Ajker Patrika

সতীর্থের বিয়েতে ধুতি-পাঞ্জাবি পরে নাচলেন ধোনি

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৭: ০২
সতীর্থের বিয়েতে ধুতি-পাঞ্জাবি পরে নাচলেন ধোনি

আইপিএলের মধ্যেই বাগ্‌দত্তা কিম ওয়াটসনের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ডেভন কনওয়ে। মুম্বাইয়ের একটি হোটেলে এই কিউই তারকার বিয়ের আয়োজন হয়। বিয়েতে দক্ষিণী সাজে সেজেছিলেন ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা। বর কনওয়েকেও ধুতি পাঞ্জাবিতে দেখে গেছে। 

সতীর্থের বিয়েতে মজে ছিলেন মহেন্দ্র সিং ধোনিও। বিয়েতে নাচতে দেখা গেছে ধোনিসহ চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের। তবে হলুদ পাঞ্জাবি ও সাদা ধুতিতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন সাবেক চেন্নাই অধিনায়ক। বিয়ের মূল আয়োজন শেষে  নাচ-গানে মেতে ওঠেন ক্রিকেটাররা। সেখানে নাচতে দেখা যায় ধোনিকেও। তাঁর সঙ্গে চেন্নাইয়ের বাকি ক্রিকেটার যেমন, ডোয়াইন ব্র্যাভো, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজাদেরও নাচতে দেখা যায়।

আইপিএলের মেগা নিলাম থেকে এক কোটি রূপিতে চেন্নাই কনওয়েকে দলে ভিড়িয়েছিল । এখন পর্যন্ত তিনি হলুদ জার্সিতে একটি ম্যাচই খেলেছেন। উদ্বোধনী ম্যাচে কেকেআরের বিপক্ষে কনওয়ে করেছিলেন ৩ রান। এরপর আর চেন্নাইয়ের  একাদশে দেখা যায়নি তাঁকে।

টুর্নামেন্টে দলের পারফরম্যান্স ভালো না হলেও ক্রিকেটাররা যে ফুরফুরে মেজাজেই আছে বোঝা গেল কনওয়ের বিয়েতে৷ এখন পর্যন্ত ৭ ম্যাচের দুটিতে জিতেছে চেন্নাই। এই অবস্থা থেকে কোয়ালিফাই করতে হলে বাকিগুলো জয়ের বিকল্প নেই। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত