টেস্ট ক্রিকেটের প্রথাগত ব্যাটিং কৌশলেই সফল জো রুট। বীরেন্দর শেবাগ–ব্রেন্ডন ম্যাককালামের মতো ব্যাটিংয়ে নেমেই বোলারদের ওপর চড়াও হন না তিনি। অন্যরা যখন বলকে মেরে মেরে পুরোনো করেন তখন রুট ছেড়ে এবং ডিফেন্স করে টেম্পারমেন্ট নষ্ট করেন।
এই কৌশলে ব্যাটিং করেই টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন রুট। কিন্তু ইংল্যান্ডের নতুন কৌশল ‘বাজবল’ আসার পর নিজের ব্যাটিংয়ে তিনিও একটু পরিবর্তন আনার চেষ্টা করেন। বেন ডাকেট–বেন স্টোকসদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের সহজাত ব্যাটিং গুলিয়ে ফেলেছেন। সর্বশেষ তিন টেস্টে পাননি একটি ফিফটিও। সর্বোচ্চ ২৯। ফর্মের চেয়েও বড় বিষয় ছিল তাঁর আউটের ধরন। অযথা, রিভার্স সুইপ, সুইপ ও বলকে বাউন্ডারি মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসছিলেন ইংল্যান্ডের ব্যাটার।
ভারত সফরে রুটের এভাবে আউট হওয়ার ধরন নিয়ে তাই বিরক্তি প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের সাবেক দুই ব্যাটার মাইকেল ভন ও মাইকেল আথারটন। সঙ্গে উত্তরসূরিকে তাঁরা পরামর্শ দিয়েছিলেন জোর করে যেন বাজবলের সঙ্গে সম্পর্ক তৈরি না করে। নিজের সহজাত ব্যাটিংটাই যেন করেন রুট।
পূর্বসূরিদের সেই পরামর্শ কানে নিয়েছেন রুট। আজ রাঁচি টেস্টে নিজের সহজাত ব্যাটিংয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে তাঁর এটি ৩১ তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে দশম। প্রতিপক্ষের বিপক্ষে তাঁর চেয়ে আর কোনো ব্যাটারের বেশি টেস্ট সেঞ্চুরি নেই। এত দিন ৯ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথের সঙ্গে শীর্ষে ছিলেন ৩৩ বছর বয়সী ব্যাটার।
আজকের আগে এই সিরিজে রান না পাওয়ায় আজ এতটাই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন যে ক্যারিয়ারের তৃতীয় ধীর গতির সেঞ্চুরি করেছেন রুট। ২১৯ বলে আজ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ক্যারিয়ারের ধীর গতির সেঞ্চুরিটি হাঁকিয়েছেন ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৯ বলে। সেঞ্চুরির উদ্যাপনটাও তেমনি হলো। সেঞ্চুরির উদ্যাপন করলেন ড্রেসিংরুমে থাকা অধিনায়ক স্টোকসের সঙ্গে কনিষ্ঠা আঙুল দেখিয়ে। দুজনের কনিষ্ঠা দেখানোর অর্থ হলো—একের অপরের প্রতি বিশ্বাস। রুটের ধৈর্যশীল ব্যাটিংয়ের ওপর যে স্টোকসের বিশ্বাস ছিল সেটার বহিঃপ্রকাশ ছিল এই উদ্যাপনে।
সেঞ্চুরিকে শুধু নিজেই আত্মবিশ্বাস খুঁজে পেলেন এমনটা অবশ্য নয়, দলকেও ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন রুট। প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়ে অল্প রানে অলআউট হওয়ার শঙ্কায় ছিল ইংল্যান্ড। ১১২ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। এ সময় শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করা জ্যাক ক্রলি ৪২ ও জনি বেয়ারস্টো ৩৮ রান করে আউট হন। অভিষিক্ত আকাশ দীপের বোলিং তোপে এমন বিপর্যয়ের মুখে পড়ে তারা। ইংল্যান্ডের শুরুর তিন ব্যাটারকেই আউট করেন দীপ।
সেখান থেকে বেন ফোকসকে নিয়ে ম্যাচে ঘুরে দাঁড়ান রুট। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে ১১৩ রানে জুটি গড়ে দলকে উদ্ধার করেন। ফিফটি থেকে ৩ রান দূরে ফোকস আউট হলে আবারও এক হয়ে পড়েন রুট। ১২৬ বলে ৪৭ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন ফোকস। ১৩ রান করা টম হার্টলিকেও দ্রুত ফেরান ভারতীয় পেসার। তবে রুট এক প্রান্ত ঠিকই ধরে রেখেছেন।
রুটের দৃঢ়তায় ইংল্যান্ড তাই প্রথম দিন অলআউট হয় নাই। প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩০২ রানের সংগ্রহ পেয়েছে সফরকারীরা। অপরাজিত থেকে দিন শেষ করতে তাঁকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন ওলি রবিনসন। অষ্টম উইকেটে অবিচ্ছেদ ৫৭ রানের জুটি গড়েছেন তাঁরা। পেসার রবিনসন অপরাজিত আছেন ৩১ রানে। আর ১০৬ রানে আগামীকাল দিন শুরু করবেন রুট। ২২৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৯ চারে।
টেস্ট ক্রিকেটের প্রথাগত ব্যাটিং কৌশলেই সফল জো রুট। বীরেন্দর শেবাগ–ব্রেন্ডন ম্যাককালামের মতো ব্যাটিংয়ে নেমেই বোলারদের ওপর চড়াও হন না তিনি। অন্যরা যখন বলকে মেরে মেরে পুরোনো করেন তখন রুট ছেড়ে এবং ডিফেন্স করে টেম্পারমেন্ট নষ্ট করেন।
এই কৌশলে ব্যাটিং করেই টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন রুট। কিন্তু ইংল্যান্ডের নতুন কৌশল ‘বাজবল’ আসার পর নিজের ব্যাটিংয়ে তিনিও একটু পরিবর্তন আনার চেষ্টা করেন। বেন ডাকেট–বেন স্টোকসদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের সহজাত ব্যাটিং গুলিয়ে ফেলেছেন। সর্বশেষ তিন টেস্টে পাননি একটি ফিফটিও। সর্বোচ্চ ২৯। ফর্মের চেয়েও বড় বিষয় ছিল তাঁর আউটের ধরন। অযথা, রিভার্স সুইপ, সুইপ ও বলকে বাউন্ডারি মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসছিলেন ইংল্যান্ডের ব্যাটার।
ভারত সফরে রুটের এভাবে আউট হওয়ার ধরন নিয়ে তাই বিরক্তি প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের সাবেক দুই ব্যাটার মাইকেল ভন ও মাইকেল আথারটন। সঙ্গে উত্তরসূরিকে তাঁরা পরামর্শ দিয়েছিলেন জোর করে যেন বাজবলের সঙ্গে সম্পর্ক তৈরি না করে। নিজের সহজাত ব্যাটিংটাই যেন করেন রুট।
পূর্বসূরিদের সেই পরামর্শ কানে নিয়েছেন রুট। আজ রাঁচি টেস্টে নিজের সহজাত ব্যাটিংয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে তাঁর এটি ৩১ তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে দশম। প্রতিপক্ষের বিপক্ষে তাঁর চেয়ে আর কোনো ব্যাটারের বেশি টেস্ট সেঞ্চুরি নেই। এত দিন ৯ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথের সঙ্গে শীর্ষে ছিলেন ৩৩ বছর বয়সী ব্যাটার।
আজকের আগে এই সিরিজে রান না পাওয়ায় আজ এতটাই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন যে ক্যারিয়ারের তৃতীয় ধীর গতির সেঞ্চুরি করেছেন রুট। ২১৯ বলে আজ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ক্যারিয়ারের ধীর গতির সেঞ্চুরিটি হাঁকিয়েছেন ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৯ বলে। সেঞ্চুরির উদ্যাপনটাও তেমনি হলো। সেঞ্চুরির উদ্যাপন করলেন ড্রেসিংরুমে থাকা অধিনায়ক স্টোকসের সঙ্গে কনিষ্ঠা আঙুল দেখিয়ে। দুজনের কনিষ্ঠা দেখানোর অর্থ হলো—একের অপরের প্রতি বিশ্বাস। রুটের ধৈর্যশীল ব্যাটিংয়ের ওপর যে স্টোকসের বিশ্বাস ছিল সেটার বহিঃপ্রকাশ ছিল এই উদ্যাপনে।
সেঞ্চুরিকে শুধু নিজেই আত্মবিশ্বাস খুঁজে পেলেন এমনটা অবশ্য নয়, দলকেও ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন রুট। প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়ে অল্প রানে অলআউট হওয়ার শঙ্কায় ছিল ইংল্যান্ড। ১১২ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। এ সময় শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করা জ্যাক ক্রলি ৪২ ও জনি বেয়ারস্টো ৩৮ রান করে আউট হন। অভিষিক্ত আকাশ দীপের বোলিং তোপে এমন বিপর্যয়ের মুখে পড়ে তারা। ইংল্যান্ডের শুরুর তিন ব্যাটারকেই আউট করেন দীপ।
সেখান থেকে বেন ফোকসকে নিয়ে ম্যাচে ঘুরে দাঁড়ান রুট। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে ১১৩ রানে জুটি গড়ে দলকে উদ্ধার করেন। ফিফটি থেকে ৩ রান দূরে ফোকস আউট হলে আবারও এক হয়ে পড়েন রুট। ১২৬ বলে ৪৭ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন ফোকস। ১৩ রান করা টম হার্টলিকেও দ্রুত ফেরান ভারতীয় পেসার। তবে রুট এক প্রান্ত ঠিকই ধরে রেখেছেন।
রুটের দৃঢ়তায় ইংল্যান্ড তাই প্রথম দিন অলআউট হয় নাই। প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩০২ রানের সংগ্রহ পেয়েছে সফরকারীরা। অপরাজিত থেকে দিন শেষ করতে তাঁকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন ওলি রবিনসন। অষ্টম উইকেটে অবিচ্ছেদ ৫৭ রানের জুটি গড়েছেন তাঁরা। পেসার রবিনসন অপরাজিত আছেন ৩১ রানে। আর ১০৬ রানে আগামীকাল দিন শুরু করবেন রুট। ২২৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৯ চারে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে