ক্রীড়া ডেস্ক
আল নাসরের সবশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দামাকের বিপক্ষে সৌদি প্রো লিগের সেই ম্যাচ জিতেছিল রোনালদোহীন আল নাসর। এবার রোনালদো ফিরেই করলেন দুর্দান্ত এক গোল। তাঁর ফেরার ম্যাচে আল নাসর কাটল এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে গত রাতে আল নাসরের শুরুর একাদশেই খেলেছেন রোনালদো। প্রথমার্ধেই গোল পেয়ে গেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে জাপানের ইয়োকোহামা এফএমকে ৪-১ গোলে হারিয়েছে আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত করার পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিলবোর্ডে বসে একটি ছবি তুলে পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি।’
২৭ মিনিটে জন দুরানের গোলে প্রথমে এগিয়ে যায় আল নাসর। ইয়োকোহামার রক্ষণভাগ থেকে বল ঠিকমতো ক্লিয়ার করা সম্ভব হয়নি। ফিরতি সুযোগ কাজে লাগাতে ভুল করেননি দুরান। প্রথম গোলের পর থেকেই আরও বেশি মরিয়া হয়ে ওঠে আল নাসর।
সাদিও মানে ৩১ মিনিটে করেন আল নাসরের দ্বিতীয় গোল।
৩৮ মিনিটে আল নাসরের তৃতীয় গোল করেন রোনালদো। যে গোলটা তাঁর নাও হতে পারত। আল নাসর মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ শট নিলে সেটা প্রথমে ঠেকান ইয়োকোহামা গোলরক্ষক পার্ক ইল-গিউ। তবে গিউর হাত থেকে বল যখন রোনালদোর পায়ে চলে যায়, তখন সৌদি ক্লাবটি পেয়ে যায় তৃতীয় গোল। প্রথমার্ধ ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই আল নাসর ব্যবধান চারগুণ করে। ৪৯ মিনিটে গোলটি করেন দুরান। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল। ৫৩ মিনিটে ইয়োকোহামার প্রথম গোল করেন মিডফিল্ডার কোতা ওয়াতানাবে। ঠিক ২০ মিনিট পর জাপানিজ দলটি পরিণত হয় ১০ জনের দলে। দুটি হলুদ কার্ডের কারণে ৭৩ মিনিটে লাল কার্ড পেয়ে যান ওয়াতানাবে। শেষ পর্যন্ত ম্যাচটা ৪-১ গোলে জেতে আল নাসর।
বুধবার রাতে আল নাসর কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে খেলবে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। প্রতিপক্ষ জানা যাবে আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মুখোমুখি হবে কাওয়াসাকি-আল সাদ। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
আল নাসরের সবশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দামাকের বিপক্ষে সৌদি প্রো লিগের সেই ম্যাচ জিতেছিল রোনালদোহীন আল নাসর। এবার রোনালদো ফিরেই করলেন দুর্দান্ত এক গোল। তাঁর ফেরার ম্যাচে আল নাসর কাটল এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে গত রাতে আল নাসরের শুরুর একাদশেই খেলেছেন রোনালদো। প্রথমার্ধেই গোল পেয়ে গেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে জাপানের ইয়োকোহামা এফএমকে ৪-১ গোলে হারিয়েছে আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত করার পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিলবোর্ডে বসে একটি ছবি তুলে পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি।’
২৭ মিনিটে জন দুরানের গোলে প্রথমে এগিয়ে যায় আল নাসর। ইয়োকোহামার রক্ষণভাগ থেকে বল ঠিকমতো ক্লিয়ার করা সম্ভব হয়নি। ফিরতি সুযোগ কাজে লাগাতে ভুল করেননি দুরান। প্রথম গোলের পর থেকেই আরও বেশি মরিয়া হয়ে ওঠে আল নাসর।
সাদিও মানে ৩১ মিনিটে করেন আল নাসরের দ্বিতীয় গোল।
৩৮ মিনিটে আল নাসরের তৃতীয় গোল করেন রোনালদো। যে গোলটা তাঁর নাও হতে পারত। আল নাসর মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ শট নিলে সেটা প্রথমে ঠেকান ইয়োকোহামা গোলরক্ষক পার্ক ইল-গিউ। তবে গিউর হাত থেকে বল যখন রোনালদোর পায়ে চলে যায়, তখন সৌদি ক্লাবটি পেয়ে যায় তৃতীয় গোল। প্রথমার্ধ ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই আল নাসর ব্যবধান চারগুণ করে। ৪৯ মিনিটে গোলটি করেন দুরান। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল। ৫৩ মিনিটে ইয়োকোহামার প্রথম গোল করেন মিডফিল্ডার কোতা ওয়াতানাবে। ঠিক ২০ মিনিট পর জাপানিজ দলটি পরিণত হয় ১০ জনের দলে। দুটি হলুদ কার্ডের কারণে ৭৩ মিনিটে লাল কার্ড পেয়ে যান ওয়াতানাবে। শেষ পর্যন্ত ম্যাচটা ৪-১ গোলে জেতে আল নাসর।
বুধবার রাতে আল নাসর কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে খেলবে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। প্রতিপক্ষ জানা যাবে আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মুখোমুখি হবে কাওয়াসাকি-আল সাদ। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে