Ajker Patrika

লক্ষ্যের খুব কাছেই বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২৩, ১৩: ০৫
লক্ষ্যের খুব কাছেই বাংলাদেশ 

টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো হাবুডুবু খেলেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে এখন যথেষ্ট সমীহ করেই চলে বড় দলগুলো। এখন পর্যন্ত বড় কোনো শিরোপা না আসা বাংলাদেশ ক্রিকেট দলের আশা, কয়েক বছরের মধ্যেই বৈশ্বিক শিরোপা আসতে পারে এই ওয়ানডে ফরম্যাট থেকেই।

অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সেই টুর্নামেন্ট সামনে রেখে বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন তামিম ইকবালরা। ওয়ানডে বিশ্বকাপের আগে আছে এশিয়া কাপ। এশিয়া কাপের আগে ইংল্যান্ডে-আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে চণ্ডিকা হাথুরুসিংহের দল। সবকিছু মিলিয়ে যেভাবে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল, তাতে কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে বলে মন্তব্য করে গেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে তিন ওয়ানডে খেলতে দ্বিতীয় ভাগে আজ বিমানে চড়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম, মিরাজসহ একাধিক ক্রিকেটার। যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মিরাজ বলেছেন, ‘যে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমাদের যে মিশন আছে, তাতে মনে করি আমরা খুব কাছে চলে এসেছি। খুব দ্রুত এগোচ্ছি।’

ইংল্যান্ডে খেলতে যাওয়ার আগে সিলেটে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। যথেষ্ট প্রস্তুতি নেওয়ায় ক্রিকেটাররা ভালো অবস্থানে আছেন বলে দাবি মিরাজের। বললেন, ‘সবকিছু মিলিয়ে ক্রিকেটাররা ভালো অবস্থানে আছে, ভালো ক্রিকেট খেলেছে। এটা একটা ইতিবাচক দিক।’

খেলাটা আয়ারল্যান্ডের বিপক্ষে হলেও বাংলাদেশ ইংল্যান্ড সফরে যাচ্ছে প্রায় চার বছর পর। ২০১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে মিরাজের মতো একাধিক ক্রিকেটারের। তবে ইংল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ খেলার অভিজ্ঞতা আছে কেবল অধিনায়ক তামিম ও সাকিব আল হাসানের। সেই হিসাবে ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজের নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে প্রায় সব ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চ্যালেঞ্জটা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার। আর সে জন্যই হাতে সময় নিয়েই ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত