নিজস্ব প্রতিবেদক, পুনে থেকে
এক আউটেই পুরো ক্রিকেট দুনিয়া তোলপাড়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এই আউট নিয়ে দুই ভাগে বিভক্ত ক্রিকেট দুনিয়া। কেউ বাংলাদেশ ও দলের অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে, কেউ ক্রিকেটীয় চেতনার প্রশ্নে ম্যাথুসের পক্ষে।
তবে বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্য হয়েও অ্যালান ডোনাল্ড সাকিবদেরই বিপক্ষে গেছেন। তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ অথচ সাকিব সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি যা করেছেন দেশের জন্য করেছেন। যুদ্ধে নেমে নিজের দলকে জেতাতে যা করা উচিত তিনি সেটাই করেছেন। ডোনাল্ডের ব্যক্তিগত মতামত যেটাই হোক, সেটি এই মুহূর্তে প্রকাশ্যে বলা কতটা উচিত হয়েছে, সেটিই প্রশ্ন ডোনাল্ডেরই সহকর্মীদের।
‘এটা এখন বলার কোনো দরকারই ছিল না। একেবারে ঠিক করেননি, একজন পেশাদার হিসেবে দলের নীতি পছন্দ না হলেও প্রকাশ্যে আপনার কোনো মন্তব্য করা উচিত নয়’—আজ পুনেতে বলছিলেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। আর বিসিবির একটি সূত্র জানিয়েছে, ডোনাল্ডের কাছে বোর্ড জানতে চাইবে, কেন তিনি এ ধরনের মন্তব্য করেছেন।
এক আউটেই পুরো ক্রিকেট দুনিয়া তোলপাড়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এই আউট নিয়ে দুই ভাগে বিভক্ত ক্রিকেট দুনিয়া। কেউ বাংলাদেশ ও দলের অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে, কেউ ক্রিকেটীয় চেতনার প্রশ্নে ম্যাথুসের পক্ষে।
তবে বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্য হয়েও অ্যালান ডোনাল্ড সাকিবদেরই বিপক্ষে গেছেন। তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ অথচ সাকিব সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি যা করেছেন দেশের জন্য করেছেন। যুদ্ধে নেমে নিজের দলকে জেতাতে যা করা উচিত তিনি সেটাই করেছেন। ডোনাল্ডের ব্যক্তিগত মতামত যেটাই হোক, সেটি এই মুহূর্তে প্রকাশ্যে বলা কতটা উচিত হয়েছে, সেটিই প্রশ্ন ডোনাল্ডেরই সহকর্মীদের।
‘এটা এখন বলার কোনো দরকারই ছিল না। একেবারে ঠিক করেননি, একজন পেশাদার হিসেবে দলের নীতি পছন্দ না হলেও প্রকাশ্যে আপনার কোনো মন্তব্য করা উচিত নয়’—আজ পুনেতে বলছিলেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। আর বিসিবির একটি সূত্র জানিয়েছে, ডোনাল্ডের কাছে বোর্ড জানতে চাইবে, কেন তিনি এ ধরনের মন্তব্য করেছেন।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৪ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে