকের আলী অনিক। ছবি: ক্রিকইনফো
আফগানিস্তানকে ধবলধোলাই করলেও সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি জাকের আলী অনিক। ছবি: ক্রিকইনফো

জাকের আলী অনিকের নেতৃত্বে আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। যে টি-টোয়েন্টি সংস্করণ আফগানিস্তানের ‘প্রিয়’, তাদের এই সংস্করণে হারানো নিঃসন্দেহে জাকেরের জন্য অনেক বড় অর্জন। কিন্তু ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—সেটা কি তিনি হতে পেরেছেন? এটার উত্তর ‘না’।

৪, ২ ও ৬—আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিন টি-টোয়েন্টিতে বাংলাদেশ কত উইকেটে জিতেছে, সংখ্যাগুলো দিয়ে তা-ই বোঝাচ্ছে। প্রথম দুই ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় এলেও গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে জাকেরের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে হেসেখেলে। ২ ওভার হাতে রেখে ৬ উইকেটে জিতে আফগানদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে জাকের-তানজিদ হাসান তামিমদের বাংলাদেশ। কিন্তু জাকের তিন ম্যাচ মিলিয়ে ৫০ রানও করতে পারেননি। গতকাল যেখানে তাঁর সুযোগ ছিল ম্যাচ শেষ করে আসার, সেই সুযোগটা হেলায় হারালেন। মুজিব-উর-রহমানের বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে এলবিডব্লুর শিকার হয়েছেন জাকের।

দল ভালো করলেও বাজে ব্যাটিংয়ের কারণে জাকেরকে নিয়ে চলছে সমালোচনা। শারজায় গত রাতে তৃতীয় টি-টোয়েন্টি জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এলে জিজ্ঞেস করা হয়, এসব সমালোচনা কীভাবে তিনি সামলাচ্ছেন? বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘এগুলো (সমালোচনা) নিয়ে কিছু বলার নেই আমার। সিরিজ জিতে ভালো লাগছে।’

লিটনের অনুপস্থিতিতে এশিয়া কাপের সুপার ফোর থেকে অধিনায়কত্ব করছেন জাকের। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে প্রথম মিশনেই ব্যর্থ হয়েছেন। ভারত-পাকিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবার তাঁর নেতৃত্বে আফগানদের ধবলধোলাই করেছে বাংলাদেশ। এমন অর্জনে সতীর্থদের বেশি কৃতিত্ব দিচ্ছেন জাকের। আফগানদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয়ের পর বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমি ম্যাচ জেতাইনি। সবার প্রচেষ্টায় ম্যাচ জিতেছি। আমাকে কৃতিত্ব দেওয়ার কিছু নেই। লিটনদা ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে আমি ঠিকমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে অনেক ভালো করেছে।’

তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সাইফ হাসান। ৩৮ বলে ২ চার ও ৭ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। সিরিজসেরার পুরস্কার পেয়েছেন নাসুম আহমেদ। ৩ ম্যাচে ৫.৫৮ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। আফগানিস্তানকে ৩–০ ব্যবধানে ধবলধোলাই করে দেরাদুনের প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশকে ৩–০ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল আফগানরা। এই নিয়ে দুইবার আফগানিস্তানকে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০২৩ সালে আফগানদের বিপক্ষে ২–০ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ফোন বন্ধ পেলে ধরে নিবা মারা গেছি’, স্ত্রীকে বলেছিলেন ইউক্রেনে নিহত রাজবাড়ীর নজরুল

শাহবাগে গত রাতে ফুটপাত থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

নার্সিং হোমে বয়স্ক পুরুষদের ওষুধ খেতে উৎসাহিত করতে মিনি স্কার্ট পরে তরুণীর নাচ

ফিলিস্তিনিদের বের করে দেওয়া হবে না, বরং উল্টোটা ঘটবে: ট্রাম্প

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছেন ইসরায়েলের দুজন প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত