Ajker Patrika

আয়ারল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার হারের রাতে যে ঘটনা ভাইরাল

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২: ৪৮
আয়ারল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার হারের রাতে যে ঘটনা ভাইরাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে জেপি ডুমিনি অবসরে গেছেন ২০১৯ সালে। তবে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে দেখে কি সেটা বোঝার উপায় আছে? আবুধাবিতে গত রাতে হঠাৎই আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর ফিল্ডিংয়ে নেমে যাওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। 

একাদশে নাম থাকা দূরে থাক, স্বাভাবিকভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে নেই ডুমিনি। কারণ এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্বে তিনি। তবে আবুধাবিতে তীব্র গরমে যখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ক্লান্ত, তখন শিষ্যদের কষ্ট যে সহ্য করতে পারেননি ডুমিনি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে গতকাল শেখ জায়েদ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের ইনিংসের শেষ ওভারে  ফিল্ডিংয়ে নামেন তিনি। শেষ ওভারের প্রথম বলে আদিলে ফেহলুকায়োকে রিভার্স সুইপ করেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। টপ এজ হওয়া বল হঠাৎই শর্ট থার্ড ম্যানের সামনে বাজে বাউন্স করে। ডুমিনি ক্ষিপ্রতার সঙ্গে সেই বল বাউন্ডারি হওয়া থেকে বাঁচিয়েছেন।  

বদলি ফিল্ডার হিসেবে নেমে পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি পরার সুযোগ পেলেন ডুমিনি। দুর্দান্ত ফিল্ডিংয়ের পর জার্সির কলার উঁচিয়ে ধরেন তিনি। ভক্ত-সমর্থকদের যেন বোঝাতে চাইলেন, বয়স ৪০ হলেও এখনো সেই আগের ডুমিনি আছেন। যেভাবে অবসর ভাঙার হিড়িক চলছে, তাতে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিতই যেন দিলেন প্রোটিয়া এই ক্রিকেটার। তবে ডুমিনির হঠাৎ করে ফিল্ডিংয়ে নামার ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া আয়ারল্যান্ড ৯ উইকেটে ২৮৪ রান করেছে। রান তাড়া করতে নেমে ২১৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইনিংসের তখনো বাকি ২৩ বল। 

৬৯ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড এড়িয়েছে ধবলধোলাই। ম্যাচ-সেরা হয়েছেন দলপতি পল স্টার্লিং। ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রান করেন তিনি। ২-১ ব্যবধানে সিরিজ জয়ী দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস হয়েছেন সিরিজ-সেরা। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন প্রোটিয়া এই পেসার। প্রথম দুই ওয়ানডেতে আয়ারল্যান্ড হেরেছিল ১৩৯ ও ১৭৪ রানে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩ জয় পেয়েছে আয়ারল্যান্ড, যার মধ্যে রয়েছে ২ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি। ২০২১ সালের ১৩ জুন ডাবলিনের ম্যালাহাইডে ওয়ানডেতে প্রোটিয়াদের ৪৩ রানে হারিয়েছিল আইরিশরা। টি-টোয়েন্টিতে একমাত্র জয় প্রোটিয়ারা পেয়েছে এ বছরের ২৯ সেপ্টেম্বর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আইরিশরা ১০ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত