নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ লিগ পর্বের শেষ দিনের খেলা হয়েছে। মিরপুরে নিরুত্তাপ ম্যাচে নবাগত সিটি ক্লাবকে ৫৩ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল শেখ জামাল।
অন্যদিকে ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট পাওয়া সিটি ক্লাবকে খেলতে হবে রেলিগেশন লিগ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে ১৯৭ রানে অলআউট হয় শেখ জামাল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান আসে তিনে নামা ইমরুল কায়েসের ব্যাট থেকে। ৮৯ বলে ৭ চারে ইনিংসটি সাজান শেখ জামাল অধিনায়ক।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চাশ রানের আগে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সিটি ক্লাব। অধিনায়ক জাওয়াদ রোয়েন আর নাজমুল হোসেন মিলনের দুটি ইনিংস হারের ব্যবধান কমিয়েছে মাত্র। রবিউল ইসলাম রবির বলে স্টাম্পড হয়ে ফেরার আগে ৫১ বলে ৫ চার আর ১ ছয়ে ৪৫ রান করেন জাওয়াদ। অন্যদিকে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫০ বলে ৩৩ রান করেন মিলন। শেষ পর্যন্ত ১৪৪ রানে অলআউট হয়ে ৫৩ রানে ম্যাচ হারে সিটি ক্লাব। ৮.১ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন শেখ জামালের ভারতীয় অফ স্পিনার পারভেজ রসুল।
দিনের আরেক ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয় রেলিগেশন লিগে সিটি ক্লাবের সঙ্গী হওয়া ব্রাদার্স ইউনিয়ন ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আগে ব্যাটিং করে আমিনুল ইসলাম বিপ্লব আর ধীমান ঘোষের দারুণ দুটি ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ব্রাদার্স। ৭৫ বলে ৫ ছক্কা আর ৩ চারে ৮৮ রান করেন বিপ্লব। ৬ চার ও ৪ ছক্কায় ৮৯ রান করেন ধীমান।
তাড়া করতে নেমে ভালোভাবেই ম্যাচে ছিল খেলাঘর। যদিও শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ওপেনিং জুটিতে দলকে ৪১ রানের ভালো শুরু এনে দেন পিনাক ঘোষ আর মোঃ হাসানুজ্জামান। উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত এক উইকেট হারালেও দলকে ম্যাচে রাখেন অমিত হাসান, প্রীতম কুমার ও মোহাম্মদ ইলিয়াস। ৪৬ বলে ৪৬ রান করেন অমিত, ৭৪ বলে ৭২ রান করেন প্রীতম, ৬৬ বলে ৬২ রান করেন ইলিয়াস। যদিও শেষ পর্যন্ত ১৩ রানে ম্যাচটা হারতে হয় খেলাঘরকে। ব্রাদার্সের হয়ে ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।
বিকেএসপির ৩ নম্বর মাঠে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮০ রানে হারিয়েছে তারা। সুপার লিগের দৌড় থেকে আগেই ছিটকে পড়া মোহামেডানের জন্য জয়টা শুধুই স্বান্তনার হয়ে থাকল। টস জিতে ব্যাটিং করে ৪৭.৫ ওভারে অলআউট হওয়ার আগে ৩০৭ রান করে দলটি। সেঞ্চুরি করেছেন মোহামেডানের শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। ৯১ বলে ৭ চার ৪ ছক্কায় ১০১ রান করেন মেন্ডিস। মোহামেডানের হয়ে রান করেছেন পারভেজ হোসেন ইমন (৭৬) ও মাহমুদউল্লাহ রিয়াদও (৭০)। আজও রান পাননি সৌম্য সরকার (২)।
রূপগঞ্জের হয়ে ৭.৫ ওভার বলে ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন এক উইকেট। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও ম্যাচে ছিল রূপগঞ্জ। রকিবুল হাসান ও সাব্বির রহমান ও নাঈম ইসলামদের ইনিংসগুলো যদিও দলের জয় এনে দিতে পারেনি। এবারের ডিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা নাঈম শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন। মোহামেডানের হয়ে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ লিগ পর্বের শেষ দিনের খেলা হয়েছে। মিরপুরে নিরুত্তাপ ম্যাচে নবাগত সিটি ক্লাবকে ৫৩ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল শেখ জামাল।
অন্যদিকে ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট পাওয়া সিটি ক্লাবকে খেলতে হবে রেলিগেশন লিগ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে ১৯৭ রানে অলআউট হয় শেখ জামাল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান আসে তিনে নামা ইমরুল কায়েসের ব্যাট থেকে। ৮৯ বলে ৭ চারে ইনিংসটি সাজান শেখ জামাল অধিনায়ক।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চাশ রানের আগে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সিটি ক্লাব। অধিনায়ক জাওয়াদ রোয়েন আর নাজমুল হোসেন মিলনের দুটি ইনিংস হারের ব্যবধান কমিয়েছে মাত্র। রবিউল ইসলাম রবির বলে স্টাম্পড হয়ে ফেরার আগে ৫১ বলে ৫ চার আর ১ ছয়ে ৪৫ রান করেন জাওয়াদ। অন্যদিকে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫০ বলে ৩৩ রান করেন মিলন। শেষ পর্যন্ত ১৪৪ রানে অলআউট হয়ে ৫৩ রানে ম্যাচ হারে সিটি ক্লাব। ৮.১ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন শেখ জামালের ভারতীয় অফ স্পিনার পারভেজ রসুল।
দিনের আরেক ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয় রেলিগেশন লিগে সিটি ক্লাবের সঙ্গী হওয়া ব্রাদার্স ইউনিয়ন ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আগে ব্যাটিং করে আমিনুল ইসলাম বিপ্লব আর ধীমান ঘোষের দারুণ দুটি ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ব্রাদার্স। ৭৫ বলে ৫ ছক্কা আর ৩ চারে ৮৮ রান করেন বিপ্লব। ৬ চার ও ৪ ছক্কায় ৮৯ রান করেন ধীমান।
তাড়া করতে নেমে ভালোভাবেই ম্যাচে ছিল খেলাঘর। যদিও শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ওপেনিং জুটিতে দলকে ৪১ রানের ভালো শুরু এনে দেন পিনাক ঘোষ আর মোঃ হাসানুজ্জামান। উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত এক উইকেট হারালেও দলকে ম্যাচে রাখেন অমিত হাসান, প্রীতম কুমার ও মোহাম্মদ ইলিয়াস। ৪৬ বলে ৪৬ রান করেন অমিত, ৭৪ বলে ৭২ রান করেন প্রীতম, ৬৬ বলে ৬২ রান করেন ইলিয়াস। যদিও শেষ পর্যন্ত ১৩ রানে ম্যাচটা হারতে হয় খেলাঘরকে। ব্রাদার্সের হয়ে ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।
বিকেএসপির ৩ নম্বর মাঠে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮০ রানে হারিয়েছে তারা। সুপার লিগের দৌড় থেকে আগেই ছিটকে পড়া মোহামেডানের জন্য জয়টা শুধুই স্বান্তনার হয়ে থাকল। টস জিতে ব্যাটিং করে ৪৭.৫ ওভারে অলআউট হওয়ার আগে ৩০৭ রান করে দলটি। সেঞ্চুরি করেছেন মোহামেডানের শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। ৯১ বলে ৭ চার ৪ ছক্কায় ১০১ রান করেন মেন্ডিস। মোহামেডানের হয়ে রান করেছেন পারভেজ হোসেন ইমন (৭৬) ও মাহমুদউল্লাহ রিয়াদও (৭০)। আজও রান পাননি সৌম্য সরকার (২)।
রূপগঞ্জের হয়ে ৭.৫ ওভার বলে ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন এক উইকেট। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও ম্যাচে ছিল রূপগঞ্জ। রকিবুল হাসান ও সাব্বির রহমান ও নাঈম ইসলামদের ইনিংসগুলো যদিও দলের জয় এনে দিতে পারেনি। এবারের ডিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা নাঈম শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন। মোহামেডানের হয়ে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে