শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী ‘এ’ দলের জয়রথ ছুটছেই। ওয়ানডে সিরিজ জয়ের ধারাবাহিকতা বাংলাদেশের মেয়েরা ধরে রেখেছেন টি-টোয়েন্টি সিরিজেও।
পি সারা ওভালে আজ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম টি-টোয়েন্টি। ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে সময় লাগলও জিততে কষ্ট হয়নি বাংলাদেশের। ৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া খানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনার সাথি রানি ও শামীমা সুলতানা গড়েন ৩৭ বলে ৪০ রানের জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে ভেঙেছে এই উদ্বোধনী জুটি। ২২ বলে ২০ রান করা সাথিকে ফেরান শ্রীলঙ্কার মালশা শেহানি। সাথি তাঁর ইনিংসে মেরেছেন ৩ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে শামীমা ও সোবহানার ৫৪ বলে ৫৬ রানের জুটিতেই মূলত বাংলাদেশ জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ১৫তম ওভারের শেষ বলে শামীমাকে কট অ্যান্ড বোল্ড করেন থারুকা শেহানি। ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন শামীমা।
৯৬ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের রানের চাকা কিছুটা ধীরগতির হয়ে যায়। ১৭.৫ ওভারে স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১০৮ রান। তবে সেটা বাংলাদেশের জয়ের পথে খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ১৯তম ওভারের পঞ্চম বলে মুর্শিদা খাতুন সিঙ্গেল নিলেই বাংলাদেশ নারী ‘এ’ দল পায় জয়ের স্বাদ। ৭ উইকেটে জয়ী বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার শামীমা।
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাবেয়া। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দুই লঙ্কান ওপেনার কৌশিনী নুথিয়াঙ্গা ও নেথমি পূর্ণা গড়েন ৭৩ বলে ৭২ রানের জুটি। এই উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারায় লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রান করে স্বাগতিকেরা। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার নুথিয়াঙ্গা। ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ফাহিমা খাতুন নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের এই লেগস্পিনার ৩ ওভারে খরচ করেন ১২ রান।
এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। প্রথম ওয়ানডে পানাগোডার আর্মি গ্রাউন্ডসের আউটফিল্ড ভেজা থাকায় একটা বলও খেলা হয়নি। থুর্স্টানে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কায় টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশের নারী ক্রিকেটাররা কালই আবার ময়দানে নামবেন। পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল।
শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী ‘এ’ দলের জয়রথ ছুটছেই। ওয়ানডে সিরিজ জয়ের ধারাবাহিকতা বাংলাদেশের মেয়েরা ধরে রেখেছেন টি-টোয়েন্টি সিরিজেও।
পি সারা ওভালে আজ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম টি-টোয়েন্টি। ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে সময় লাগলও জিততে কষ্ট হয়নি বাংলাদেশের। ৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া খানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনার সাথি রানি ও শামীমা সুলতানা গড়েন ৩৭ বলে ৪০ রানের জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে ভেঙেছে এই উদ্বোধনী জুটি। ২২ বলে ২০ রান করা সাথিকে ফেরান শ্রীলঙ্কার মালশা শেহানি। সাথি তাঁর ইনিংসে মেরেছেন ৩ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে শামীমা ও সোবহানার ৫৪ বলে ৫৬ রানের জুটিতেই মূলত বাংলাদেশ জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ১৫তম ওভারের শেষ বলে শামীমাকে কট অ্যান্ড বোল্ড করেন থারুকা শেহানি। ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন শামীমা।
৯৬ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের রানের চাকা কিছুটা ধীরগতির হয়ে যায়। ১৭.৫ ওভারে স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১০৮ রান। তবে সেটা বাংলাদেশের জয়ের পথে খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ১৯তম ওভারের পঞ্চম বলে মুর্শিদা খাতুন সিঙ্গেল নিলেই বাংলাদেশ নারী ‘এ’ দল পায় জয়ের স্বাদ। ৭ উইকেটে জয়ী বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার শামীমা।
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাবেয়া। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দুই লঙ্কান ওপেনার কৌশিনী নুথিয়াঙ্গা ও নেথমি পূর্ণা গড়েন ৭৩ বলে ৭২ রানের জুটি। এই উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারায় লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রান করে স্বাগতিকেরা। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার নুথিয়াঙ্গা। ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ফাহিমা খাতুন নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের এই লেগস্পিনার ৩ ওভারে খরচ করেন ১২ রান।
এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। প্রথম ওয়ানডে পানাগোডার আর্মি গ্রাউন্ডসের আউটফিল্ড ভেজা থাকায় একটা বলও খেলা হয়নি। থুর্স্টানে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কায় টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশের নারী ক্রিকেটাররা কালই আবার ময়দানে নামবেন। পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪০ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে