Ajker Patrika

আইপিএলের প্রস্তাব পেয়েও কেন যাননি শরীফুল

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২২: ৪৬
আইপিএলের প্রস্তাব পেয়েও কেন যাননি শরীফুল

খ্যাতি, অর্থের ঝনঝনানি তো রয়েছেই। দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের সমাবেশ, প্রতিযোগিতামূলক ক্রিকেটসহ নানা কারণে আইপিএলকে পাখির চোখ করে থাকেন অনেকেই। আফগানিস্তানের একঝাঁক ক্রিকেটার খেলতে দেখা যায় প্রতি আইপিএলে। সেই তুলনায় ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের একটু কমই দেখা যায়। প্রস্তাব পেয়েও খেলার সৌভাগ্য হয় না তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো বাংলাদেশি তারকাদের।

২০২৪ আইপিএলে শরীফুলকে প্রস্তাব দিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের খেলার সৌভাগ্য হয়নি। ২২ মার্চ শুরু হওয়া ১৭তম আইপিএল চলবে ২৬ মে পর্যন্ত। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময়ই থাকছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। ৩ মে থেকে ১২ মে পর্যন্ত চলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে শরীফুল গত কয়েক মাস আছেন দারুণ ছন্দে। ছন্দে থাকা শরীফুলকে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেওয়া হয়নি অনাপত্তিপত্র। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ আবাহনী-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। শেখ জামালের বিপক্ষে ম্যাচসেরা শরীফুল বলেছেন, ‘লক্ষ্ণৌ থেকে বার্তা দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু অনাপত্তিপত্রের সময়টা খুব কম ছিল। যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি পুরো অনাপত্তিপত্র বিসিবি দিত, তাহলে হতো। তবে আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটার কথা চিন্তা রেখেই অনাপত্তিপত্র সেভাবে দেওয়া হয়েছিল।’

এবার সুযোগ না পেলেও ভবিষ্যতে আইপিএলে খেলার ব্যাপারে আশার কথা শুনিয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘ইচ্ছে তো আছে। ফিট থাকলে যেভাবে যাচ্ছে, এভাবে গেলে ইনশাআল্লাহ আইপিএল খেলব একদিন। তখন যদি কোনো খেলা না থাকে।’

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে এরই মধ্যে ফিজ নিয়েছেন ১০ উইকেট। ফিজ সম্পর্কে শরীফুল বলেন, ‘তাঁর (মোস্তাফিজ) সঙ্গে প্রায় দিনই কথা হয়। তিনি বলেন ওখানে চাপ কম, সে কারণে হয়তোবা বেশি আত্মবিশ্বাস পাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত