নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি মাসের শেষ দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। দুই দিন ধরে চলা দলবদল শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়। জাহানারা আলম ও রুমানা আহমেদসহ অনেকে আজ চুক্তিবদ্ধ হয়েছেন।
দলবদলের উৎসবমুখর পরিবেশের মধ্যেই কিছুটা হতাশ রুমানা-জাহানারারা। নারী ডিপিএলে গত মৌসুমেও খেলেছিল ১১টি দল। শেষ সময়ে এসে শেখ রাসেল ও অ্যাজাক্স এবারের মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে। এবার ৯টি দল নিয়েই হবে লিগ। যার ফলে কিছু ক্রিকেটার দলহীন হয়ে পড়েছেন।
শেখ রাসেল সরে যাওয়ার কথা কিছুদিন আগে বিসিবিকে জানিয়েছিল। একদম শেষ মুহূর্তে এসে অ্যাজাক্স ক্লাব সরে দাঁড়ায়। এ ব্যাপারে হতাশা প্রকাশ করলেন অলরাউন্ডার রুমান, ‘গতকাল থেকে শুরু হয়েছে আমাদের দলবদল। শুনেছি দুটি দল করছে না। কিছু খেলোয়াড় ওখান থেকে বেরিয়ে যাবে, তাদের কী হবে তা নিয়ে খারাপ লাগছে। হয়তো নিজেরা দল পাচ্ছি, কিন্তু ওই মেয়েদের কী হবে!’
দুঃখ প্রকাশ করেছেন পেসার জাহানারও। তবে তিনি জানিয়েছেন, গতকালই অ্যাজাক্স থেকে দুই ক্রিকেটারকে তাঁর দল আবাহনীতে নিয়েছেন।
প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটি ক্লাব হলো কলাবাগান ও অ্যাজাক্স। মৌসুমের সব খেলাই হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও সাভারের বিকেএসপিতে।
সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের ভিত্তিতে ঠিক হবে চ্যাম্পিয়ন-রানার্সআপ। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।
চলতি মাসের শেষ দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। দুই দিন ধরে চলা দলবদল শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়। জাহানারা আলম ও রুমানা আহমেদসহ অনেকে আজ চুক্তিবদ্ধ হয়েছেন।
দলবদলের উৎসবমুখর পরিবেশের মধ্যেই কিছুটা হতাশ রুমানা-জাহানারারা। নারী ডিপিএলে গত মৌসুমেও খেলেছিল ১১টি দল। শেষ সময়ে এসে শেখ রাসেল ও অ্যাজাক্স এবারের মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে। এবার ৯টি দল নিয়েই হবে লিগ। যার ফলে কিছু ক্রিকেটার দলহীন হয়ে পড়েছেন।
শেখ রাসেল সরে যাওয়ার কথা কিছুদিন আগে বিসিবিকে জানিয়েছিল। একদম শেষ মুহূর্তে এসে অ্যাজাক্স ক্লাব সরে দাঁড়ায়। এ ব্যাপারে হতাশা প্রকাশ করলেন অলরাউন্ডার রুমান, ‘গতকাল থেকে শুরু হয়েছে আমাদের দলবদল। শুনেছি দুটি দল করছে না। কিছু খেলোয়াড় ওখান থেকে বেরিয়ে যাবে, তাদের কী হবে তা নিয়ে খারাপ লাগছে। হয়তো নিজেরা দল পাচ্ছি, কিন্তু ওই মেয়েদের কী হবে!’
দুঃখ প্রকাশ করেছেন পেসার জাহানারও। তবে তিনি জানিয়েছেন, গতকালই অ্যাজাক্স থেকে দুই ক্রিকেটারকে তাঁর দল আবাহনীতে নিয়েছেন।
প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটি ক্লাব হলো কলাবাগান ও অ্যাজাক্স। মৌসুমের সব খেলাই হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও সাভারের বিকেএসপিতে।
সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের ভিত্তিতে ঠিক হবে চ্যাম্পিয়ন-রানার্সআপ। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে