নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ে-পরীক্ষায় ‘এ প্লাস’ পেয়েই পাস করেছে বাংলাদেশ! তবে সামনের পরীক্ষাটা একটু কঠিনই। প্রতিপক্ষের নাম যে অস্ট্রেলিয়া। সব সময়ই কঠিন এ দলের বিপক্ষেই আগস্টের প্রথম সপ্তাহে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত কিছু করতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।
এই টি-টোয়েন্টি সিরিজের আগে দুই দলকে একই বিন্দুতে মিলিয়ে দিয়েছে দুটি বিষয়। বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরছে আগামীকাল। একই দিন অস্ট্রেলিয়াও বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দদায়ীস্মৃতি নিয়ে। প্রস্তুতিটা তাই দুই দলের বলতে গেলে সমানে সমান!
আরেকটি বিষয় অবশ্য দুই দলকেই ভাবাচ্ছে! অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চসহ একাদশে নিয়মিত থাকেন এমন অন্তত সাত-আটজন ক্রিকেটার আসছেন না বাংলাদেশ সফরে। প্রায় দ্বিতীয় সারির এই অস্ট্রেলিয়াকে হারানোর বড় সুযোগ সাকিবদের সামনে। তবে কাজটা অনেক কঠিন করে দিয়েছে চোটাঘাত। সঙ্গে যোগ হয়েছে সুরক্ষাবলয়ে ওঠার আগে কোয়ারেন্টিন নিয়মের ফাঁদ।
বাংলাদেশ এই সিরিজে পাচ্ছে না হাঁটুর চোটে পড়া তামিম ইকবালকে। অস্ট্রেলিয়ার দেওয়া কঠোর কোয়ারেন্টিন শর্তে মুশফিকুর রহিম থাকতে পারছেন না দলের সঙ্গে। মুশফিকের মতো পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা লিটনও খেলতে পারবেন না এই সিরিজে। মোস্তাফিজুর রহমানের চোটও বড় ভাবনার বিষয় টিম ম্যানেজমেন্টের।
অবশ্য মুশফিককে ছাড়াই বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। আবার টি-টোয়েন্টিতে মুশফিকের সঙ্গে তামিমও ছিলেন না। চোটে পড়ায় মোস্তাফিজ-লিটনকেও সেভাবে পায়নি ওই সিরিজে। টেস্ট সিরিজ তো জিতেছেই, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না থাকার পরও বাংলাদেশ সীমিত ওভারের দুটি সিরিজই নিজেদের পকেটে পুরেছে। পুরো জিম্বাবুয়ে সফরেই তরুণ ক্রিকেটাররাও ব্যাট-বলে আলো ছড়িয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তরুণদের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলামের সামনে এখন আরেকটু বড় মঞ্চে নিজেদের চেনানোর পরীক্ষা।
বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজতে পারে আরও একটি বিষয় থেকে। সাকিবরা জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়েকে হারিয়েছে তিন সংস্করণেই। অস্ট্রেলিয়া সেখানে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজটা কোনোভাবে জিতেছে। আর টি-টোয়েন্টি সিরিজটা হেরেছে বাজেভাবেই। আগস্টে ঘরের মাঠে সিরিজটি টি-টোয়েন্টি বলে একটু এগিয়ে থেকেই নামতে পারবে মাহমুদউল্লাহর দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত সময় গেছে মিচেল মার্শের। এই অলরাউন্ডারের বিপক্ষে আলাদা পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে তাসকিনদের। টি-টোয়েন্টি সিরিজটা ভালো না গেলেও ওয়ানডে সিরিজে ছন্দে ফিরেছেন মিচেল স্টার্ক। এই বাঁহাতি ফাস্ট বোলার নিশ্চিতভাবেই বাংলাদেশের হুমকি হতে চাইবেন! অ্যাডাম জাম্পা-অ্যাস্টন আগারও কঠিন পরীক্ষা নিতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানদের।
অস্ট্রেলিয়া কী করবে না করবে, তা নিয়ে অবশ্য ভাবতে চান না বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। সাবেক এই অধিনায়ক আজকের পত্রিকাকে বললেন. ‘আমাদের জন্য অস্ট্রেলিয়া কেমন দল, সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা কেমন করছি, কেমন খেলছি সেটিই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে চারটি টি-টোয়েন্টি খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। নিজেদের পুরোনো রেকর্ড-পরিসংখ্যান বদলে ফেলার সুযোগ মাহমুদউল্লাহদের সামনে।
জিম্বাবুয়ে-পরীক্ষায় ‘এ প্লাস’ পেয়েই পাস করেছে বাংলাদেশ! তবে সামনের পরীক্ষাটা একটু কঠিনই। প্রতিপক্ষের নাম যে অস্ট্রেলিয়া। সব সময়ই কঠিন এ দলের বিপক্ষেই আগস্টের প্রথম সপ্তাহে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত কিছু করতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।
এই টি-টোয়েন্টি সিরিজের আগে দুই দলকে একই বিন্দুতে মিলিয়ে দিয়েছে দুটি বিষয়। বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরছে আগামীকাল। একই দিন অস্ট্রেলিয়াও বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দদায়ীস্মৃতি নিয়ে। প্রস্তুতিটা তাই দুই দলের বলতে গেলে সমানে সমান!
আরেকটি বিষয় অবশ্য দুই দলকেই ভাবাচ্ছে! অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চসহ একাদশে নিয়মিত থাকেন এমন অন্তত সাত-আটজন ক্রিকেটার আসছেন না বাংলাদেশ সফরে। প্রায় দ্বিতীয় সারির এই অস্ট্রেলিয়াকে হারানোর বড় সুযোগ সাকিবদের সামনে। তবে কাজটা অনেক কঠিন করে দিয়েছে চোটাঘাত। সঙ্গে যোগ হয়েছে সুরক্ষাবলয়ে ওঠার আগে কোয়ারেন্টিন নিয়মের ফাঁদ।
বাংলাদেশ এই সিরিজে পাচ্ছে না হাঁটুর চোটে পড়া তামিম ইকবালকে। অস্ট্রেলিয়ার দেওয়া কঠোর কোয়ারেন্টিন শর্তে মুশফিকুর রহিম থাকতে পারছেন না দলের সঙ্গে। মুশফিকের মতো পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা লিটনও খেলতে পারবেন না এই সিরিজে। মোস্তাফিজুর রহমানের চোটও বড় ভাবনার বিষয় টিম ম্যানেজমেন্টের।
অবশ্য মুশফিককে ছাড়াই বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। আবার টি-টোয়েন্টিতে মুশফিকের সঙ্গে তামিমও ছিলেন না। চোটে পড়ায় মোস্তাফিজ-লিটনকেও সেভাবে পায়নি ওই সিরিজে। টেস্ট সিরিজ তো জিতেছেই, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না থাকার পরও বাংলাদেশ সীমিত ওভারের দুটি সিরিজই নিজেদের পকেটে পুরেছে। পুরো জিম্বাবুয়ে সফরেই তরুণ ক্রিকেটাররাও ব্যাট-বলে আলো ছড়িয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তরুণদের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলামের সামনে এখন আরেকটু বড় মঞ্চে নিজেদের চেনানোর পরীক্ষা।
বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজতে পারে আরও একটি বিষয় থেকে। সাকিবরা জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়েকে হারিয়েছে তিন সংস্করণেই। অস্ট্রেলিয়া সেখানে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজটা কোনোভাবে জিতেছে। আর টি-টোয়েন্টি সিরিজটা হেরেছে বাজেভাবেই। আগস্টে ঘরের মাঠে সিরিজটি টি-টোয়েন্টি বলে একটু এগিয়ে থেকেই নামতে পারবে মাহমুদউল্লাহর দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত সময় গেছে মিচেল মার্শের। এই অলরাউন্ডারের বিপক্ষে আলাদা পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে তাসকিনদের। টি-টোয়েন্টি সিরিজটা ভালো না গেলেও ওয়ানডে সিরিজে ছন্দে ফিরেছেন মিচেল স্টার্ক। এই বাঁহাতি ফাস্ট বোলার নিশ্চিতভাবেই বাংলাদেশের হুমকি হতে চাইবেন! অ্যাডাম জাম্পা-অ্যাস্টন আগারও কঠিন পরীক্ষা নিতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানদের।
অস্ট্রেলিয়া কী করবে না করবে, তা নিয়ে অবশ্য ভাবতে চান না বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। সাবেক এই অধিনায়ক আজকের পত্রিকাকে বললেন. ‘আমাদের জন্য অস্ট্রেলিয়া কেমন দল, সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা কেমন করছি, কেমন খেলছি সেটিই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে চারটি টি-টোয়েন্টি খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। নিজেদের পুরোনো রেকর্ড-পরিসংখ্যান বদলে ফেলার সুযোগ মাহমুদউল্লাহদের সামনে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে