Ajker Patrika

মেয়েদের ডিপিএল থেকে সরে গেল দুই দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৩, ১৫: ৪৬
মেয়েদের ডিপিএল থেকে সরে গেল দুই দল

চলতি মাসের শেষ দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। দুই দিন ধরে চলা দলবদল শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়। জাহানারা আলম ও রুমানা আহমেদসহ অনেকে আজ চুক্তিবদ্ধ হয়েছেন। 

দলবদলের উৎসবমুখর পরিবেশের মধ্যেই কিছুটা হতাশ রুমানা-জাহানারারা। নারী ডিপিএলে গত মৌসুমেও খেলেছিল ১১টি দল। শেষ সময়ে এসে শেখ রাসেল ও অ্যাজাক্স এবারের মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে। এবার ৯টি দল নিয়েই হবে লিগ। যার ফলে কিছু ক্রিকেটার দলহীন হয়ে পড়েছেন। 

শেখ রাসেল সরে যাওয়ার কথা কিছুদিন আগে বিসিবিকে জানিয়েছিল। একদম শেষ মুহূর্তে এসে অ্যাজাক্স ক্লাব সরে দাঁড়ায়। এ ব্যাপারে হতাশা প্রকাশ করলেন অলরাউন্ডার রুমান, ‘গতকাল থেকে শুরু হয়েছে আমাদের দলবদল। শুনেছি দুটি দল করছে না। কিছু খেলোয়াড় ওখান থেকে বেরিয়ে যাবে, তাদের কী হবে তা নিয়ে খারাপ লাগছে। হয়তো নিজেরা দল পাচ্ছি, কিন্তু ওই মেয়েদের কী হবে!’ 

দুঃখ প্রকাশ করেছেন পেসার জাহানারও। তবে তিনি জানিয়েছেন, গতকালই অ্যাজাক্স থেকে দুই ক্রিকেটারকে তাঁর দল আবাহনীতে নিয়েছেন। 

প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটি ক্লাব হলো কলাবাগান ও অ্যাজাক্স। মৌসুমের সব খেলাই হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও সাভারের বিকেএসপিতে। 

সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের ভিত্তিতে ঠিক হবে চ্যাম্পিয়ন-রানার্সআপ। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত