Ajker Patrika

সমতায় ফেরার ম্যাচে পাকিস্তানকে ১৭০ রানের লক্ষ্য বাংলাদেশের

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৩: ৪৪
সমতায় ফেরার ম্যাচে পাকিস্তানকে ১৭০ রানের লক্ষ্য বাংলাদেশের

টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ নিয়ে ওয়ানডেতে খেলতে নেমেছিলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মেয়েদের কাছে ৫ উইকেটে হেরে যান। আজ তিন ম্যাচ সিরিজের সমতায় ফেরানো ম্যাচে ভালো শুরুর পরও ১৬৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। 

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে দেখে-শুনে শুরুটা করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। উদ্বোধনী জুটিতে ২১ রান করেন তাঁরা। ১২ রানে সাদিয়া ইকবালের বলে মুর্শিদা আউট হলে ভেঙে যায় তাঁদের জুটি। 

ওপেনিং সঙ্গীকে হারানোর পর তিনে নামা সোবহানা মোস্তারির সঙ্গে আরেকটি বিশোর্ধ্ব জুটি গড়েন ফারজানা। দলীয় রান ৪৩ হওয়ার সময় এবার তাঁকে ক্রিজে রেখে যান মোস্তারিও। ১৬ রানে নাশরা সান্ধুর এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ইনিংসের বড় জুটিটি হয় তৃতীয় উইকেটে। যে জুটির কল্যাণে বাংলাদেশ ১৫০ রান পেরোনোর সুযোগ পায়। 

তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন জ্যোতি-ফারজানা। দুজনে যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে একটা সময় মনে হয়েছিল ২০০ রানের ওপরে সংগ্রহ পাবে বাংলাদেশ। কিন্তু ৪০ রানে ফারজানা রানআউটে বিদায় নিলে ম্যাচের গতিপথ যায় বদলে। তখন ১৫০ হবে কি না, তা নিয়েই শঙ্কা জাগে। কেননা, তাঁর আউটের পর একের পর এক উইকেট বিলিয়ে দেন বাংলাদেশের মেয়েরা। 

তবে শেষ পর্যন্ত স্কোর ১৬৯ হয়েছে ‘নিঃসঙ্গ শেরপা’ হিসেবে একাই লড়ে যাওয়া জ্যোতির সৌজন্যে। নবম ব্যাটার হিসেবে যখন আউট হলেন, তখন বাংলাদেশের ইনিংস শেষ হতে ১ বল বাকি ছিল। ড্রেসিংরুমে ফেরার আগে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক। তাঁর ৫৪ রানের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও চার আছে ৩টি। প্রতিপক্ষের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাদিয়া ও নাশরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত