নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে ফিরেছেন গত বছরের জানুয়ারিতে। ১৪ মাসের এই সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের নতুন অনেক কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। বাংলাদেশের ড্রেসিংরুমে তাক লাগিয়ে দিচ্ছেন একের পর এক নতুন জিনিস নিয়ে এসে।
‘দ্য টাইগার্স কোড’ নামের নির্দেশিকা বই, মেরুন জ্যাকেট, গোল্ডেন স্টাম্প—এসব জিনিস নতুন মেয়াদে হাথুরু কোচ হয়ে আসার পর এসেছেন ড্রেসিংরুমে। যার মধ্যে মেরুন জ্যাকেট দেওয়া হয় ম্যাচের সেরা পারফরমারকে অনুপ্রাণিত করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ তাদের ফেসবুক পেজে ‘মেরুন জ্যাকেটের গল্প’ শিরোনামে একটা ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, মেরুন জ্যাকেট পরে মেহেদী হাসান মিরাজ নাচানাচি করছেন। শুধু তাই নয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মতো তারকাদেরকেও এই জ্যাকেট পরতে দেখা গেছে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা একসঙ্গে মিলে গান গাইছেন ‘আমরা করব জয়’। তখন নিচে লেখা ছিল ২০২৩ সাল।
শুধু মিরাজ-মাহমুদউল্লাহরাই নন, সদ্য বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে পরিচিত হওয়া জাকের আলী অনিককেও মেরুন জ্যাকেট পরতে দেখা গেছে। জাকেরকে কোচ হাথুরুসিংহে এই জ্যাকেট পরিয়ে দিচ্ছেন। যেখানে ৪ মার্চ জাকের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। জ্যাকেটের ওপর এক কোনায় ছোট করে লেখা জাকেরের নাম। কোন দলের বিপক্ষে, কয় তারিখের ইনিংস-এসবও লেখা রয়েছে।
বিসিবি প্রকাশিত ভিডিওতে মেরুন জ্যাকেট নিয়ে কথা বলতে দেখা গেছে বিসিবি ম্যানেজার নাফিস ইকবালকে। নাফিস বলেন, ‘এই মেরুন জ্যাকেটের ধারণাটা আসলে এসেছে একটা গান থেকে। যেখানে একটা ব্যান্ডকে দেখা যায় যে একজন মেরুন জ্যাকেট পরে সেটাকে (ব্যান্ড) অনুপ্রাণিত করে। প্রথমে ব্যান্ডটা খুবই নার্ভাস থাকে। তখন তাদের প্রস্তুতি চলছিল। হঠাৎ করে তখন একজন এসে গানটা এত সুন্দর করে গায়, সবাইকে পুরো উত্তেজিত করে ফেলে। সেই ধারণাটাই এখানে নিয়ে আসা হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ যে হবে শুধু তাকেই দেওয়া হবে, এমনটা নয়। ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ ওভার, একটা ছোট ইনিংস—যেটা ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করতে পারে, তেমন একজন পারফর্মারকে মেরুন জ্যাকেটটাকে দিয়ে থাকি।’ হাথুরুসিংহেকেও দেখা গেছে জ্যাকেট নিয়ে কথা বলতে।
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে ফিরেছেন গত বছরের জানুয়ারিতে। ১৪ মাসের এই সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের নতুন অনেক কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। বাংলাদেশের ড্রেসিংরুমে তাক লাগিয়ে দিচ্ছেন একের পর এক নতুন জিনিস নিয়ে এসে।
‘দ্য টাইগার্স কোড’ নামের নির্দেশিকা বই, মেরুন জ্যাকেট, গোল্ডেন স্টাম্প—এসব জিনিস নতুন মেয়াদে হাথুরু কোচ হয়ে আসার পর এসেছেন ড্রেসিংরুমে। যার মধ্যে মেরুন জ্যাকেট দেওয়া হয় ম্যাচের সেরা পারফরমারকে অনুপ্রাণিত করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ তাদের ফেসবুক পেজে ‘মেরুন জ্যাকেটের গল্প’ শিরোনামে একটা ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, মেরুন জ্যাকেট পরে মেহেদী হাসান মিরাজ নাচানাচি করছেন। শুধু তাই নয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মতো তারকাদেরকেও এই জ্যাকেট পরতে দেখা গেছে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা একসঙ্গে মিলে গান গাইছেন ‘আমরা করব জয়’। তখন নিচে লেখা ছিল ২০২৩ সাল।
শুধু মিরাজ-মাহমুদউল্লাহরাই নন, সদ্য বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে পরিচিত হওয়া জাকের আলী অনিককেও মেরুন জ্যাকেট পরতে দেখা গেছে। জাকেরকে কোচ হাথুরুসিংহে এই জ্যাকেট পরিয়ে দিচ্ছেন। যেখানে ৪ মার্চ জাকের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। জ্যাকেটের ওপর এক কোনায় ছোট করে লেখা জাকেরের নাম। কোন দলের বিপক্ষে, কয় তারিখের ইনিংস-এসবও লেখা রয়েছে।
বিসিবি প্রকাশিত ভিডিওতে মেরুন জ্যাকেট নিয়ে কথা বলতে দেখা গেছে বিসিবি ম্যানেজার নাফিস ইকবালকে। নাফিস বলেন, ‘এই মেরুন জ্যাকেটের ধারণাটা আসলে এসেছে একটা গান থেকে। যেখানে একটা ব্যান্ডকে দেখা যায় যে একজন মেরুন জ্যাকেট পরে সেটাকে (ব্যান্ড) অনুপ্রাণিত করে। প্রথমে ব্যান্ডটা খুবই নার্ভাস থাকে। তখন তাদের প্রস্তুতি চলছিল। হঠাৎ করে তখন একজন এসে গানটা এত সুন্দর করে গায়, সবাইকে পুরো উত্তেজিত করে ফেলে। সেই ধারণাটাই এখানে নিয়ে আসা হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ যে হবে শুধু তাকেই দেওয়া হবে, এমনটা নয়। ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ ওভার, একটা ছোট ইনিংস—যেটা ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করতে পারে, তেমন একজন পারফর্মারকে মেরুন জ্যাকেটটাকে দিয়ে থাকি।’ হাথুরুসিংহেকেও দেখা গেছে জ্যাকেট নিয়ে কথা বলতে।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৩ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৩ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৫ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৫ ঘণ্টা আগে