মাহেন্দ্র সিং ধোনির মোটরবাইক-প্রীতি নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর পরিবারকে যেমন সময় দেওয়ার ফুসরত মিলছে, বাইক নিয়েও ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছেন।
মাঝেমধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন ধোনি। কাওয়াসাকি থেকে ইয়ামাহা, সুজুকি থেকে কনফেডেরেট হেলকাট—ভারতের সর্বজয়ী অধিনায়কের সংগ্রহে সব ব্র্যান্ডের বাইক আছে। সংখ্যাটা ভ্রু কুচকে যাওয়ার মতোই। খোদ ধোনিও যে জানেন না, তাঁর গ্যারেজে কয়টি দুই চাকার যান আছে।
বিষয়টি জানিয়েছেন ধোনির চেন্নাই সুপার কিংস সতীর্থ রবীন্দ্র জাদেজা। ধোনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ছাড়ার ছাড়ার পর দায়িত্ব পেয়েছেন এই জাদেজাই। বাঁহাতি অলরাউন্ডার সতীর্থের বাইক-প্রীতি নিয়ে বলেছেন, ‘ধোনি ভাইয়ের কাছে এত মোটরবাইক আছে যে, তিনি নিজেই তার সংখ্যা মনে রাখতে পারে না। আমাকে এক বার বলেছিলেন, তাঁর কাছে ৪৩-৪৪টি মোটরবাইক আছে। সত্যিই, নির্দিষ্ট সংখ্যাটা তাঁর মনে নেই। এর মধ্যে অর্ধেক মোটরবাইক তিনি ফেলে রেখেছেন। পছন্দের বাইকগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে চালান।’
জাদেজা নিজেও মোটরবাইকের ভক্ত। একাধিক বিদেশি ব্র্যান্ডের মোটরবাইক তাঁর সংগ্রহেও আছে। সেসব চালানোর জন্য জাদেজাকে বিশেষ ব্যায়ামের পরামর্শ দিয়েছিলেন ধোনি। এ নিয়ে জাদেজার ভাষ্য, ‘ধোনি ভাই আমাকে বলেছিলেন, পিঠের ব্যায়াম ভালো করে করতে। কারণ, একেকটা বাইক চালাতে পিঠ একেকভাবে ঝোঁকাতে হয়। তাই ঠিকমতো পিঠের ব্যায়াম না করলে সমস্যা হতে পারে।’
ধোনির বাইক চালানোর ভিডিও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায়। অনেক সময় আবার মেয়ে জিভাকে নিয়েও বেরিয়ে পড়েন তিনি। ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াত এক বার জানিয়েছিলেন, নিজের পছন্দের বাইকের সমস্যা হলে সেগুলো ধোনি নিজেই মেরামত করেন।
মাহেন্দ্র সিং ধোনির মোটরবাইক-প্রীতি নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর পরিবারকে যেমন সময় দেওয়ার ফুসরত মিলছে, বাইক নিয়েও ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছেন।
মাঝেমধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন ধোনি। কাওয়াসাকি থেকে ইয়ামাহা, সুজুকি থেকে কনফেডেরেট হেলকাট—ভারতের সর্বজয়ী অধিনায়কের সংগ্রহে সব ব্র্যান্ডের বাইক আছে। সংখ্যাটা ভ্রু কুচকে যাওয়ার মতোই। খোদ ধোনিও যে জানেন না, তাঁর গ্যারেজে কয়টি দুই চাকার যান আছে।
বিষয়টি জানিয়েছেন ধোনির চেন্নাই সুপার কিংস সতীর্থ রবীন্দ্র জাদেজা। ধোনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ছাড়ার ছাড়ার পর দায়িত্ব পেয়েছেন এই জাদেজাই। বাঁহাতি অলরাউন্ডার সতীর্থের বাইক-প্রীতি নিয়ে বলেছেন, ‘ধোনি ভাইয়ের কাছে এত মোটরবাইক আছে যে, তিনি নিজেই তার সংখ্যা মনে রাখতে পারে না। আমাকে এক বার বলেছিলেন, তাঁর কাছে ৪৩-৪৪টি মোটরবাইক আছে। সত্যিই, নির্দিষ্ট সংখ্যাটা তাঁর মনে নেই। এর মধ্যে অর্ধেক মোটরবাইক তিনি ফেলে রেখেছেন। পছন্দের বাইকগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে চালান।’
জাদেজা নিজেও মোটরবাইকের ভক্ত। একাধিক বিদেশি ব্র্যান্ডের মোটরবাইক তাঁর সংগ্রহেও আছে। সেসব চালানোর জন্য জাদেজাকে বিশেষ ব্যায়ামের পরামর্শ দিয়েছিলেন ধোনি। এ নিয়ে জাদেজার ভাষ্য, ‘ধোনি ভাই আমাকে বলেছিলেন, পিঠের ব্যায়াম ভালো করে করতে। কারণ, একেকটা বাইক চালাতে পিঠ একেকভাবে ঝোঁকাতে হয়। তাই ঠিকমতো পিঠের ব্যায়াম না করলে সমস্যা হতে পারে।’
ধোনির বাইক চালানোর ভিডিও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায়। অনেক সময় আবার মেয়ে জিভাকে নিয়েও বেরিয়ে পড়েন তিনি। ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াত এক বার জানিয়েছিলেন, নিজের পছন্দের বাইকের সমস্যা হলে সেগুলো ধোনি নিজেই মেরামত করেন।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে