Ajker Patrika

শোনা কথায় কান দিতে নিষেধ করছেন লিটন

ক্রীড়া ডেস্ক    
সিরিজের ট্রফি হাতে লিটন দাস। দারুণ ব্যাটিংয়ে পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও। ছবি: ফেসবুক
সিরিজের ট্রফি হাতে লিটন দাস। দারুণ ব্যাটিংয়ে পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও। ছবি: ফেসবুক

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—নেদারল্যান্ডস সিরিজে লিটন দাসের পারফরম্যান্স দেখে এমনটা বলাই যায়। শুধু কি মাঠের পারফরম্যান্সেই? সিলেটে গতকাল তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনেও দেখা গেছে তাঁর ‘টি-টোয়েন্টি ইনিংস’। অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলে কড়া জবাব দিয়েছেন তিনি।

লিটনের নেতৃত্বে বাংলাদেশ এ বছরের মে-জুন মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ খেলে হেরেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা সিরিজ থেকেই। লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার মাঠেই। এরপর ঘরের মাঠে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। টানা তিন সিরিজজয়ী অধিনায়ক লিটনের কাছে গতকাল ডাচদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে প্রশ্ন এসেছে, অধিনায়কত্ব তিনি উপভোগ করেন কি করেন না। বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘প্রথমত আমার কাছ থেকে কখনো কি শুনেছেন অধিনায়কত্ব উপভোগ করি কি করি না? মাঝেমধ্যে শোনা কথায় কান না দেওয়াই ভালো। অধিনায়কত্ব অনেক উপভোগ করি। দায়িত্বটা তো এ কারণেই নিয়েছি।’

বাংলাদেশ সবশেষ যে তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে, তার মধ্যে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে লিটন পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। মাঝে শুধু পাকিস্তান সিরিজটাতেই তাঁর পারফরম্যান্স বাজে হয়েছে (৩ ম্যাচে ১৭ রান)। এবার ডাচদের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে দুটিতেই ফিফটি করেছেন। ১৪৫ গড় ও ১৫৫.৯১ স্ট্রাইকরেটে সিরিজ সর্বোচ্চ ১৪৫ রান করেছেন তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে লিটন বলেন, ‘টানা দুটি সিরিজ ভালো খেলেছি। আমি পারফর্ম করেছি। অধিনায়ক পারফর্ম করলে দলের জন্যও তো ভালো। আমি তাই অনেক খুশি।’  

সিলেটে গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এবং শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বাদ পড়েছেন। তৃতীয় টি-টোয়েন্টির একাদশে এসেছেন নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। শেষ ম্যাচে কেন একগাদা পরিবর্তন, এটা নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘ব্যাটাররা এই সিরিজের প্রথম দুই ম্যাচে বেশি ব্যাটিংয়ের সুযোগ পাননি। এ কারণে একাদশে এতগুলো পরিবর্তন এনেছি। কোচিং স্টাফ এবং সতীর্থদের কৃতিত্ব দিচ্ছি। নেদারল্যান্ডস দলকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা ভবিষ্যৎে অনেক ভালো ক্রিকেট খেলবে বলে আমি মনে করি।’

সিলেটে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ডাচদের থেকে। দুই দফায় বৃষ্টি বাগড়া দেয় বাংলাদেশের ইনিংসে। স্বাগতিকেরা ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করার পর আর খেলাই হয়নি। লিটন এই ম্যাচে ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেছেন। ম্যাচ পরিত্যক্ত হওয়াতে বাংলাদেশ অধিনায়ক যে পরীক্ষানিরীক্ষা করতে চেয়েছিলেন, সেভাবে করতে পারেননি। সাইফউদ্দিন ব্যাটিং-বোলিংয়ের কোনো সুযোগ পাননি। শামীম পাটোয়ারী করেছেন ১৯ বলে ২১ রান। সোহানকেই শুধু ব্যতিক্রম বলা যায়। ছয় নম্বরে নেমে ১১ বলে ২ ছক্কায় ২২ রান করেন তিনি। এই ম্যাচ দিয়ে সোহান ২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

ভারত-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন রণক্ষেত্র ‘টুথপেস্ট’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত