Ajker Patrika

চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২২: ৫৯
বৃথা গেল ৩৩ বলে সাব্বির রহমানের অপরাজিত ৮২ রানের ইনিংস। ছবি: বিসিবি
বৃথা গেল ৩৩ বলে সাব্বির রহমানের অপরাজিত ৮২ রানের ইনিংস। ছবি: বিসিবি

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ভোলেননি চার ছক্কা হাঁকানোটা! আজ সিলেটে তাঁর বিধ্বংসী ব্যাটিং তেমনটাই আভাস দিয়েছে। এ দিন চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ঝোড়ো ইনিংসই উপহার দিয়েছেন ঢাকা ক্যাপিটালের এই ব্যাটার। ৩৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কা আর ৩ চারে। ইনিংসটির স্ট্রাইকরেট দাঁড়ায় ২৪৮.৪৮!

অনেক দিন পরই সাব্বিরের এমন রূপ দেখল দর্শকেরা। দেশের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালের ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। সেই টি-টোয়েন্টি ম্যাচে করেছিলেন মাত্র ১৪ রান। ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাব্বিরে সেরা ইনিংস ৮০ রানের। সেটাও ঠিক ৯ বছর আগে ২০১৬ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে। যে ম্যাচে ৫৪ বলে ৮০ রান করেছিলেন সাব্বির। চার-ছক্কার ফরম্যাটে তাঁর নামের পাশে এমন ঝোড়ো ইনিংস আছে আরও চারটি—২০১৮ সালে ভারতের বিপক্ষে ৫০ বলে ৭৭ রান, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ৫১, ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে ২৬ বলে ৪৪ এবং একই বছর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৫ বলে ২৬ রান।

বিপিএল এলেই সাব্বির মাঝে মধ্যেই এমন ব্যাটিং ধামাকা দেখান। এর আগে ২০১৬ বিপিএলে মিরপুরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে একাই ৬১ বলে ১২২ রান করেন। এরপর ২০১৯ বিপিএলে সিলেটে রংপুরের বিপক্ষেও ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সেদিন ওপেনিংয়ে নেমে ৫ চার ৬ ছক্কায় ৫১ বলে ৮৫ রান করেছিলেন এই হার্ড হিটার ব্যাটর। যদিও ম্যাচটি হেরে গিয়েছিলেন সাব্বিররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত