আইসিসি ইভেন্টে এমন অফ ফর্মে বিরাট কোহলিকে সবশেষ কবে দেখা গেছে, সেটা খুঁজে বের করা একটু কঠিনই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক, দুবারের ম্যান অব দ্য টুর্নামেন্ট তিনি। সেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি বেশ ধুঁকছেন। তবে ফাইনালে ভারতীয় এই তারকা ব্যাটার দারুণ কিছু করবেন বলে আশা রোহিত শর্মার।
এবারের বিশ্বকাপে ৭ ম্যাচে কোহলি করেছেন ৭৫ রান। গড় ১০.৭১ ও স্ট্রাইকরেট ১০০। কোনো কিছুই কিং কোহলির পক্ষে কথা বলছে না। সর্বোচ্চ ৩৭ রান করেছেন বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগায় সুপার এইটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যে দুবার শূন্য রানে আউট হয়েছেন, দুটিই হয়েছে এবার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাক। গায়ানায় গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ৯ বলে ৯ রান করে ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিস টপলির বলে বোল্ড হয়ে ফিরেছেন।
‘প্রতিশোধের’ ম্যাচে ইংল্যান্ডকে গত রাতে ৬৮ রানে হারিয়ে ভারত উঠে গেছে ফাইনালে। বার্বাডোজে আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ইংলিশবধের পর কোহলির প্রসঙ্গ এলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমরা তার (কোহলি) ক্লাস সম্পর্কে জানি। ফর্মটা তার জন্য কোনো সমস্যাই না, যেহেতু সে ১৫ বছর খেলছে। সম্ভবত ফাইনালের জন্যই জমা।’
৮ ওভারে ২ উইকেটে ভারত ৬৫ রান করার পরই বাগড়া দেয় বৃষ্টি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে চড়াও হয়ে খেলে রোহিতের দল। রোহিত ও সূর্যকুমার যাদব তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রানের জুটি গড়ে ভারতের বড় স্কোর করার কাজ সহজ করে দিয়েছেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের ছোট ছোট ক্যামিওতে ভারত করেছে ৭ উইকেটে ১৭১ রান। ব্যাটিংয়ের পর অক্ষর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা বাকি কাজটুকু সেরেছেন। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘একটা পর্যায়ে ১৪০-৫০ লড়াইয়ের মতো স্কোর মনে হয়েছে। তবে আমরা মাঝের ওভারগুলোতে রান পেয়েছি। সূর্য ও আমি যেভাবে এগিয়েছি, তাতে মনে হচ্ছিল আরও ২০-২৫ রান করতে পারি। ব্যাটারদের স্বাভাবিক ব্যাটিংটাই করতে বলেছি। ১৭৫ দারুণ স্কোর। বোলাররা দারুণ বোলিং করেছে।’
আইসিসি ইভেন্টে এমন অফ ফর্মে বিরাট কোহলিকে সবশেষ কবে দেখা গেছে, সেটা খুঁজে বের করা একটু কঠিনই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক, দুবারের ম্যান অব দ্য টুর্নামেন্ট তিনি। সেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি বেশ ধুঁকছেন। তবে ফাইনালে ভারতীয় এই তারকা ব্যাটার দারুণ কিছু করবেন বলে আশা রোহিত শর্মার।
এবারের বিশ্বকাপে ৭ ম্যাচে কোহলি করেছেন ৭৫ রান। গড় ১০.৭১ ও স্ট্রাইকরেট ১০০। কোনো কিছুই কিং কোহলির পক্ষে কথা বলছে না। সর্বোচ্চ ৩৭ রান করেছেন বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগায় সুপার এইটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যে দুবার শূন্য রানে আউট হয়েছেন, দুটিই হয়েছে এবার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাক। গায়ানায় গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ৯ বলে ৯ রান করে ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিস টপলির বলে বোল্ড হয়ে ফিরেছেন।
‘প্রতিশোধের’ ম্যাচে ইংল্যান্ডকে গত রাতে ৬৮ রানে হারিয়ে ভারত উঠে গেছে ফাইনালে। বার্বাডোজে আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ইংলিশবধের পর কোহলির প্রসঙ্গ এলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমরা তার (কোহলি) ক্লাস সম্পর্কে জানি। ফর্মটা তার জন্য কোনো সমস্যাই না, যেহেতু সে ১৫ বছর খেলছে। সম্ভবত ফাইনালের জন্যই জমা।’
৮ ওভারে ২ উইকেটে ভারত ৬৫ রান করার পরই বাগড়া দেয় বৃষ্টি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে চড়াও হয়ে খেলে রোহিতের দল। রোহিত ও সূর্যকুমার যাদব তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রানের জুটি গড়ে ভারতের বড় স্কোর করার কাজ সহজ করে দিয়েছেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের ছোট ছোট ক্যামিওতে ভারত করেছে ৭ উইকেটে ১৭১ রান। ব্যাটিংয়ের পর অক্ষর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা বাকি কাজটুকু সেরেছেন। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘একটা পর্যায়ে ১৪০-৫০ লড়াইয়ের মতো স্কোর মনে হয়েছে। তবে আমরা মাঝের ওভারগুলোতে রান পেয়েছি। সূর্য ও আমি যেভাবে এগিয়েছি, তাতে মনে হচ্ছিল আরও ২০-২৫ রান করতে পারি। ব্যাটারদের স্বাভাবিক ব্যাটিংটাই করতে বলেছি। ১৭৫ দারুণ স্কোর। বোলাররা দারুণ বোলিং করেছে।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে