Ajker Patrika

এক সেঞ্চুরি, তিন ফিফটিতে বাংলাদেশের স্বপ্নের দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৭ মে ২০২২, ১৮: ৩২
এক সেঞ্চুরি, তিন ফিফটিতে বাংলাদেশের স্বপ্নের দিন

দ্বিতীয় সেশনে বাংলাদেশকে ভুগিয়েছিল শ্রীলঙ্কার বোলাররা। নিয়মিত বিরতিতে তিন ব্যাটারকে ফেরান আসিথা ফার্নান্দো-কাসুন রাজিথারা। তবে তৃতীয় সেশনে দারুণ প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। চোটে পড়ে চা-বিরতির পর তামিম ইকবাল মাঠে না নামলেও লিটন দাসকে নিয়ে দারুণ দিন পার করলেন মুশফিকুর রহিম। 

আজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩১৮ রান। প্রথম ইনিংসে লঙ্কানদের চেয়ে ৭৯ রান পিছিয়ে আছে মুমিনুল হকেরা। এক প্রান্তে ৫৩ করে অপরাজিত থাকা মুশফিকের সঙ্গী লিটন করেছেন ৫৪ রান। চা-বিরতির আগে ১৩৩ রান করেন তামিম। 

প্রথম সেশন দারুণ কাটে বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতে মাহমুদুল হাসান জয়কে (৫৮) ফিরিয়ে লঙ্কানদের ব্রেক থ্রু এনে দেন অসিথা। এরপর বিশ্ব ফার্নান্দোর কনকাশন হিসেবে মাঠে নেমে নাজমুল হোসেন শান্ত (১) ও মুমিনুলকে (২) ফেরান কাসুন। চতুর্থ উইকেটের জুটিতে মুশফিককে নিয়ে দ্বিতীয় সেশন পার করেন তামিম। 

চা-বিরতির পর আর মাঠে নামেননি বাঁ হাতি ওপেনার। রিটায়ার্ড হার্ট হন তিনি। ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন লিটন দাস। শেষ বেলায় মুশফিক-লিটনের দারুণ জুটি স্বস্তি জুগিয়েছে বাংলাদেশকে। দুজনই পেয়েছেন ফিফটির দেখা। ৫ হাজার রান থেকে ১০ রান দূরে থেকে দিন শেষ করেছেন মুশফিক। 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা (১ম ইনিংস)
১৫৩ ওভারে ৩৯৭
ম্যাথুস ১৯৯; নাঈম ৬/১০৫

বাংলাদেশ (১ম ইনিংস)
১০৭ ওভারে ৩১৮/৩
তামিম ১৩৩ (আ.), জয় ৫৮,
লিটন ৫৪*, মুশফিক ৫৩*
রাজিথা ২/১৭

• তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৭৯ রানে পিছিয়ে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত