বাইশ গজে ইতিহাস গড়লেন বিহারের ২২ বছরের তরুণ। প্রথম শ্রেণির অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি করেছেন বিহারের সাকিবুল গণি। রঞ্জি ট্রফিতে বিস্ফোরক ব্যাটিংয়ে এমন অনন্য কীর্তি গড়েছেন গণি। প্রথম শ্রেণির অভিষেকে তাঁর আগে এমন কীর্তি গড়তে পারেননি আর কেউ।
প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে অনেক ট্রিপল সেঞ্চুরি থাকলেও অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার গণি। ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছাতে এই ব্যাটার খেলেছেন ৩৮৭ বল, যেখানে ছিল ৫০টি চার। কলকাতার সল্ট লেকের যাদবপুর ক্যাম্পাসে এই কীর্তি গড়েন গণি। আইপিএলের নিলাম আর কদিন পর হলে হয়তো এই কীর্তির জন্যই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নিতেন তাঁকে!
মিজোরামের বিপক্ষে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়নি বিহারের। ৭১ রানে ফিরে যান তিন ব্যাটার। এর পরই ইতিহাস গড়তে উইকেটে আসেন গণি। মিজোরামের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে রানের ফোয়ারা ছোটান। শেষ পর্যন্ত গণির ইনিংস থামে ৩৪১ রানে। বাবুল কুমারের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৫৬ বলে ৫৩৮ রানের জুটি গড়েন গণি। বাবুল অপরাজিত আছেন ২১৮ রানে। দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বিহারের সংগ্রহ ৬ উইকেটে ৬৪৬।
গণির আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ছিল মধ্যপ্রদেশের অজয় রোহেরার। হায়দরাবাদের বিপক্ষে ২০১৮-১৯ রঞ্জি মৌসুমে রোহেরা খেলেছিলেন ২৬৭ রানের ইনিংস।
বাইশ গজে ইতিহাস গড়লেন বিহারের ২২ বছরের তরুণ। প্রথম শ্রেণির অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি করেছেন বিহারের সাকিবুল গণি। রঞ্জি ট্রফিতে বিস্ফোরক ব্যাটিংয়ে এমন অনন্য কীর্তি গড়েছেন গণি। প্রথম শ্রেণির অভিষেকে তাঁর আগে এমন কীর্তি গড়তে পারেননি আর কেউ।
প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে অনেক ট্রিপল সেঞ্চুরি থাকলেও অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার গণি। ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছাতে এই ব্যাটার খেলেছেন ৩৮৭ বল, যেখানে ছিল ৫০টি চার। কলকাতার সল্ট লেকের যাদবপুর ক্যাম্পাসে এই কীর্তি গড়েন গণি। আইপিএলের নিলাম আর কদিন পর হলে হয়তো এই কীর্তির জন্যই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নিতেন তাঁকে!
মিজোরামের বিপক্ষে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়নি বিহারের। ৭১ রানে ফিরে যান তিন ব্যাটার। এর পরই ইতিহাস গড়তে উইকেটে আসেন গণি। মিজোরামের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে রানের ফোয়ারা ছোটান। শেষ পর্যন্ত গণির ইনিংস থামে ৩৪১ রানে। বাবুল কুমারের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৫৬ বলে ৫৩৮ রানের জুটি গড়েন গণি। বাবুল অপরাজিত আছেন ২১৮ রানে। দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বিহারের সংগ্রহ ৬ উইকেটে ৬৪৬।
গণির আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ছিল মধ্যপ্রদেশের অজয় রোহেরার। হায়দরাবাদের বিপক্ষে ২০১৮-১৯ রঞ্জি মৌসুমে রোহেরা খেলেছিলেন ২৬৭ রানের ইনিংস।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে