Ajker Patrika

ভারতকে বিধ্বস্ত করে পুরোনো প্রতিশোধ নিল পাকিস্তান

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ২২: ৩৯
ভারতকে বিধ্বস্ত করে পুরোনো প্রতিশোধ নিল পাকিস্তান

পাকিস্তানকে হারিয়ে ২০১৩ সালে ইমার্জিং এশিয়া কাপের প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ভারত ‘এ’ দলের বিপক্ষে আজ ১০ বছরের পুরোনো প্রতিশোধই নিল পাকিস্তান ‘এ’ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতকে ১২৮ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় শিরোপা জিতল পাকিস্তান। টুর্নামেন্টের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল পাকিস্তান।

৩৫৩ রানের লক্ষ্যে শুরুটা অবশ্য আক্রমণাত্মক ছিল ভারতের। সাই সুদর্শন, অভিষেক শর্মা বেধড়ক পেটাচ্ছিলেন পাকিস্তানি বোলারদের। কোনো উইকেট না হারিয়ে ৮.২ ওভারে ভারত করে ৬৪ রান। এরপরই ভেঙে যায় এই বিধ্বংসী উদ্বোধনী জুটি। নবম ওভারের তৃতীয় বলে আরশাদ ইকবালকে পুল করতে গিয়েছিলেন সুদর্শন। হাওয়ায় ভাসা বল সহজেই লুফে নেন উইকেটরক্ষক মোহাম্মদ হারিস। ২৯ রান করেছেন সুদর্শন। এরপর ব্যাটিংয়ে এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি নিকিন জোস। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে এলবিডব্লু হয়ে ১১ রান করে বিদায় নিয়েছেন জোস।

সুদর্শন, জোস—এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ভারতের স্কোর হয় ১২.২ ওভারে ২ উইকেটে ৮০ রান। দ্রুত ২ উইকেট হারালেও বিচলিত হননি অভিষেক ও অধিনায়ক যশ ধুল। তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানি বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন অভিষেক ও যশ। ফিফটি তুলে নিয়েছেন অভিষেক। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। ২০তম ওভারের পঞ্চম বলে সুফিয়ান মুকিমকে কাট করতে গিয়েছিলেন অভিষেক। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরেছেন তৈয়ব তাহির। ৫১ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন অভিষেক। তৃতীয় উইকেটে ভারতীয় এই ওপেনার ও যশের ৫২ রানের জুটি ভেঙে যায়।

তৃতীয় উইকেট পড়ার পর থেকেই ভারতের ইনিংসে ভাঙন শুরু হয়। পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতীয়রা। ৯২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৪০ ওভারে ২২৪ রানেই অলআউট হয়ে যায় ভারত ‘এ’ দল। যুবরাজ সিং দোদিয়াকে বোল্ড করে ভারতের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ওয়াসিম। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুকিম। দুটি করে উইকেট নিয়েছেন ওয়াসিম জুনিয়র, মেহরান মুমতাজ ও আরশাদ। ১২৮ রানের জয়ে টানা দুবার ইমার্জিং এশিয়া কাপ জিতল পাকিস্তান। ২০১৯ সালে বাংলাদেশকে হারিয়ে এই টুর্নামেন্ট জিতেছিল পাকিস্তান।

এর আগে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক ধুল। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ১০৮ রান করেছেন তাহির। ভারতীয়  বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন হাঙ্গারগেকার ও রিয়ান পরাগ।

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত