Ajker Patrika

২০২৩-২৫ চক্রে ভারত-পাকিস্তানে যাবে বাংলাদেশ

২০২৩-২৫ চক্রে ভারত-পাকিস্তানে যাবে বাংলাদেশ

লন্ডনের ওভালে কদিন আগে শেষ হয়েছে ২০২১-২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। এই ইংল্যান্ডেই পরশু অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২৫ চক্র। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারত ও পাকিস্তানে গিয়ে খেলবে বাংলাদেশ।

আজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচি ঘোষণা করেছে আইসিসি। গতবারের মতো এই চক্রেও বাংলাদেশের প্রতিপক্ষ একই এবং খেলবেও ১২ ম্যাচ। শুধু ভেন্যু অদল-বদল হয়েছে। এবারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই তিন সিরিজ হবে বাংলাদেশের মাঠে। আর ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। ২০১৯-২১ চক্রে ভারত, পাকিস্তানে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ।

আগের চক্রে ১২ ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ জিতেছে ১ ম্যাচ, হেরেছে ১০ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। একমাত্র জয় এসেছিল ২০২২ এর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে। গতবারের মতো এই চক্রেও ৯ দল অংশ নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। ১১.১১ শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ। এশিয়ার তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল বাংলাদেশ। আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ খেলেছিলেন তামিম-সাকিবরা। প্রথম দুই চক্রের মতো এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ৯ দল। পয়েন্ট তালিকার শেষে থেকেই দুই চক্র শেষ করেছিল বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রেই ফাইনাল খেলেছে ভারত। দুবারই তারা হয়েছে রানার্সআপ। ২০১৯-২১ চক্র জিতেছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ২০২১-২৩ চক্রের চ্যাম্পিয়ন।

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের ম্যাচ: 
হোম সিরিজ: 
নিউজিল্যান্ড: ২ 
দক্ষিণ আফ্রিকা: ২ 
শ্রীলঙ্কা: ২ 

অ্যাওয়ে সিরিজ: 
ভারত: ২ 
পাকিস্তান: ২ 
ওয়েস্ট ইন্ডিজ:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত