Ajker Patrika

একসঙ্গে ‘ফায়ার’ করতে পারছে না তামিমরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২২, ১৮: ৩০
একসঙ্গে ‘ফায়ার’ করতে পারছে না তামিমরা

টেস্ট সংস্করণে বাংলাদেশের দুর্বলতা নতুন নয়। তবে সর্বশেষ চার সিরিজেই চরম ব্যাটিং বিপর্যয়ে ব্যাটাররা। এক ইনিংসে মোটামুটি ভালো তো অন্য ইনিংসে ভরাডুবি। দল হিসেবে ভালো করতে না পারায় এমনটাই হচ্ছে বলে মত বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের।

গত কয়েকটি টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে একসঙ্গে ‘ফায়ার’ হচ্ছে বলেই মনে করেন দুর্জয়। তাঁর মতে, টেস্ট ম্যাচে টিকে থাকার পাশাপাশি ছোট ইনিংসগুলো এগিয়ে নিতে না পারলে ব্যর্থতার বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

আজ মিরপুরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের অনুশীলন ক্যাম্প ঘুরে দেখতে এসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। দুর্জয় বলেছেন, ‘আমাদের ৫-৬ জন ক্রিকেটার তারা ফায়ার (ভালো) করছে। কিন্তু একসঙ্গে ফায়ার করা হচ্ছে না, দলের যেটা প্রয়োজন। টেস্টের প্রতি ঘণ্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা হয়তো ৫০ করছি কিন্তু ইনিংসটা ১০০ হওয়া উচিত। অনেক সময় টাইমকে কিল করার জন্য যেভাবে খেলা দরকার সেটা করতে পারছি না।’

টেস্ট ক্রিকেটে টিকে থাকতে পারলে জেতা না গেলেও অন্তত ড্র করা সম্ভব। বাংলাদেশের ব্যাটারদের মাঝে সেই তাড়নাটুকুও দেখেন না সাবেক এই টেস্ট অধিনায়ক। তিনি বলেছেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে টেস্টে যে সময় পার করা কিংবা আরেকটা অপশন যে আছে, সেটা আমরা মনে হয় চিন্তা করি না। ড্র করলে কিন্তু অন্তত মাঝখানে একটা জায়গায় থাকা যায়।’

দুর্জয়ের ভাষ্যে, ‘আমরা সব সময় জিততে গিয়ে হেরে যাচ্ছি। টেস্টে ড্রয়ের অপশন আছে সেটা মাথায় রাখা উচিত। দায়িত্ব সবাই নিচ্ছে কিন্তু হয়তো কারও ভাগ্য সহায়তা করছে, কারও করছে না। ভাগ্যটা তৈরি করতে হবে। আমরা যদি আরও একটু মনোযোগী হই, উন্নতি করার সামর্থ্য আমাদের আছে বলে মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত