আফগানিস্তানের কাছে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপটা ভুলে যাওয়ার মতোই। বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে হেরে সেমির দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া আফগানের কাছে সুযোগ ছিল জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার। শারজায় আজ নেপালের কাছে প্রাণপণে লড়াই করেও জিততে পারল না আফগানরা।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে বিন্দুমাত্র পাত্তা পায়নি নেপাল। আফগানরা আজ ১২৪ রানের লক্ষ্য দিলেও নেপালের জিততে ঘাম ছুটে গেছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপাল পেয়েছে ১ উইকেটের সান্ত্বনার জয়।
আফগানিস্তানকে হারাতে নেপালকে ব্যাটিং করতে হতো ২.৪৮ রানরেটে। ওভারপ্রতি প্রয়োজনীয় রানরেট যতই হোক, এমন লো-স্কোরিং ম্যাচে ভেলকি দেখাতে হয় মূলত বোলিং পক্ষকে। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০.১ ওভারে ৮ উইকেটে ৮৪ রানে পরিণত হয় নেপাল অনূর্ধ্ব-১৯ দল।
হাতে ২ উইকেট নিয়ে ৪০ রানও তখন নেপালের কাছে মনে হচ্ছিল অনেক দূরের পথ। এমন সময়ে জ্বলে ওঠে আশার আলো। নবম উইকেটে ৩১ রানের জুটি গড়েন নরেন সাউদ ও হেমন্ত ধামি। ৪০তম ওভারের চতুর্থ বলে সাউদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আফগানিস্তানের জয়ের সম্ভাবনা তৈরি করেন আবদুল আজিজ খান।
সাউদ বিদায় নিলে নেপালের স্কোর হয়ে যায় ৩৯.৪ ওভারে ৯ উইকেটে ১১৫ রান। ৫৪ বলে ২ চারে ২৬ রান করেন তিনি। আট নম্বরে নামা সাউদই নেপালের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। শেষ পর্যন্ত তারা ৪১.৩ ওভারে ৯ উইকেটে করে ফেলে ১২৪ রান। ৫১ বল হাতে রেখে পাওয়া এই জয়ে ‘বি’ গ্রুপের তিন নম্বরে থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শেষ করল নেপাল। আফগানিস্তানের মোহাম্মদ গজনফার ও খাতির স্টানিকজাই নিয়েছেন ৩টি করে উইকেট। গজনফার ১০ ওভার বোলিং করে ৩৬ রান খরচ করেন। আফগানিস্তানের এই রহস্যময় স্পিনার এক ওভার মেডেনও দিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মাহবুব খান। নেপালের আক্রমণাত্মক বোলিংয়ে ৩৫.৪ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় আফগানরা। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন ফয়সাল শিনোজাদা। ৬৭ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মারেন তিনি। নেপালের উনিশ ঠাকুরি, সন্তোষ যাদব নিয়েছেন ৩টি করে উইকেট। দলটির অধিনায়ক ধামি ও তিওয়ারি ২টি করে উইকেট পেয়েছেন।
আফগানিস্তানের কাছে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপটা ভুলে যাওয়ার মতোই। বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে হেরে সেমির দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া আফগানের কাছে সুযোগ ছিল জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার। শারজায় আজ নেপালের কাছে প্রাণপণে লড়াই করেও জিততে পারল না আফগানরা।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে বিন্দুমাত্র পাত্তা পায়নি নেপাল। আফগানরা আজ ১২৪ রানের লক্ষ্য দিলেও নেপালের জিততে ঘাম ছুটে গেছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপাল পেয়েছে ১ উইকেটের সান্ত্বনার জয়।
আফগানিস্তানকে হারাতে নেপালকে ব্যাটিং করতে হতো ২.৪৮ রানরেটে। ওভারপ্রতি প্রয়োজনীয় রানরেট যতই হোক, এমন লো-স্কোরিং ম্যাচে ভেলকি দেখাতে হয় মূলত বোলিং পক্ষকে। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০.১ ওভারে ৮ উইকেটে ৮৪ রানে পরিণত হয় নেপাল অনূর্ধ্ব-১৯ দল।
হাতে ২ উইকেট নিয়ে ৪০ রানও তখন নেপালের কাছে মনে হচ্ছিল অনেক দূরের পথ। এমন সময়ে জ্বলে ওঠে আশার আলো। নবম উইকেটে ৩১ রানের জুটি গড়েন নরেন সাউদ ও হেমন্ত ধামি। ৪০তম ওভারের চতুর্থ বলে সাউদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আফগানিস্তানের জয়ের সম্ভাবনা তৈরি করেন আবদুল আজিজ খান।
সাউদ বিদায় নিলে নেপালের স্কোর হয়ে যায় ৩৯.৪ ওভারে ৯ উইকেটে ১১৫ রান। ৫৪ বলে ২ চারে ২৬ রান করেন তিনি। আট নম্বরে নামা সাউদই নেপালের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। শেষ পর্যন্ত তারা ৪১.৩ ওভারে ৯ উইকেটে করে ফেলে ১২৪ রান। ৫১ বল হাতে রেখে পাওয়া এই জয়ে ‘বি’ গ্রুপের তিন নম্বরে থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শেষ করল নেপাল। আফগানিস্তানের মোহাম্মদ গজনফার ও খাতির স্টানিকজাই নিয়েছেন ৩টি করে উইকেট। গজনফার ১০ ওভার বোলিং করে ৩৬ রান খরচ করেন। আফগানিস্তানের এই রহস্যময় স্পিনার এক ওভার মেডেনও দিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মাহবুব খান। নেপালের আক্রমণাত্মক বোলিংয়ে ৩৫.৪ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় আফগানরা। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন ফয়সাল শিনোজাদা। ৬৭ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মারেন তিনি। নেপালের উনিশ ঠাকুরি, সন্তোষ যাদব নিয়েছেন ৩টি করে উইকেট। দলটির অধিনায়ক ধামি ও তিওয়ারি ২টি করে উইকেট পেয়েছেন।
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২৯ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে