নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ওয়ানডে সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজ হারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের। অন্যদিকে লঙ্কানদের বাঁচাতে হবে সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।
দ্বিতীয় ওয়ানডের একাদশে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের। বিপরীতে লঙ্কানরা এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। মাহেশ তিকশানাকে বাদ দিয়ে নিয়েছে দুনিত ভেল্লালাগেকে।
প্রথম ওয়ানডের মতো বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে তানজিম হাসান সাকিব রয়েছেন। তিন পেসারই দুর্দান্ত বোলিং করেছেন প্রথম ম্যাচে। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কাও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে। তিন পেসার দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা ও প্রমোদ মাদুশানের সঙ্গে আছেন আরেক অলরাউন্ডার জানিত লিয়ানাগে। স্পিন আক্রমণে ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন।
এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রেরণা ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। সেবার মিরপুরে প্রথম দুই ম্যাচে হারিয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পায় বাংলাদেশ দল। এবার চট্টগ্রামে প্রথম ওয়ানডে জিতে এগিয়ে বাংলাদেশ, আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই আরেকটি সিরিজ জয় যুক্ত হবে অর্জনের তালিকায়। নিয়মিত অধিনায়ক হিসেবে শান্তর সুযোগ ছন্দ ধরে রেখে নিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের।
দুই দলের আগের ৯টি ওয়ানডে সিরিজে লঙ্কানদের জয় ৬টিতে। ২টি সিরিজ সমতায় আর ১টি সিরিজে জিতেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে আগে কুশল মেন্ডিসকে থামাতে হবে স্বাগতিক বোলারদের। ভয়ংকর চারিত আসালাঙ্কা আর পাতুম নিশাঙ্কার উইকেটও নিতে হবে দ্রুত। দক্ষতার সঙ্গে মুশফিকদের মোকাবিলা করতে হবে হাসারাঙ্গার ঘূর্ণি-জাদু।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা, প্রমোদ মাদুশান
ওয়ানডে সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজ হারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের। অন্যদিকে লঙ্কানদের বাঁচাতে হবে সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।
দ্বিতীয় ওয়ানডের একাদশে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের। বিপরীতে লঙ্কানরা এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। মাহেশ তিকশানাকে বাদ দিয়ে নিয়েছে দুনিত ভেল্লালাগেকে।
প্রথম ওয়ানডের মতো বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে তানজিম হাসান সাকিব রয়েছেন। তিন পেসারই দুর্দান্ত বোলিং করেছেন প্রথম ম্যাচে। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কাও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে। তিন পেসার দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা ও প্রমোদ মাদুশানের সঙ্গে আছেন আরেক অলরাউন্ডার জানিত লিয়ানাগে। স্পিন আক্রমণে ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন।
এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রেরণা ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। সেবার মিরপুরে প্রথম দুই ম্যাচে হারিয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পায় বাংলাদেশ দল। এবার চট্টগ্রামে প্রথম ওয়ানডে জিতে এগিয়ে বাংলাদেশ, আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই আরেকটি সিরিজ জয় যুক্ত হবে অর্জনের তালিকায়। নিয়মিত অধিনায়ক হিসেবে শান্তর সুযোগ ছন্দ ধরে রেখে নিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের।
দুই দলের আগের ৯টি ওয়ানডে সিরিজে লঙ্কানদের জয় ৬টিতে। ২টি সিরিজ সমতায় আর ১টি সিরিজে জিতেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে আগে কুশল মেন্ডিসকে থামাতে হবে স্বাগতিক বোলারদের। ভয়ংকর চারিত আসালাঙ্কা আর পাতুম নিশাঙ্কার উইকেটও নিতে হবে দ্রুত। দক্ষতার সঙ্গে মুশফিকদের মোকাবিলা করতে হবে হাসারাঙ্গার ঘূর্ণি-জাদু।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা, প্রমোদ মাদুশান
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১৩ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৭ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৮ ঘণ্টা আগে