খ্যাতি, অর্থের ঝনঝনানি তো রয়েছেই। দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের সমাবেশ, প্রতিযোগিতামূলক ক্রিকেটসহ নানা কারণে আইপিএলকে পাখির চোখ করে থাকেন অনেকেই। আফগানিস্তানের একঝাঁক ক্রিকেটার খেলতে দেখা যায় প্রতি আইপিএলে। সেই তুলনায় ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের একটু কমই দেখা যায়। প্রস্তাব পেয়েও খেলার সৌভাগ্য হয় না তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো বাংলাদেশি তারকাদের।
২০২৪ আইপিএলে শরীফুলকে প্রস্তাব দিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের খেলার সৌভাগ্য হয়নি। ২২ মার্চ শুরু হওয়া ১৭তম আইপিএল চলবে ২৬ মে পর্যন্ত। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময়ই থাকছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। ৩ মে থেকে ১২ মে পর্যন্ত চলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে শরীফুল গত কয়েক মাস আছেন দারুণ ছন্দে। ছন্দে থাকা শরীফুলকে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেওয়া হয়নি অনাপত্তিপত্র। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ আবাহনী-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। শেখ জামালের বিপক্ষে ম্যাচসেরা শরীফুল বলেছেন, ‘লক্ষ্ণৌ থেকে বার্তা দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু অনাপত্তিপত্রের সময়টা খুব কম ছিল। যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি পুরো অনাপত্তিপত্র বিসিবি দিত, তাহলে হতো। তবে আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটার কথা চিন্তা রেখেই অনাপত্তিপত্র সেভাবে দেওয়া হয়েছিল।’
এবার সুযোগ না পেলেও ভবিষ্যতে আইপিএলে খেলার ব্যাপারে আশার কথা শুনিয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘ইচ্ছে তো আছে। ফিট থাকলে যেভাবে যাচ্ছে, এভাবে গেলে ইনশাআল্লাহ আইপিএল খেলব একদিন। তখন যদি কোনো খেলা না থাকে।’
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে এরই মধ্যে ফিজ নিয়েছেন ১০ উইকেট। ফিজ সম্পর্কে শরীফুল বলেন, ‘তাঁর (মোস্তাফিজ) সঙ্গে প্রায় দিনই কথা হয়। তিনি বলেন ওখানে চাপ কম, সে কারণে হয়তোবা বেশি আত্মবিশ্বাস পাচ্ছে।’
খ্যাতি, অর্থের ঝনঝনানি তো রয়েছেই। দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের সমাবেশ, প্রতিযোগিতামূলক ক্রিকেটসহ নানা কারণে আইপিএলকে পাখির চোখ করে থাকেন অনেকেই। আফগানিস্তানের একঝাঁক ক্রিকেটার খেলতে দেখা যায় প্রতি আইপিএলে। সেই তুলনায় ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের একটু কমই দেখা যায়। প্রস্তাব পেয়েও খেলার সৌভাগ্য হয় না তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো বাংলাদেশি তারকাদের।
২০২৪ আইপিএলে শরীফুলকে প্রস্তাব দিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের খেলার সৌভাগ্য হয়নি। ২২ মার্চ শুরু হওয়া ১৭তম আইপিএল চলবে ২৬ মে পর্যন্ত। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময়ই থাকছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। ৩ মে থেকে ১২ মে পর্যন্ত চলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে শরীফুল গত কয়েক মাস আছেন দারুণ ছন্দে। ছন্দে থাকা শরীফুলকে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেওয়া হয়নি অনাপত্তিপত্র। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ আবাহনী-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। শেখ জামালের বিপক্ষে ম্যাচসেরা শরীফুল বলেছেন, ‘লক্ষ্ণৌ থেকে বার্তা দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু অনাপত্তিপত্রের সময়টা খুব কম ছিল। যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি পুরো অনাপত্তিপত্র বিসিবি দিত, তাহলে হতো। তবে আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটার কথা চিন্তা রেখেই অনাপত্তিপত্র সেভাবে দেওয়া হয়েছিল।’
এবার সুযোগ না পেলেও ভবিষ্যতে আইপিএলে খেলার ব্যাপারে আশার কথা শুনিয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘ইচ্ছে তো আছে। ফিট থাকলে যেভাবে যাচ্ছে, এভাবে গেলে ইনশাআল্লাহ আইপিএল খেলব একদিন। তখন যদি কোনো খেলা না থাকে।’
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে এরই মধ্যে ফিজ নিয়েছেন ১০ উইকেট। ফিজ সম্পর্কে শরীফুল বলেন, ‘তাঁর (মোস্তাফিজ) সঙ্গে প্রায় দিনই কথা হয়। তিনি বলেন ওখানে চাপ কম, সে কারণে হয়তোবা বেশি আত্মবিশ্বাস পাচ্ছে।’
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে