Ajker Patrika

কোহলিরা খুব বেশি লিড নিতে দেননি উইলিয়ামসনদের

আপডেট : ২৪ জুন ২০২১, ১৩: ৪৮
কোহলিরা খুব বেশি লিড নিতে দেননি উইলিয়ামসনদের

ঢাকা: যেভাবে কিউই টপঅর্ডার খেলছিল, বড় লিড পাওয়া নিউজিল্যান্ডের জন্য কঠিন ছিল না। তবে বৃষ্টিবিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংস শেষে ৩২ রানের অল্প লিডই নিয়েছে নিউজিল্যান্ড। ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ২৪৯ রানে।

ব্যাট হাতে নিজেদের ইনিংসের শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। কিন্তু ভালো শুরুর ধারাটা পঞ্চম দিন ধরে রাখতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। ৫ উইকেটে ১৩৫ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এক প্রান্তে অবশ্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন কেন উইলিয়ামসন। তাঁর ৪৯ রানের লড়াকু ইনিংসটা থামে ইশান্ত শর্মার বলে স্লিপে কোহলির ক্যাচ হয়ে।

ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪৯ রানে অলআউট হওয়ার আগে নিউজিল্যান্ড লিড পেয়ে যায় ৩২ রানের। ইশান্ত শর্মা ৪৮ রানে ৩ উইকেট ও মোহাম্মদ শামি পেয়েছেন ৭৬ রানে ৪ উইকেট।

সাউদাম্পটনে পঞ্চম দিনও সময়মতো খেলা শুরু করা যায়নি বৃষ্টির কারণে। ঘণ্টাখানেক দেরি করে অবশেষে মাঠে গড়িয়েছে ম্যাচটি। এর আগে দ্বিতীয় দিনে হয়েছে মোটে ৬৪.৪ ওভার। তৃতীয় দিনে খেলা হয় ৭৬ ওভারের মতো। চতুর্থ দিন পুরোটাই বৃষ্টির পেটে। ফাইনাল গড়াচ্ছে এখন ষষ্ঠ (রিজার্ভ) দিনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত