Ajker Patrika

মিরপুরে অনুশীলন করে কলম্বোর ফ্লাইট ধরবেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে অনুশীলন করে কলম্বোর ফ্লাইট ধরবেন মুশফিক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। গতকাল কন্যা সন্তানের বাবাও হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে আবারও শ্রীলঙ্কার কলম্বোয় ফিরতে হচ্ছে তাঁকে।

আগামী পরশু (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকায় অনুশীলন করে বিকেলে কলম্বোর ফ্লাইট ধরবেন মুশফিক। পরদিন (শুক্রবার) ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সংবাদমাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুশফিক ১৪ সেপ্টেম্বর সকাল বেলা ওইখানে (ঢাকা) অনুশীলন করবে, অনুশীলন করে ওখান থেকে এখানে চলে আসবে ম্যাচ খেলার জন্য।’

পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ইতিমধ্যে এশিয়া কাপের ফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশ দলের। সব মিলিয়ে চলতি এশিয়া কাপে চার ম্যাচে ১৩১ রান করেছেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ের সময় খেলেছিলেন ৬৪ রানের এক ইনিংস। 

বাকি তিন ম্যাচে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মুশফিক। দলে সতেজ অবস্থা ফেরাতে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে ভালো কিছুই করতে হবে তাঁদের। ফিরেই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজ গুরুত্বপূর্ণ তাদের জন্য। 

ভালো ফল নিয়ে বিশ্বকাপে যেতে পারলে, সাকিব আল হাসানের দলের মনোবল চাঙা রাখতে সহায়তাও করতে পারে। তবে আপাতত ভারত ম্যাচের দিকেই দৃষ্টি বাংলাদেশ দলের। এশিয়া কাপে শেষ ভালোটা করতে চায় তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত