Ajker Patrika

মোস্তাফিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৬৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উইকেট পাওয়ার পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা। ছবি: এএফপি
উইকেট পাওয়ার পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা। ছবি: এএফপি

শুরুতে আক্রমণাত্মক থাকলেও মাঝে কিছুটা রয়েসয়ে খেলে শ্রীলঙ্কা। বাংলাদেশও স্বপ্ন দেখে তাঁদের অল্প রানে বাঁধার। কিন্তু দেয়াল হয়ে দাঁড়ালেন দাসুন শানাকা। তাঁর বিধ্বংসী ইনিংসে বাংলাদেশের কাছে ১৬৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে লঙ্কানরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেন অধিনায়ক লিটন দাস। এই ধরনের উইকেটে পরে ব্যাট করে জয়ের হার ৭০ শতাংশ। তাই লিটনও কোনো ভুল করেননি। একাদশে আনা হয়েছে দুই পরিবর্তনও। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পান শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। মেহেদী সুযোগটা কাজে লাগালেও শরিফুল তা পারেননি।

আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় দারুণ। কোনো উইকেট না হারিয়েই ৫০-এর দিকে ছুটছিল তারা। পঞ্চম ওভারের শেষ বলে পাতুম নিসাঙ্কাকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন তাসকিন আহমেদ। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রানে ফেরেন নিসাঙ্কা।

পাওয়ার প্লের পর বিপজ্জনক হয়ে ওঠার আগেই কুশল মেন্ডিসকে (৩৪) শিকার করেন শেখ মেহেদী। ঠিক পরের ওভারেই কামিল মিশারাকে বোল্ড করেন তিনি। শুরুর সমস্যাগুলো কোনোভাবেই কাটিয়ে উঠতে পারেননি মিশারা। স্লাইডার ডেলিভারিতে মিডলস্টাম্প হারিয়ে ফেলেন এই বাঁহাতি।

দারুণ শুরুর পরও ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। মাঝের ওভারে রানের গতি বাড়াতে তাই প্রমোশন দেওয়া হয় দাসুন শানাকাকে। ফিনিশার হিসেবে তাঁর পরিচিতি থাকলেও আজ খানিকটা সময় নেন হাত খুলে খেলার। শরিফুল ইসলামকে স্কয়ার লেগের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে তাণ্ডব শুরু করেন তিনি।

নাসুমের করা ১৫ তম ওভার থেকে আসে ১৭ রান। লেগসাইড দিয়ে দুই ছক্কা এবং শর্ট ফাইন লেগের ওপর একটি চার হাঁকান শানাকা। কুশল পেরেরা মোস্তাফিজের শিকার হওয়ার পর ছন্দ খোঁজার চেষ্টা করেন অধিনায়ক চারিত আসালাঙ্কাও।

ডেথ ওভারে অবশ্য দুর্দান্ত করেছেন মোস্তাফিজুর। তিনি না থাকলে হয়তো ১৮০ ছুঁতে পারত শ্রীলঙ্কার সংগ্রহ। ১৮ তম ওভারে শরিফুল ১৮ ও শেষ ওভারে তাসকিন খরচ করেন ১০ রান। অথচ ডেথ ওভারে দুবার বোলিংয়ে এসে ১১ রানের বেশি দেননি মোস্তাফিজ। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। সাকিব আল হাসানকে ছুঁয়ে যৌথভাবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি (১৪৯) এখন বাঁহাতি এই পেসার।

মোস্তাফিজ ও মেহেদীর কৃপণতার দিনে বাকিরা ছিলেন বিবর্ণ। এর পেছনে মূল কারণ অবশ্য শানাকা। ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি করা এই ব্যাটার একবার জীবন পেয়ে ৩৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় খেলেন অপরাজিত ৬ ‍ ৪ রানের ইনিংস। ১৭ তম ওভারে তাঁর ক্যাচ ফেলে দেন শামীম পাটোয়ারী। এছাড়া তাওহীদ হৃদয় দুবার ক্যাচ মিস করেন আসালাঙ্কার। বাংলাদেশের ফিল্ডিং তাই ছিল না বলার মতো। তবুও দিনশেষে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। দুবাইয়ের উইকেটে এই রান তাড়া করা কঠিন কিছু নয়। কিন্তু বাংলাদেশের জন্য তা সহজ হবে তো?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাগদান সারলেন এনসিপির হান্নান মাসউদ, কনে বাগছাসের নেত্রী

উচ্চদক্ষ কর্মীদের ভিসা ফি ৩০ হাজার থেকে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে যে ৮ পরামর্শ দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর

আবাসিক হোটেলে তিন বন্ধু, মিলল একজনের লাশ

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের সুযোগ: গোল্ড ও প্লাটিনাম কার্ড ভিসার ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত