Ajker Patrika

মাহমুদউল্লাহ-জাকেরদের এই মেরুন জ্যাকেট আসলে কী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৬: ৩৪
মাহমুদউল্লাহ-জাকেরদের এই মেরুন জ্যাকেট আসলে কী

চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে ফিরেছেন গত বছরের জানুয়ারিতে। ১৪ মাসের এই সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের নতুন অনেক কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। বাংলাদেশের ড্রেসিংরুমে তাক লাগিয়ে দিচ্ছেন একের পর এক নতুন জিনিস নিয়ে এসে। 

‘দ্য টাইগার্স কোড’ নামের নির্দেশিকা বই, মেরুন জ্যাকেট, গোল্ডেন স্টাম্প—এসব জিনিস নতুন মেয়াদে হাথুরু কোচ হয়ে আসার পর এসেছেন ড্রেসিংরুমে। যার মধ্যে মেরুন জ্যাকেট দেওয়া হয় ম্যাচের সেরা পারফরমারকে অনুপ্রাণিত করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ তাদের ফেসবুক পেজে ‘মেরুন জ্যাকেটের গল্প’ শিরোনামে একটা ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, মেরুন জ্যাকেট পরে মেহেদী হাসান মিরাজ নাচানাচি করছেন। শুধু তাই নয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মতো তারকাদেরকেও এই জ্যাকেট পরতে দেখা গেছে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা একসঙ্গে মিলে গান গাইছেন ‘আমরা করব জয়’। তখন নিচে লেখা ছিল ২০২৩ সাল। 

শুধু মিরাজ-মাহমুদউল্লাহরাই নন, সদ্য বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে পরিচিত হওয়া জাকের আলী অনিককেও মেরুন জ্যাকেট পরতে দেখা গেছে। জাকেরকে কোচ হাথুরুসিংহে এই জ্যাকেট পরিয়ে দিচ্ছেন। যেখানে ৪ মার্চ জাকের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। জ্যাকেটের ওপর এক কোনায় ছোট করে লেখা জাকেরের নাম। কোন দলের বিপক্ষে, কয় তারিখের ইনিংস-এসবও লেখা রয়েছে। 

বিসিবি প্রকাশিত ভিডিওতে মেরুন জ্যাকেট নিয়ে কথা বলতে দেখা গেছে বিসিবি ম্যানেজার নাফিস ইকবালকে। নাফিস বলেন, ‘এই মেরুন জ্যাকেটের ধারণাটা আসলে এসেছে একটা গান থেকে। যেখানে একটা ব্যান্ডকে দেখা যায় যে একজন মেরুন জ্যাকেট পরে সেটাকে (ব্যান্ড) অনুপ্রাণিত করে। প্রথমে ব্যান্ডটা খুবই নার্ভাস থাকে। তখন তাদের প্রস্তুতি চলছিল। হঠাৎ করে তখন একজন এসে গানটা এত সুন্দর করে গায়, সবাইকে পুরো উত্তেজিত করে ফেলে। সেই ধারণাটাই এখানে নিয়ে আসা হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ যে হবে শুধু তাকেই দেওয়া হবে, এমনটা নয়। ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ ওভার, একটা ছোট ইনিংস—যেটা ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করতে পারে, তেমন একজন পারফর্মারকে মেরুন জ্যাকেটটাকে দিয়ে থাকি।’ হাথুরুসিংহেকেও দেখা গেছে জ্যাকেট নিয়ে কথা বলতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত