Ajker Patrika

৩ অক্টোবর কেন বাংলাদেশ অধিনায়কের কাছে ‘স্পেশাল’

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৭: ২৬
৩ অক্টোবর কেন বাংলাদেশ অধিনায়কের কাছে ‘স্পেশাল’

বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে মনে রাখার মতো এক দিনই ছিল গতকাল। ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় তো বটেই, নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ পেয়েছে একগাদা উদ্‌যাপনের উপলক্ষ। ২০২৪-এর ৩ অক্টোবর দিনটা তাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতির কাছে ‘স্পেশাল’।

শারজায় গতকাল বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে খেলতে নেমেই বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন জ্যোতি। একই দিনে ছিল তাজ নেহারের ২৭তম জন্মদিন। এ দুই উপলক্ষ্যের সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি ‘বিশেষ ঘটনা’। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নাহিদা আকতার। ফাহিমা খাতুন পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট। সব ছাপিয়ে বড় উপলক্ষ্য স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে শুরু করা। জ্যোতির শততম ম্যাচেই যে বাংলাদেশ ১০ বছর পর জয় পেয়েছে আইসিসির ইভেন্টটিতে, তখন কাঁদতে দেখা গেছে।

বাংলাদেশের ‘পাঁচ উপলক্ষের’ দিনটিতে ম্যাচ শেষে টিম হোটেলে আয়োজন করা হয় জ্যোতির ম্যাচের সেঞ্চুরি, নাহিদার ১০০ উইকেট ও তাজ নেহারের জন্মদিনের জন্য কেক কাটা অনুষ্ঠান। জ্যোতি ও নাহিদার হাতে মাঠের কয়েকটি মুহূর্তের ছবি দিয়ে সাজানো একটি করে স্মারক তুলে দেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। নারী দলের প্রধান কোচ হাসান তিলকারত্নেকেও দেখা গেছে।  অনুষ্ঠানে জ্যোতি বলেছেন,  ‘আজকের দিনে সবচেয়ে বড় স্পেশাল বলব যে  ১০০ ম্যাচ খেলে এতটা খুশি লাগেনি। যতটা খুশি ম্যাচ জেতার পর লেগেছে।’

জ্যোতির আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ২০১৫ সালে। শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে তাঁর লেগেছে ৯ বছর। যেটা তাঁর কল্পনার বাইরে ছিল বলে গতকাল জানিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জীবনের বড় অর্জন এটা। যখন শুরু করেছিলাম, কল্পনাও করিনি যে এত দূর আসতে পারব।’ পরিবার ও সতীর্থদেরও এমন কীর্তি অর্জনের জন্য কৃতিত্ব দিয়েছেন জ্যোতি।

নাহিদা ও জ্যোতির হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক।  ছবি: বিসিবিশারজায় গতকাল বিশেষ দিনটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) ধন্যবাদ দিয়েছেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি জানি যে মেয়েদের ক্রিকেটের জন্য এটা কত বড় ব্যাপার।  আমাদের জন্য না শুধু, সবার জন্যই। কোচিং স্টাফ এবং বিসিবিতে যাঁরা আছেন, তাঁদের জন্যও এটা অনেক বড় কিছু।’

২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। শারজায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।১০ অক্টোবর জ্যোতিরা শারজায় খেলবেন উইন্ডিজের বিপক্ষে। দুবাইয়ে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ ১২ অক্টোবর খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত