নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০২৪ সংস্করণ সামনে রেখে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার পাকিস্তানের তরুণ ব্যাটার মোহাম্মদ হারিস ও আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার নাজিবউল্লাহ জাদরানকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ২০২৪ বিপিএলের জন্য সরাসরি চুক্তিতে হারিস ও নাজিবউল্লাহকে নিয়েছে তারা। ২২ বছর বয়সী হারিস ইতিমধ্যে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি খেলেছেন। চলতি এশিয়া কাপেও আছেন পাকিস্তান দলে। সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যাকআপ উইকেটরক্ষক-ব্যাটার হিসেবেও বিবেচনায় আছেন তিনি।
জাতীয় দলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক বাড়ছে হারিসের। এর আগে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সর্বশেষ সংস্করণ এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও খেলেছেন এই ব্যাটার।
মাঠে ছক্কা-চারের বৃষ্টি ঝরাতে বেশ পারদর্শী নাজিবউল্লাহ। আফগানিস্তানের হয়ে ৯০টি ওয়ানডের পাশাপাশি ৯৪টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে স্ট্রাইকেরটও দারুণ–১৩৯.৭৫। ৩১.৭০ গড়ে করেছেন ১৭১২ রান।
এর আগে বিপিএলে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছিলেন নাজিবউল্লাহ। পাকিস্তান সুপার লিগ, আইএলটি ২০, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। বিপিএলের আগামী সংস্করণ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারিতে জানিয়েছে, বিসিবি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০২৪ সংস্করণ সামনে রেখে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার পাকিস্তানের তরুণ ব্যাটার মোহাম্মদ হারিস ও আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার নাজিবউল্লাহ জাদরানকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ২০২৪ বিপিএলের জন্য সরাসরি চুক্তিতে হারিস ও নাজিবউল্লাহকে নিয়েছে তারা। ২২ বছর বয়সী হারিস ইতিমধ্যে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি খেলেছেন। চলতি এশিয়া কাপেও আছেন পাকিস্তান দলে। সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যাকআপ উইকেটরক্ষক-ব্যাটার হিসেবেও বিবেচনায় আছেন তিনি।
জাতীয় দলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক বাড়ছে হারিসের। এর আগে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সর্বশেষ সংস্করণ এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও খেলেছেন এই ব্যাটার।
মাঠে ছক্কা-চারের বৃষ্টি ঝরাতে বেশ পারদর্শী নাজিবউল্লাহ। আফগানিস্তানের হয়ে ৯০টি ওয়ানডের পাশাপাশি ৯৪টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে স্ট্রাইকেরটও দারুণ–১৩৯.৭৫। ৩১.৭০ গড়ে করেছেন ১৭১২ রান।
এর আগে বিপিএলে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছিলেন নাজিবউল্লাহ। পাকিস্তান সুপার লিগ, আইএলটি ২০, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। বিপিএলের আগামী সংস্করণ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারিতে জানিয়েছে, বিসিবি।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
২৭ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে