Ajker Patrika

সাকিবের টানে মাগুরায় একঝাঁক তারকা ক্রিকেটার

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৫: ৫১
সাকিবের টানে মাগুরায় একঝাঁক তারকা ক্রিকেটার

মাগুরা জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দলের সঙ্গে ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের একঝাঁক তারকা খেলোয়াড়। আজ শুক্রবার সকালে স্থানীয় নোমানী ময়দান মাঠে এ প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচটি হয়। এ সময় সাকিব আল হাসানও খেলোয়াড়দের সঙ্গে মাঠে থাকা দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রীতি ম্যাচে অংশ নেন জাতীয় দলের মুমিনুল হক, নুরুল হাসান সোহান, নাজমুল অপু, রুবেল হোসেন, মোসাদ্দেক সৈকত, সোহাগ গাজী, মুক্তার হোসেন, নাঈম ইসলাম, মিজানুর রহমানের মতো ক্রিকেটাররা। 

৮ ওভারের প্রীতি ম্যাচে মাগুরা জেলা দলের বিপক্ষে জাতীয় দল কোনো উইকেট না হারিয়ে ১১১ রান করে জিতে যায়। জাতীয় ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম ও সালাউদ্দিনও উপস্থিত ছিলেন ম্যাচে। খেলা উপভোগ করতে মাঠে নানা বয়সী ক্রিকেট ভক্তের উপস্থিত ছিল লক্ষণীয়। তরুণ-তরুণী, কিশোর-কিশোরীরাও মাঠে খেলা দেখতে ভিড় করেন। 

সাকিব আল হাসানের শৈশবের ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কি বলেন, ‘বিজয়ের এ মাসে সাকিবের নির্বাচনী প্রচারণায় মাগুরা এসেছে জাতীয় দলের কিছু নন্দিত ক্রিকেট খেলোয়াড়। তারা মাগুরায় আসাতে আমরা খুবই খুশি। তারা শহরের নোমানী ময়দানে প্রীতি ক্রিকেটে আমাদের সঙ্গে অংশ নেয়।’ 
 
গোর্কি আরও বলেন, ‘মাগুরাবাসী আজ সাকিবের জন্য গর্বিত। কারণ, জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড় আজ মাগুরাবাসী দেখতে পেল। ভবিষ্যতে আমরা মাগুরা স্টেডিয়ামে বড় পরিসরে তাদের খেলা দেখতে চাই। ক্রিকেট নিয়ে মাগুরাতে সাকিবের অনেক ভাবনা রয়েছে। নির্বাচনে সে জয়ী হলে মাগুরাবাসী অনেক কিছু পাবে তার কাছ থেকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত