নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজদের মাঠে আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে সুযোগ হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডে সিরিজের মাঝপথে বাদ পড়ে আফিফ হোসেনও। অনেক দিন ধরে বাংলাদেশ দলের হয়ে খেলা এই দুই ক্রিকেটার হঠাৎ করে দল থেকে বাদ পড়ার পর আলোচনা হচ্ছে, এ বছর ওয়ানডে বিশ্বকাপে তাঁদের খেলা নিয়ে।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য জানিয়েছেন, মাহমুদউল্লাহ ও আফিফ দুজনই আছেন বিবেচনায়। আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে সংবাদমাধ্যমকে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে তামিম বলেন, ‘এই সিরিজ, হয়তো পরের সিরিজ এগুলোতে যতটুকু মানুষকে (খেলোয়াড়) দেখা নতুন করে কিছু সুযোগ দেওয়া। এই সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি। শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে ওপরে ব্যাটিং করিয়েছি।’
এরপরই তামিম বলেন, ‘এমনকি আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে, অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো একটা-দুটা সিরিজ যেকোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসাবে আছে। এশিয়া কাপ এলে আরও ভালো অবস্থায় থাকব বিশ্বকাপে...। যেকোনো একটা সময় তো যাচাইবাছাই বন্ধ করতে হবে। আপনাকে সর্বোচ্চ ম্যাচ দিতে হবে বিশ্বকাপের স্কোয়াডকে।’
দলের সাত নম্বর ব্যাটিং পজিশন খুবই গুরুত্বপূর্ণ। যেখান নেমে ম্যাচ শেষ করে আসতে হয়। মেহেদী হাসান মিরাজ সেই পজিশনে এখন ব্যাটিং করছেন। সাত নম্বরে মিরাজের ওপরই আস্থা রাখছে দল? এ ব্যাপারে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘মিরাজ তার সামর্থ্য ভালোভাবে দেখিয়েছে। ভারত সিরিজে তার একক ব্যাটিংয়েই জিতেছে বাংলাদেশ। ওই সুবিধা আমরা পাই, তাকে খেলালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও পাই। এই সমন্বয়গুলোই গত সিরিজ বলেন, সামনের কয়েকটা সিরিজে আমরা দেখব।’
তামিম যোগ করেন, ‘৬ জন বোলার থাকলে অপশন থাকে। ৫টা বোলারের যেকোনো একদিন কারও যদি খারাপ যায়, তাহলে দল এবং অধিনায়কের সুবিধা হয়। এ কম্বিনেশনগুলো আমরা দেখছি। ওই পজিশনের জন্য আমাদের কাছে ২-৩ জন খেলোয়াড় আছে। দলের পছন্দ অনুযায়ী নেওয়া হবে, কে খেলবে।’
নিজদের মাঠে আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে সুযোগ হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডে সিরিজের মাঝপথে বাদ পড়ে আফিফ হোসেনও। অনেক দিন ধরে বাংলাদেশ দলের হয়ে খেলা এই দুই ক্রিকেটার হঠাৎ করে দল থেকে বাদ পড়ার পর আলোচনা হচ্ছে, এ বছর ওয়ানডে বিশ্বকাপে তাঁদের খেলা নিয়ে।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য জানিয়েছেন, মাহমুদউল্লাহ ও আফিফ দুজনই আছেন বিবেচনায়। আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে সংবাদমাধ্যমকে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে তামিম বলেন, ‘এই সিরিজ, হয়তো পরের সিরিজ এগুলোতে যতটুকু মানুষকে (খেলোয়াড়) দেখা নতুন করে কিছু সুযোগ দেওয়া। এই সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি। শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে ওপরে ব্যাটিং করিয়েছি।’
এরপরই তামিম বলেন, ‘এমনকি আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে, অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো একটা-দুটা সিরিজ যেকোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসাবে আছে। এশিয়া কাপ এলে আরও ভালো অবস্থায় থাকব বিশ্বকাপে...। যেকোনো একটা সময় তো যাচাইবাছাই বন্ধ করতে হবে। আপনাকে সর্বোচ্চ ম্যাচ দিতে হবে বিশ্বকাপের স্কোয়াডকে।’
দলের সাত নম্বর ব্যাটিং পজিশন খুবই গুরুত্বপূর্ণ। যেখান নেমে ম্যাচ শেষ করে আসতে হয়। মেহেদী হাসান মিরাজ সেই পজিশনে এখন ব্যাটিং করছেন। সাত নম্বরে মিরাজের ওপরই আস্থা রাখছে দল? এ ব্যাপারে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘মিরাজ তার সামর্থ্য ভালোভাবে দেখিয়েছে। ভারত সিরিজে তার একক ব্যাটিংয়েই জিতেছে বাংলাদেশ। ওই সুবিধা আমরা পাই, তাকে খেলালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও পাই। এই সমন্বয়গুলোই গত সিরিজ বলেন, সামনের কয়েকটা সিরিজে আমরা দেখব।’
তামিম যোগ করেন, ‘৬ জন বোলার থাকলে অপশন থাকে। ৫টা বোলারের যেকোনো একদিন কারও যদি খারাপ যায়, তাহলে দল এবং অধিনায়কের সুবিধা হয়। এ কম্বিনেশনগুলো আমরা দেখছি। ওই পজিশনের জন্য আমাদের কাছে ২-৩ জন খেলোয়াড় আছে। দলের পছন্দ অনুযায়ী নেওয়া হবে, কে খেলবে।’
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৪৩ মিনিট আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে