নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট সংস্করণে বাংলাদেশের দুর্বলতা নতুন নয়। তবে সর্বশেষ চার সিরিজেই চরম ব্যাটিং বিপর্যয়ে ব্যাটাররা। এক ইনিংসে মোটামুটি ভালো তো অন্য ইনিংসে ভরাডুবি। দল হিসেবে ভালো করতে না পারায় এমনটাই হচ্ছে বলে মত বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের।
গত কয়েকটি টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে একসঙ্গে ‘ফায়ার’ হচ্ছে বলেই মনে করেন দুর্জয়। তাঁর মতে, টেস্ট ম্যাচে টিকে থাকার পাশাপাশি ছোট ইনিংসগুলো এগিয়ে নিতে না পারলে ব্যর্থতার বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
আজ মিরপুরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের অনুশীলন ক্যাম্প ঘুরে দেখতে এসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। দুর্জয় বলেছেন, ‘আমাদের ৫-৬ জন ক্রিকেটার তারা ফায়ার (ভালো) করছে। কিন্তু একসঙ্গে ফায়ার করা হচ্ছে না, দলের যেটা প্রয়োজন। টেস্টের প্রতি ঘণ্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা হয়তো ৫০ করছি কিন্তু ইনিংসটা ১০০ হওয়া উচিত। অনেক সময় টাইমকে কিল করার জন্য যেভাবে খেলা দরকার সেটা করতে পারছি না।’
টেস্ট ক্রিকেটে টিকে থাকতে পারলে জেতা না গেলেও অন্তত ড্র করা সম্ভব। বাংলাদেশের ব্যাটারদের মাঝে সেই তাড়নাটুকুও দেখেন না সাবেক এই টেস্ট অধিনায়ক। তিনি বলেছেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে টেস্টে যে সময় পার করা কিংবা আরেকটা অপশন যে আছে, সেটা আমরা মনে হয় চিন্তা করি না। ড্র করলে কিন্তু অন্তত মাঝখানে একটা জায়গায় থাকা যায়।’
দুর্জয়ের ভাষ্যে, ‘আমরা সব সময় জিততে গিয়ে হেরে যাচ্ছি। টেস্টে ড্রয়ের অপশন আছে সেটা মাথায় রাখা উচিত। দায়িত্ব সবাই নিচ্ছে কিন্তু হয়তো কারও ভাগ্য সহায়তা করছে, কারও করছে না। ভাগ্যটা তৈরি করতে হবে। আমরা যদি আরও একটু মনোযোগী হই, উন্নতি করার সামর্থ্য আমাদের আছে বলে মনে করি।’
টেস্ট সংস্করণে বাংলাদেশের দুর্বলতা নতুন নয়। তবে সর্বশেষ চার সিরিজেই চরম ব্যাটিং বিপর্যয়ে ব্যাটাররা। এক ইনিংসে মোটামুটি ভালো তো অন্য ইনিংসে ভরাডুবি। দল হিসেবে ভালো করতে না পারায় এমনটাই হচ্ছে বলে মত বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের।
গত কয়েকটি টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে একসঙ্গে ‘ফায়ার’ হচ্ছে বলেই মনে করেন দুর্জয়। তাঁর মতে, টেস্ট ম্যাচে টিকে থাকার পাশাপাশি ছোট ইনিংসগুলো এগিয়ে নিতে না পারলে ব্যর্থতার বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
আজ মিরপুরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের অনুশীলন ক্যাম্প ঘুরে দেখতে এসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। দুর্জয় বলেছেন, ‘আমাদের ৫-৬ জন ক্রিকেটার তারা ফায়ার (ভালো) করছে। কিন্তু একসঙ্গে ফায়ার করা হচ্ছে না, দলের যেটা প্রয়োজন। টেস্টের প্রতি ঘণ্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা হয়তো ৫০ করছি কিন্তু ইনিংসটা ১০০ হওয়া উচিত। অনেক সময় টাইমকে কিল করার জন্য যেভাবে খেলা দরকার সেটা করতে পারছি না।’
টেস্ট ক্রিকেটে টিকে থাকতে পারলে জেতা না গেলেও অন্তত ড্র করা সম্ভব। বাংলাদেশের ব্যাটারদের মাঝে সেই তাড়নাটুকুও দেখেন না সাবেক এই টেস্ট অধিনায়ক। তিনি বলেছেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে টেস্টে যে সময় পার করা কিংবা আরেকটা অপশন যে আছে, সেটা আমরা মনে হয় চিন্তা করি না। ড্র করলে কিন্তু অন্তত মাঝখানে একটা জায়গায় থাকা যায়।’
দুর্জয়ের ভাষ্যে, ‘আমরা সব সময় জিততে গিয়ে হেরে যাচ্ছি। টেস্টে ড্রয়ের অপশন আছে সেটা মাথায় রাখা উচিত। দায়িত্ব সবাই নিচ্ছে কিন্তু হয়তো কারও ভাগ্য সহায়তা করছে, কারও করছে না। ভাগ্যটা তৈরি করতে হবে। আমরা যদি আরও একটু মনোযোগী হই, উন্নতি করার সামর্থ্য আমাদের আছে বলে মনে করি।’
চার-ছক্কার বন্যায় এখন ক্রিকেটের সংজ্ঞাই যে অনেকটা বদলে গেছে। আইপিএল তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০-এর বেশি স্কোর হচ্ছে নিয়মিত। অথচ বাংলাদেশ এখনো স্কোরবোর্ডে ২০০ তুলতেই সংগ্রাম করে। বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শেষে এটা নিয়ে আক্ষেপ করেছেন লিটন দাস।
৭ মিনিট আগেএশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজটা ছিল মূলত প্রস্তুতির মঞ্চ । গ্রুপ পর্বের সব ম্যাচ বাংলাদেশ খেলবে আবুধাবিতে । সেই মাঠে টি - টোয়েন্টিতে গড় স্কোর সাধারণত ১৭০-১৮০ , কখনো ১৯০ । সিলেটের স্পোর্টিং উইকেটে বাংলাদেশ কতটা তৈরি হতে পারল , এটিই ছিল মূল বিষয় ।
১ ঘণ্টা আগে‘রেকর্ডের বরপুত্র’ উপাধি লিওনেল মেসি পেয়ে গেছেন অনেক আগেই। ক্যারিয়ারে কত শিরোপা তিনি জিতেছেন, সেটা তাঁর ক্যাবিনেট খুলে গুনতে গুনতে সময় পেরিয়ে যাবে। রেকর্ড তো তিনি গড়ছেন নিয়মিতই। ৩৮ বছর বয়সেও আর্জেন্টাইন ফরোয়ার্ড আছেন দারুণ ছন্দে।
১ ঘণ্টা আগেক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—নেদারল্যান্ডস সিরিজে লিটন দাসের পারফরম্যান্স দেখে এমনটা বলাই যায়। শুধু কি মাঠের পারফরম্যান্সেই? সিলেটে গতকাল তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনেও দেখা গেছে তাঁর ‘টি-টোয়েন্টি ইনিংস’। অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলে কড়া জবাব দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে