Ajker Patrika

‘বেটউইনারে’র সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে খোঁজ নেবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বেটউইনারে’র সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে খোঁজ নেবে বিসিবি

‘বেটউইনার নিউজ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব আল হাসান। কদিন আগেই সাকিব ও প্রতিষ্ঠানটি উভয় পক্ষই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশ করেছিল।

জানা গেছে, বিসিবিকে না জানিয়েই বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব। বাংলাদেশ সরকারের আইন ও বিসিবি আইনে বেটিং নিষিদ্ধ হওয়ায় প্রতিষ্ঠানটির সঙ্গে সাকিবের চুক্তির বিষয়টি খতিয়ে দেখবে বিসিবি।

আজ মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ড সভা শেষে এ কথা বলেছেন, ‘আমাদের অনুমতি নেওয়ার প্রশ্নই উঠে না। আমরা তো অনুমতি দেবই না। তার মানে আমাদের কাছে অনুমতি চায়নি। এরপর জানতে হবে আসলেই চুক্তিটা হয়েছে কিনা। আজকের সভায় এটা উঠেছিল। এটা কোনোভাবেই সম্ভব না। আমি বলেছি এমন চুক্তি হয়েছে কি না তা সাকিবের কাছে জানতে চাওয়া হবে।’

চুক্তির বিষয়ে পরিষ্কার হতে আজ-কালই সাকিবের সঙ্গে কথা বলবে বিসিবি। প্রয়োজনে চিঠির মাধ্যমে কারণ জানতে চাইবে বোর্ড। পাপন বলেছেন, ‘জানতে চেয়ে নোটিশ দেওয়া হবে। এটা তো বোর্ড অনুমোদন করবে না। বেটিংয়ের সঙ্গে কোনোরকমে যোগসূত্র থাকলে বোর্ড গ্রহণ করবে না। আবার বলেছে, বেটিং সংক্রান্ত এটা নাও হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত