Ajker Patrika

নিউজিল্যান্ডকে উড়িয়ে এক ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ মে ২০২৫, ১৭: ১৯
নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ছবি: বিসিবি
নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ছবি: বিসিবি

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ। টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জিতে গেল স্বাগতিকেরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড নেমেছে সমতায় ফেরার মিশনে। কিন্তু শুরুতেই বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৪৪ রানের পাহাড়সমান স্কোর গড়লে ম্যাচ বাংলাদেশ অর্ধেক সেখানেই জিতে যায়। এরপর শরীফুল ইসলাম-মোসাদ্দেক হোসেন সৈকতদের বোলিংয়ে কুপোকাত কিউইরা। ৮৭ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

৩৪৫ রানের লক্ষ্যে নেমে শুরুটা দারুণ হয় নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে কার্টিস হিপি ও ডেল ফিলিপস গড়েন ৫২ রানের জুটি। অষ্টম ওভারের চতুর্থ বলে হিপিকে ফিরিয়ে জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। যেখানে হিপি ১৬ বলে করেছেন ৫ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন জো কার্টার। দ্বিতীয় উইকেটে ফিলিপস ও কার্টার গড়েন ৪৭ রানের জুটি। ১৫তম ওভারের দ্বিতীয় বলে ফিলিপসকে ফিরিয়ে থিতু হয়ে যাওয়া জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ৫৪ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৭৯ রান করেছেন ফিলিপস।

ফিলিপস ফিরতেই ছোটখাটো ধস নামে নিউজিল্যান্ডের ইনিংসে। ১৭ রানে ৪ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ৪ উইকেটে ১১৬ রানে পরিণত হয় কিউইরা। এই ৪ উইকেটের তিনটিই নিয়েছেন স্পিনাররা। শামীম হোসেন ফিরিয়েছেন কার্টারকে। আর ম্যাট বয়েলের পাশাপাশি কিউই অধিনায়ক নিক কেলিকে ড্রেসিংরুমের উইকেট পেয়েছেন সৈকত। চাপে পড়া নিউজিল্যান্ডকে তখন টেনে তোলার চেষ্টা করেন মিচ হে ও জশ ক্লার্কসন। ষষ্ঠ উইকেটে তাঁরা (হে-ক্লার্কসন) গড়েন ৪৬ রানের জুটি। ২৮তম ওভারের তৃতীয় বলে ক্লার্কসনকে (৩৪) বোল্ড করে জুটি ভাঙেন তানভীর ইসলাম।

২৭.৩ ওভারে ৬ উইকেটে ১৬২ রানে পরিণত হওয়া নিউজিল্যান্ড এরপর রান তোলার পাশাপাশি উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে ৯ নম্বরে নামা ক্রিস্টিয়ান ক্লার্ক শুধু ব্যবধানটাই কমাতে পেরেছেন। ৩৬ বলে ৬ চারে ৩৯ রানে অপরাজিত থেকেছেন তিনি। বিপর্যস্ত কিউইরা গুটিয়ে গেছে ৪৩.১ ওভারে ২৫৭ রানে। ৪৪তম ওভারের প্রথম বলে লেনক্সকে ফিরিয়ে কিউইদের ইনিংসের ইতি টানেন শামীম। ওপেনার ফিলিপসের ৭৯ রানই সফরকারীদের ইনিংস সর্বোচ্চ।

বাংলাদেশের সৈকত ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন শরীফুল, তানভীর ও শামীম। যাঁদের মধ্যে শামীম ৩.১ ওভারে খরচ করেন ৯ রান। এক ওভার মেডেন দিয়েছেন। আর রেজাউর রহমান রাজা ১ উইকেট নিলেও খরুচে বোলিং করেছেন। ৬ ওভারে খরচ করেন ৫৭ রান।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেলি। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের স্কোর একপর্যায়ে হয়ে যায় ১৫.১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। চতুর্থ উইকেটে এরপর ২২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৪৪ রান।

বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১১২ রান করেন সোহান। ১০১ বলে ৭ চার ও ৭ ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। দলপতি আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নিয়েছেন অঙ্কন। শেষ ওভারের পঞ্চম বলে অঙ্কনকে ফিরিয়েছেন জাকারি ফুলকস। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করেন অঙ্কন। নিউজিল্যান্ডের ক্লার্ক নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফুলকস ও অশোক।

বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয়ের ম্যাচে সোহানই পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ১০ মে সিলেটে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল আর নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ এই ম্যাচে নামবে কিউইদের হোয়াইটওয়াশ করার মিশনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত