Ajker Patrika

ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ২১২ রান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ২১২ রান

টস জিতে রান তাড়াকে শ্রেয় মনে করে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। বোলাররা নিজেদের কাজটা বেশ ভালোভাবেই শেষ করেছেন। ভারতকে ২১১ রানের মধ্যে বেঁধে ফেলেছেন রাকিবুল হাসান-সাইফরা। 

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠতে বাংলাদেশর সামনে লক্ষ্য ২১২ রান। ইনিংসজুড়ে বাংলাদেশের বোলিংয়ের সামনে রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন ভারতীয় ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেটও হারিয়েছে ভারতীয়রা। বোলারদের লড়াইয়ের জন্য যা একটু লড়াই করেছেন অধিনায়ক যশ ধুল। 

ভারতের ইনিংসে একমাত্র ফিফটিও ধুলের। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ভারত ২০০ রানের কোটাও পেরিয়েছে তাঁর ইনিংসটির সৌজন্যে। এ ছাড়া দুই ওপেনার সাই সুদর্শন ২১, অভিষেক শর্মা ৩৪, ও মানভ সুথারের ২১—ইনিংসগুলো পূর্ণতা পায়নি। চারে নেমে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন ধুল। তাঁর ইনিংসটি সাজানো ৬ চারে। 

বাংলাদেশ-ভারত ম্যাচে যেটা হয়, ম্যাচে সেই নাটকীয়তারও কমতি ছিল না। বিশেষ করে তিনে নামা ভারতীয় ব্যাটার নিকিন জোসে স্ট্যাম্পিং হওয়ার পর। ঘটনাটা ১৪ তম ওভারের। বাঁহাতি স্পিনার রাকিবুলের বলে উইকেটরক্ষক আকবর আলী নিকিনকে স্টাম্পিং করেন। তৃতীয় আম্পায়ার প্রথমে আউট দিলেও, পরে অনেকক্ষণ টিভি রিপ্লেতে দেখার পর টিভি আম্পায়ার ফয়সাল আফ্রিদি সিদ্ধান্ত পাল্টান। পরে সাইফের বলে আউট হয়ে ইনিংস বড় করতে পারেননি নিকিন। 

বাংলাদেশের তিন স্পিনারই মূলত ভারতীয় ব্যাটিং লাইনআপকে ডানা মেলতে দেননি। অফ স্পিনার মেহেদি হাসান ১০ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। অধিনায়ক সাইফের শিকার ১০ ওভারে ২৯ রান দিয়ে এক উইকেট। ১০ ওভারে ৩৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল। বোলাররা যে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন, বোঝাই যাচ্ছে। এবার ফাইনালে ওঠার লড়াইটা ভারতীয় বোলারদের সঙ্গে বাংলাদেশের ব্যাটারদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত