Ajker Patrika

ভারতকে কাঁদানোর পর আইসিসির পুরস্কারও পেলেন আতাপাত্তু

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৭: ২২
ভারতকে কাঁদানোর পর আইসিসির পুরস্কারও পেলেন আতাপাত্তু

ভারতকে হতাশায় ডুবিয়ে জুলাই মাসে নারী এশিয়া কাপে প্রথমবারের মতো শিরোপা জেতে শ্রীলঙ্কা। ঘরের মাঠে লঙ্কানদের টুর্নামেন্ট জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চামারি আতাপাত্তু। এশিয়া কাপে টুর্নামেন্টসেরা হওয়ার পর এবার আইসিসির পুরস্কার পেলেন লঙ্কান অধিনায়ক।

ভারতীয় দুই তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে পেছনে ফেলে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আতাপাত্তু। এবারের নারী এশিয়া কাপে সর্বোচ্চ ৩০৪ রান করেন আতাপাত্তু। ব্যাটিং গড় ও স্ট্রাইকরেট ১০১.৩৩ ও ১৪৬.৮৫।  নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম সেঞ্চুরিও আসে তাঁর ব্যাটে। লঙ্কান অধিনায়ক নিয়েছেন ৩ উইকেট। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে  ২০০ ও ১৭৩ রান করে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ভার্মা ও মান্ধানা। 

মে, জুলাই—এই নিয়ে এ বছর দুইবার আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আতাপাত্তু। ক্যারিয়ারে সব মিলে সেটা তৃতীয়বার। লঙ্কান অধিনায়ক আইসিসিকে বলেন, ‘আইসিসি মেয়েদের ক্রিকেটে তৃতীয়বার মাসসেরার পুরস্কার পেয়ে সম্মানিত।  সতীর্থ ও কোচদের সমর্থন, আমার চেষ্টার যে এমন স্বীকৃতি পেয়েছি, সেটা সত্যিই অনুপ্রেরণামূলক। ক্রিকেট বিশ্ব থেকে এভাবে ধারাবাহিকভাবে স্বীকৃতি পেয়ে ভালো লাগছে।’

জুলাই মাসে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানও আতাপাত্তুর। নারী এশিয়া কাপের রানই গত মাসে লঙ্কান অধিনায়কের টি-টোয়েন্টিতে রান।  ২৭৩ ও ২৪৫ রান করে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জুলাই মাসের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক মান্ধানা ও ভার্মা। ভারতীয় দুই ক্রিকেটার খেলেন ৮টি করে ম্যাচ। মেয়েদের ক্রিকেটে  সর্বোচ্চ চারবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। এই তালিকায় আতাপাত্তুর সঙ্গে যৌথভাবে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ। ম্যাথুজ তিনবার জিতেছেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার।

ছেলেদের ক্রিকেটে ২০২৪-এর জুলাই মাসের আইসিসির সেরা ক্রিকেটার হয়েছেন গাস অ্যাটকিনসন। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে সর্বোচ্চ ২২ উইকেট নেন ইংল্যান্ডের এই পেসার। ঘরের মাঠে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে উইকেটগুলো পেয়েছেন তিনি। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ১০৬ রানে ১২ উইকেট। অ্যাটকিনসন পেছনে ফেলেছেন ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলকে। ডানডিতে আইসিসি বিশ্বকাপ লিগ টু এর ম্যাচে ওমানের ২১ রানে ৭ উইকেট নেন ক্যাসেল। তাতে ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের নামে করে নেন ক্যাসেল। 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত