ভারতকে হতাশায় ডুবিয়ে জুলাই মাসে নারী এশিয়া কাপে প্রথমবারের মতো শিরোপা জেতে শ্রীলঙ্কা। ঘরের মাঠে লঙ্কানদের টুর্নামেন্ট জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চামারি আতাপাত্তু। এশিয়া কাপে টুর্নামেন্টসেরা হওয়ার পর এবার আইসিসির পুরস্কার পেলেন লঙ্কান অধিনায়ক।
ভারতীয় দুই তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে পেছনে ফেলে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আতাপাত্তু। এবারের নারী এশিয়া কাপে সর্বোচ্চ ৩০৪ রান করেন আতাপাত্তু। ব্যাটিং গড় ও স্ট্রাইকরেট ১০১.৩৩ ও ১৪৬.৮৫। নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম সেঞ্চুরিও আসে তাঁর ব্যাটে। লঙ্কান অধিনায়ক নিয়েছেন ৩ উইকেট। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে ২০০ ও ১৭৩ রান করে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ভার্মা ও মান্ধানা।
মে, জুলাই—এই নিয়ে এ বছর দুইবার আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আতাপাত্তু। ক্যারিয়ারে সব মিলে সেটা তৃতীয়বার। লঙ্কান অধিনায়ক আইসিসিকে বলেন, ‘আইসিসি মেয়েদের ক্রিকেটে তৃতীয়বার মাসসেরার পুরস্কার পেয়ে সম্মানিত। সতীর্থ ও কোচদের সমর্থন, আমার চেষ্টার যে এমন স্বীকৃতি পেয়েছি, সেটা সত্যিই অনুপ্রেরণামূলক। ক্রিকেট বিশ্ব থেকে এভাবে ধারাবাহিকভাবে স্বীকৃতি পেয়ে ভালো লাগছে।’
জুলাই মাসে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানও আতাপাত্তুর। নারী এশিয়া কাপের রানই গত মাসে লঙ্কান অধিনায়কের টি-টোয়েন্টিতে রান। ২৭৩ ও ২৪৫ রান করে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জুলাই মাসের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক মান্ধানা ও ভার্মা। ভারতীয় দুই ক্রিকেটার খেলেন ৮টি করে ম্যাচ। মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ চারবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। এই তালিকায় আতাপাত্তুর সঙ্গে যৌথভাবে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ। ম্যাথুজ তিনবার জিতেছেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার।
ছেলেদের ক্রিকেটে ২০২৪-এর জুলাই মাসের আইসিসির সেরা ক্রিকেটার হয়েছেন গাস অ্যাটকিনসন। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে সর্বোচ্চ ২২ উইকেট নেন ইংল্যান্ডের এই পেসার। ঘরের মাঠে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে উইকেটগুলো পেয়েছেন তিনি। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ১০৬ রানে ১২ উইকেট। অ্যাটকিনসন পেছনে ফেলেছেন ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলকে। ডানডিতে আইসিসি বিশ্বকাপ লিগ টু এর ম্যাচে ওমানের ২১ রানে ৭ উইকেট নেন ক্যাসেল। তাতে ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের নামে করে নেন ক্যাসেল।
আরও পড়ুন:
ভারতকে হতাশায় ডুবিয়ে জুলাই মাসে নারী এশিয়া কাপে প্রথমবারের মতো শিরোপা জেতে শ্রীলঙ্কা। ঘরের মাঠে লঙ্কানদের টুর্নামেন্ট জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চামারি আতাপাত্তু। এশিয়া কাপে টুর্নামেন্টসেরা হওয়ার পর এবার আইসিসির পুরস্কার পেলেন লঙ্কান অধিনায়ক।
ভারতীয় দুই তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে পেছনে ফেলে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আতাপাত্তু। এবারের নারী এশিয়া কাপে সর্বোচ্চ ৩০৪ রান করেন আতাপাত্তু। ব্যাটিং গড় ও স্ট্রাইকরেট ১০১.৩৩ ও ১৪৬.৮৫। নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম সেঞ্চুরিও আসে তাঁর ব্যাটে। লঙ্কান অধিনায়ক নিয়েছেন ৩ উইকেট। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে ২০০ ও ১৭৩ রান করে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ভার্মা ও মান্ধানা।
মে, জুলাই—এই নিয়ে এ বছর দুইবার আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আতাপাত্তু। ক্যারিয়ারে সব মিলে সেটা তৃতীয়বার। লঙ্কান অধিনায়ক আইসিসিকে বলেন, ‘আইসিসি মেয়েদের ক্রিকেটে তৃতীয়বার মাসসেরার পুরস্কার পেয়ে সম্মানিত। সতীর্থ ও কোচদের সমর্থন, আমার চেষ্টার যে এমন স্বীকৃতি পেয়েছি, সেটা সত্যিই অনুপ্রেরণামূলক। ক্রিকেট বিশ্ব থেকে এভাবে ধারাবাহিকভাবে স্বীকৃতি পেয়ে ভালো লাগছে।’
জুলাই মাসে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানও আতাপাত্তুর। নারী এশিয়া কাপের রানই গত মাসে লঙ্কান অধিনায়কের টি-টোয়েন্টিতে রান। ২৭৩ ও ২৪৫ রান করে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জুলাই মাসের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক মান্ধানা ও ভার্মা। ভারতীয় দুই ক্রিকেটার খেলেন ৮টি করে ম্যাচ। মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ চারবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। এই তালিকায় আতাপাত্তুর সঙ্গে যৌথভাবে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ। ম্যাথুজ তিনবার জিতেছেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার।
ছেলেদের ক্রিকেটে ২০২৪-এর জুলাই মাসের আইসিসির সেরা ক্রিকেটার হয়েছেন গাস অ্যাটকিনসন। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে সর্বোচ্চ ২২ উইকেট নেন ইংল্যান্ডের এই পেসার। ঘরের মাঠে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে উইকেটগুলো পেয়েছেন তিনি। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ১০৬ রানে ১২ উইকেট। অ্যাটকিনসন পেছনে ফেলেছেন ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলকে। ডানডিতে আইসিসি বিশ্বকাপ লিগ টু এর ম্যাচে ওমানের ২১ রানে ৭ উইকেট নেন ক্যাসেল। তাতে ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের নামে করে নেন ক্যাসেল।
আরও পড়ুন:
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
১৬ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১১ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১২ ঘণ্টা আগে