লন্ডনের ওভালে কদিন আগে শেষ হয়েছে ২০২১-২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। এই ইংল্যান্ডেই পরশু অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২৫ চক্র। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারত ও পাকিস্তানে গিয়ে খেলবে বাংলাদেশ।
আজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচি ঘোষণা করেছে আইসিসি। গতবারের মতো এই চক্রেও বাংলাদেশের প্রতিপক্ষ একই এবং খেলবেও ১২ ম্যাচ। শুধু ভেন্যু অদল-বদল হয়েছে। এবারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই তিন সিরিজ হবে বাংলাদেশের মাঠে। আর ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। ২০১৯-২১ চক্রে ভারত, পাকিস্তানে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ।
আগের চক্রে ১২ ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ জিতেছে ১ ম্যাচ, হেরেছে ১০ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। একমাত্র জয় এসেছিল ২০২২ এর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে। গতবারের মতো এই চক্রেও ৯ দল অংশ নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। ১১.১১ শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ। এশিয়ার তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল বাংলাদেশ। আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ খেলেছিলেন তামিম-সাকিবরা। প্রথম দুই চক্রের মতো এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ৯ দল। পয়েন্ট তালিকার শেষে থেকেই দুই চক্র শেষ করেছিল বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রেই ফাইনাল খেলেছে ভারত। দুবারই তারা হয়েছে রানার্সআপ। ২০১৯-২১ চক্র জিতেছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ২০২১-২৩ চক্রের চ্যাম্পিয়ন।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের ম্যাচ:
হোম সিরিজ:
নিউজিল্যান্ড: ২
দক্ষিণ আফ্রিকা: ২
শ্রীলঙ্কা: ২
অ্যাওয়ে সিরিজ:
ভারত: ২
পাকিস্তান: ২
ওয়েস্ট ইন্ডিজ: ২
লন্ডনের ওভালে কদিন আগে শেষ হয়েছে ২০২১-২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। এই ইংল্যান্ডেই পরশু অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২৫ চক্র। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারত ও পাকিস্তানে গিয়ে খেলবে বাংলাদেশ।
আজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচি ঘোষণা করেছে আইসিসি। গতবারের মতো এই চক্রেও বাংলাদেশের প্রতিপক্ষ একই এবং খেলবেও ১২ ম্যাচ। শুধু ভেন্যু অদল-বদল হয়েছে। এবারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই তিন সিরিজ হবে বাংলাদেশের মাঠে। আর ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। ২০১৯-২১ চক্রে ভারত, পাকিস্তানে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ।
আগের চক্রে ১২ ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ জিতেছে ১ ম্যাচ, হেরেছে ১০ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। একমাত্র জয় এসেছিল ২০২২ এর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে। গতবারের মতো এই চক্রেও ৯ দল অংশ নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। ১১.১১ শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ। এশিয়ার তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল বাংলাদেশ। আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ খেলেছিলেন তামিম-সাকিবরা। প্রথম দুই চক্রের মতো এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ৯ দল। পয়েন্ট তালিকার শেষে থেকেই দুই চক্র শেষ করেছিল বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রেই ফাইনাল খেলেছে ভারত। দুবারই তারা হয়েছে রানার্সআপ। ২০১৯-২১ চক্র জিতেছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ২০২১-২৩ চক্রের চ্যাম্পিয়ন।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের ম্যাচ:
হোম সিরিজ:
নিউজিল্যান্ড: ২
দক্ষিণ আফ্রিকা: ২
শ্রীলঙ্কা: ২
অ্যাওয়ে সিরিজ:
ভারত: ২
পাকিস্তান: ২
ওয়েস্ট ইন্ডিজ: ২
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
৫ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
৮ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
১২ ঘণ্টা আগে