Ajker Patrika

লিটন-লিটন ‘ডাক পাড়ি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৭: ১৮
লিটন-লিটন ‘ডাক পাড়ি’

খোকন খোকন ডাক পাড়ি—ছড়াটা একটু যেন ঘুরিয়ে বলতে হচ্ছে,  ‘লিটন লিটন ডাক পাড়ি’!  রানের খাতা খোলার আগেই যেভাবে ফিরে আসছেন, এখন বিখ্যাত ছড়া কাটতে হচ্ছে লিটনের ক্ষেত্রে। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম—ভেন্যু বদলানোর সঙ্গে সংস্করণ বদলালেও শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরিয়েই আসতে পারছেন না লিটন। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন ৷ ওয়ানডে সিরিজের দুই ম্যাচের দৃশ্যপট অনেকটা একই। দুই ম্যাচেই লিটন রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। ইনিংসের প্রথম ওভারেই দুবার তাঁকে (লিটন) আউট করেছেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। পার্থক্য শুধু আউটের ধরনে। প্রথম ম্যাচে আউট হয়েছেন বোল্ড। আজ দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচআউট হয়েছেন। ইনিংসের তৃতীয় বলে মাদুশঙ্কাকে আলতো করে ফ্লিক করেন লিটন। ডিপ স্কয়ার লেগে শুধুই ক্যাচিং অনুশীলনের মতো বল তালুবন্দী করেছেন দুনিথ ভেল্লালাগে। 

লিটনের শূন্য রানের দিন টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। স্বাগতিকেরা যে খুব স্বস্তিতে ব্যাটিং করতে পারছে, তা নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ কয়েকবার আউট হতে হতেও বেঁচে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান। শান্ত ২৫ রানে ব্যাটিং করছেন। ৩ রানে ব্যাটিং করছেন সৌম্য সরকার। 
   
তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে—লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন। ওয়ানডেতে লিটন ডাক মেরেছেন ১৪ ম্যাচে। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই ব্যাটার এখনো পর্যন্ত শূন্য রানে ফিরেছেন ২০বার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ডাক মেরে শীর্ষে তামিম ইকবাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত