Ajker Patrika

‘বিশ্বকাপে ভালো করতে তামিমকে ভীষণ দরকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৭: ৫৪
‘বিশ্বকাপে ভালো করতে তামিমকে ভীষণ দরকার’

লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরমার্শ অনুযায়ী এক সপ্তাহ বিশ্রামের পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় তামিম ইকবালের। কোমরে দড়ি বেঁধে ওয়েটপ্লেট নিয়ে কদিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে হাঁটাহাঁটি করতেও দেখা যায় তাঁকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, স্বস্তি অনুভব করলে আজ থেকে ব্যাটিং শুরু করার কথা তামিমের।

চোট থেকে সেরে উঠতে এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নেন তামিম। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরতে চান এই বাঁহাতি ব্যাটার। কিউইদের বিপক্ষে তিন ওয়ানডে খেলার পর বিশ্বকাপ লড়াইয়ে নামবে বাংলাদেশ দল। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে তামিমের অভিজ্ঞতা ভীষণ প্রয়োজন মনে করছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

নিউজিল্যান্ড সিরিজ দিয়েই তামিম ফিরবেন বলে আত্মবিশ্বাসী সুমন। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তার অভিজ্ঞতাটা, পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। সে যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় সে সময়ের আগেই ফিরে আসতে পারবে।’ 

আজ তামিমের ব্যাটিং করার কথা ছিল, করেছেন কি না, সেটি অবশ্য অবহিত নন সুমন। তবে সুস্থ তামিমকেই দলে খুব প্রয়োজন মনে করছেন তিনি। বাংলাদেশ দলের এই নির্বাচক বললেন, ‘(আজকে ব্যাটিং করছে কি না) আমার সঙ্গে আজকে দেখা হয়নি (তামিমের)। আমি পরে যাব। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা নিগেলস (ব্যাপার) থাকবে। সেটা তামিম জানে। সে ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।’ 

তামিমের ব্যাটিং ইস্যুতে গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে, ব্যাটিংটাও এর অংশ। যদি ভালো লাগে কাল (আজ) করবে, অস্বস্তি লাগলে পরদিন করবে কিংবা দেরিও হতে পারে, ওর ওপর নির্ভর করছে। তবে কাল (আজ) করার একটা কথা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত