নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। ছন্দে থাকা বাংলাদেশের জন্যও রয়েছে বিপদ।
বাংলাদেশের প্রথম ইনিংসের ৩০৮ রানের জবাব দক্ষিণ আফ্রিকা দিচ্ছিল দারুণভাবে। দ্বিতীয় দিন প্রোটিয়ারা সাবলীল ব্যাটিং করেছে। তবে আজ তৃতীয় দিনে রাকিবুল হাসানের ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের ১০ উইকেটের সাতটিই নিয়েছেন তিনি। তৃতীয় দিনের খেলা বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৫ রানে। লিডসহ স্বাগতিকদের রান ৭০।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৪৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্ডিন ও ওঙ্গোমোদিতসো রিচার্ড সেলেতসোয়ানে সাবলীলভাবে খেলতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে হার্ডিন-সেলেতসাওয়েনে গড়েন ১০৭ রানের জুটি। ৬৪তম ওভারের শেষ বলে হার্ডিনকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল। ১২৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন হার্ডিন।
হার্ডিন ফেরার পরই হালকা ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ১৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ৭৫.২ ওভারে ৭ উইকেটে ১৯০ রান। যাঁদের মধ্যে সেলেতসোয়ানে, ডিয়ান ফরেস্টে-এই দুই ক্রিকেটারকে ফিরিয়েছেন রাকিবুল। টিয়ান মাইকেল ফন ফুরেন ও আন্দিল চার্লস মোগাকানে এরপর অষ্টম উইকেটে গড়েন ৪৬ রানের জুটি। ফুরেনকে ফিরিয়ে টেলএন্ডারে থিতু হয়ে যাওয়া জুটি তো রাকিবুল ভেঙেছেন। এমনকি ৯০তম ওভারের প্রথম ও চতুর্থ বলে মোগাকানে ও সেপো ইনোসেন্ট এনতুলির জোড়া উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ইতি টেনেছেন রাকিবুল। ৮৯.৪ ওভারে ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায়।
হার্ডিনের ৬৩ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন দুই ব্যাটার। সেলেতসোয়ানে, মোগাকানে করেছেন ৪৩ রান। বাংলাদেশের রাকিবুল ৩১.৪ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৭ উইকেট। ৬৫ রানের লিড নিয়ে বাংলাদেশ শুরু করে দ্বিতীয় ইনিংসের খেলা। ৩ ওভারে ৫ রানে ২ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে যায় স্বাগতিকেরা। তবে মুষলধারে বৃষ্টির পর আর খেলা হয়নি। স্বাগতিকদের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি (৪) ও চৌধুরী মুহাম্মদ রিজওয়ান (১) ড্রেসিংরুমে ফিরেছেন। শাহাদাত হোসেন দীপু, আইচ মোল্লা দুজনেই ০ রানে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। ছন্দে থাকা বাংলাদেশের জন্যও রয়েছে বিপদ।
বাংলাদেশের প্রথম ইনিংসের ৩০৮ রানের জবাব দক্ষিণ আফ্রিকা দিচ্ছিল দারুণভাবে। দ্বিতীয় দিন প্রোটিয়ারা সাবলীল ব্যাটিং করেছে। তবে আজ তৃতীয় দিনে রাকিবুল হাসানের ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের ১০ উইকেটের সাতটিই নিয়েছেন তিনি। তৃতীয় দিনের খেলা বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৫ রানে। লিডসহ স্বাগতিকদের রান ৭০।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৪৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্ডিন ও ওঙ্গোমোদিতসো রিচার্ড সেলেতসোয়ানে সাবলীলভাবে খেলতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে হার্ডিন-সেলেতসাওয়েনে গড়েন ১০৭ রানের জুটি। ৬৪তম ওভারের শেষ বলে হার্ডিনকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল। ১২৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন হার্ডিন।
হার্ডিন ফেরার পরই হালকা ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ১৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ৭৫.২ ওভারে ৭ উইকেটে ১৯০ রান। যাঁদের মধ্যে সেলেতসোয়ানে, ডিয়ান ফরেস্টে-এই দুই ক্রিকেটারকে ফিরিয়েছেন রাকিবুল। টিয়ান মাইকেল ফন ফুরেন ও আন্দিল চার্লস মোগাকানে এরপর অষ্টম উইকেটে গড়েন ৪৬ রানের জুটি। ফুরেনকে ফিরিয়ে টেলএন্ডারে থিতু হয়ে যাওয়া জুটি তো রাকিবুল ভেঙেছেন। এমনকি ৯০তম ওভারের প্রথম ও চতুর্থ বলে মোগাকানে ও সেপো ইনোসেন্ট এনতুলির জোড়া উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ইতি টেনেছেন রাকিবুল। ৮৯.৪ ওভারে ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায়।
হার্ডিনের ৬৩ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন দুই ব্যাটার। সেলেতসোয়ানে, মোগাকানে করেছেন ৪৩ রান। বাংলাদেশের রাকিবুল ৩১.৪ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৭ উইকেট। ৬৫ রানের লিড নিয়ে বাংলাদেশ শুরু করে দ্বিতীয় ইনিংসের খেলা। ৩ ওভারে ৫ রানে ২ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে যায় স্বাগতিকেরা। তবে মুষলধারে বৃষ্টির পর আর খেলা হয়নি। স্বাগতিকদের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি (৪) ও চৌধুরী মুহাম্মদ রিজওয়ান (১) ড্রেসিংরুমে ফিরেছেন। শাহাদাত হোসেন দীপু, আইচ মোল্লা দুজনেই ০ রানে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
এখনো আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের কোচ হননি জাবি আলোনসো। গুঞ্জন আছে, তিনি চেয়েছিলেন লুকা মদরিচ আরও এক মৌসুম রিয়াল মাদ্রিদে থাকুক। তবে ক্রোয়াট এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি আর বাড়ায়নি। তাই এই মৌসুম শেষেই রিয়ালকে বিদায় বলবেন মদরিচ। শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকবে সান্তিয়াগো
১ ঘণ্টা আগেবৃষ্টির বাধায় বেশির ভাগ সময় বন্ধ থাকা দ্বিতীয় দিনের খেলা শেষে মিরপুরে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের চার দিনের ম্যাচে লড়াই জমে উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল তোলে ৩৫৭ রান। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ১ উইকেটে ১০৪ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
২ ঘণ্টা আগেআরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সৌম্য সরকারকে দেখতে হয়েছে ডাগআউটে বসে। এবার পাকিস্তান সফরেও তাঁর খেলা হচ্ছে না। সৌম্যর পরিবর্তে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
৫ ঘণ্টা আগেআরব আমিরাত সিরিজ শেষ হওয়ার ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। শারজায় গত রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আমিরাত। এই সিরিজের পরপরই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন রিশাদ হোসেন।
৬ ঘণ্টা আগে