Ajker Patrika

আফগান ম্যাচের আগে বাংলাদেশকে ইমরান খানের মন্ত্র দিচ্ছেন মুশতাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৪২
সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ছবি: আজকের পত্রিকা

‘মানসিকতা’—বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমালোচনার ক্ষেত্রে শব্দটি ব্যবহার হয়ে আসছে অসংখ্যবার। টি-টোয়েন্টি ক্রিকেট হলে তো কোনো কথাই নেই। প্রায় ১৯ বছর ধরে খেলেও টি-টোয়েন্টি মেজাজের সঙ্গে এখনো সখ্যতা গড়ে ওঠেনি বাংলাদেশের। খেলোয়াড়দের ব্যর্থতার পেছনে মানসিক ঘাটতি ফুটে ওঠে বেশ ভালোভাবেই। পরশু শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হওয়াটাই এর প্রমাণ। ঘাটতি কাটাতে লিটন-তাসকিনদের পাকিস্তান কিংবদন্তি ইমরান খানের মন্ত্র জপে দিচ্ছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

এশিয়া কাপের বাংলাদেশের শুরুটা হয়েছে হংকংয়ের বিপক্ষে অতৃপ্তির এক জয় দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সুপার ফোরে খেলার সম্ভাবনা এখন সুতোয় ঝুলছে। বাঁচা-মরার লড়াইয়ে কাল আবুধাবিতে মুখোমুখি হবে আফগানিস্তানের।

দলকে উজ্জীবিত করা নিয়ে সংবাদ সম্মেলনে আজ মুশতাক বলেন, ‘ইমরান খান, ওয়াসিম আকরাম ও জাভেদ মিয়াঁদাদদের কাছ থেকে শিখেছি–নিজেকে আন্তর্জাতিক মানের হিসেবে বিশ্বাস করলে আপনি যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। লিটন, হৃদয়, তানজিদ, ইমন, জাকের, শামীমরা এখন আরও ফিট, আরও আত্মবিশ্বাসী।’

মুশতাক বলেন, ‘গতকাল আমরা হয়তো খুব ভালো অবস্থায় ছিলাম না, তবু ১৪০ রান করেছি। যখন তারা ভালো দলের বিপক্ষে গতি পাবে, তখন ১৭০-১৮০ রানও করা সম্ভব। আমাদের বোলিং ইউনিটও শক্তিশালী–ভালো ফাস্ট বোলার, ভালো স্পিনার আছে। দল হিসেবে আমরা আরও ফিট ও আরও শক্তিশালী হতে পারলে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারব। আমাদের সেই সম্ভাবনা ও সক্ষমতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের বিশ্বাস রাখতে হবে।’

রশিদ খান তো আছেনই। সঙ্গে আল্লাহ গজনফর ও নুর আহমেদেরও সামর্থ্য আছে যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার। আফগানিস্তানের স্পিনাররা তাই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। মুশতাক বলেন, ‘মাঝের ওভারগুলোতে তারা খুবই শক্তিশালী। যদি আমরা সেটার পাল্টা জবাব দিতে পারি এবং ভালো রান করতে পারি, তাহলে আমরা তাদের চ্যালেঞ্জে ফেলতে পারব। আমাদের বোলিং ইউনিটও খুব ভালো, তাই আমি মাঝের ওভার নিয়ে বেশি চিন্তিত।’

মাঝের ওভার নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি সুখানুভুতিও আছে মুশতাকের, ‘সেদিন এক পরিসংখ্যান দেখলাম, বাংলাদেশের স্পিনাররা মাঝের ওভারে বেশি ম্যাচ জিতিয়েছে। ইকোনমির দিক থেকে বিশ্বের এক কিংবা দুই নম্বরে আছে। পরিসংখ্যানটা দুর্দান্ত। তাই নিজেদের শক্তির দিকটা মনে রাখতে হবে। সেটা মনে রাখলে আমাদের স্পিন বিভাগ খুব ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে আশা করি।’

অভিজ্ঞতার বিচারে অবশ্য আফগানিস্তানকে এগিয়ে রাখছেন মুশতাক, ‘আফগানিস্তানের খেলোয়াড়েরা প্রচুর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে। একটা জিনিস মনে রাখবেন বিছানার চাদর কিনতে পেলেও আপনি ঘুম কিনতে পারবে না। ঠিক সেভাবেই অভিজ্ঞতাও কেনা যায় না। আর সেটা আসে প্রচুর ম্যাচ খেলে।’

দ্বিপাক্ষিক সিরিজের বাইরে বহুজাতিক টুর্নামেন্টে সফলতা পেতে বাংলাদেশের আরও উন্নতি দরকার বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজ ও ঘরের মাটিতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। কিন্তু যখন আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্ট খেলতে আসে তখন নিজেদের আরও উন্নতি করতে হবে। এসব জায়গায় মনোযোগী হতে হবে। আমার মনে হয় বাংলাদেশের সেই সম্ভাবনা রয়েছে। স্বাধীনভাবে খেললে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা আছে তাদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক নারীকে স্ত্রী দাবি করে দুই পুরুষের টানাটানি, শেষে ৩ জনই কারাগারে

১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ ইবির এক ছাত্রীর বিরুদ্ধে

ড. ইউনূসের সফরসঙ্গী হয়েও ফখরুল–আখতাররা ভিভিআইপি সুবিধা পাননি কেন—জানাল প্রেস উইং

মার্কা শাপলাই হতে হবে, না হলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস আলম

ইসির তালিকায় ‘শাপলা’ নেই, বিকল্প প্রতীক নিতে হবে এনসিপিকে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত