Ajker Patrika

বোলারদের ঘুম কেড়ে নেওয়া রিজওয়ানই ‘সবচেয়ে দামি’ ক্রিকেটার

বোলারদের ঘুম কেড়ে নেওয়া রিজওয়ানই ‘সবচেয়ে দামি’ ক্রিকেটার

সদ্য বিদায়ী বছরটা স্বপ্নের চেয়েও সুন্দর কেটেছে মোহাম্মদ রিজওয়ানের। ব্যাট হাতে রীতিমতো একচেটিয়া শাসন করেছেন পাকিস্তানের কিপার-ব্যাটার। একের পর এক রেকর্ড গড়ে বোলারদের ‘আরামের ঘুম হারাম’ করে তুলেছিলেন তিনি।

নতুন বছরের শুরুতে সেটির পুরস্কারই পেলেন রিজওয়ান। পাকিস্তানের সবচেয়ে দামি ক্রিকেটারের স্বীকৃতি জুটল তাঁর। সে সঙ্গে দেশটির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও হয়েছেন তিনি। গতকাল রাতে ২০২১ সালের পারফরম্যান্সের ভিত্তিতে ‘পিসিবি অ্যাওয়ার্ড’ ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সবচেয়ে দামি হওয়ার লড়াইয়ে রিজওয়ানের সঙ্গে ছিলেন হাসান আলী, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। তাঁদের পেছনে ফেলে সেরার মুকুট জিতলেন রিজওয়ান। গত বছর টেস্টে ৪৫৫, ওয়ানডেতে ১৩৪ ও টি-টোয়েন্টিতে ‘ঈর্ষণীয়’ ১৩২৬ রান করেছেন রিজওয়ান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান (১৩২৬) করার রেকর্ড গড়েন তিনি। বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার নিদা দার।

দুই ক্যাটাগরিতে রিজওয়ানের সঙ্গে পেরে না উঠলেও অধিনায়ক বাবর ও পেসার হাসানকে নিরাশ হতে হয়নি। বাবর জিতেছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার, আর হাসান পেয়েছেন সেরা টেস্ট খেলোয়াড়ের স্বীকৃতি।

সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন শাহিন শাহ আফ্রিদি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার রাতে রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে অবিশ্বাস্য দুটি ডেলিভারিতে আউট করেছিলেন তিনি।

সেই বিশ্বকাপেই ম্যাচ শেষে পাকিস্তান দলের নামিবিয়ার ড্রেসিংরুমে গিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাটি পেয়েছে সেরা প্রাণবন্ত মুহূর্তের (স্পিরিট অব ক্রিকেট) পুরস্কার।   

পিসিবি অ্যাওয়ার্ড ২০২১

সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ► মোহাম্মদ রিজওয়ান
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ► হাসান আলী
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ► বাবর আজম
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ► মোহাম্মদ রিজওয়ান
প্রভাবশালী পারফরম্যান্স ► শাহিন শাহ আফ্রিদি
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার ► মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
বর্ষসেরা নারী ক্রিকেটার ► নিদা দার
বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার ► শাহিবজাদা ফারহান
বর্ষসেরা আম্পায়ার ► আসিফ ইয়াকুব 
সেরা প্রাণবন্ত মুহূর্ত ► পাকিস্তান দলের নামিবিয়ার ড্রেসিংরুম পরিদর্শন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত