গত ২০ বছরে নিউজিল্যান্ডে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের হারের বৃত্ত ভেঙেছে মাউন্ট মঙ্গানুইয়ে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে প্রথমবার হারের পর স্বাভাবিকভাবে দ্বিতীয় টেস্টে কিছুটা চাপে থাকবে কিউইরা। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোও মানছেন ক্রাইস্টচার্চে নার্ভাস থাকবে নিউজিল্যান্ড।
আগামীকাল ভোরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন ডমিঙ্গো। বাংলাদেশ কোচ মনে করেন, নিউজিল্যান্ড মানসম্পন্ন দল, ‘তারা এই পরাজয়ে কষ্ট পাবে। তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু নার্ভাস থাকবে। এক-দুটি পরিবর্তন নিয়ে হয়তো মাঠে নামবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।’
সে হিসেবে দ্বিতীয় টেস্টে উজ্জীবিত থাকবেন ইবাদত-শরিফুল-তাসকিনরা। মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের তিন পেসারই সবার নজর কেড়েছেন। উইকেট থেকে মুভমেন্ট-সুইং দুটোই আদায় করে নিয়েছেন তাঁরা। চতুর্থ-পঞ্চম দিনে যে সময় পেসারদের শরীরে ক্লান্তি ভর করে, এই সময়টাতে নিয়ন্ত্রিত বোলিং করেছেন। এমন বোলিংয়ের পর কোচের প্রশংসাও পেয়েছেন ইবাদত-তাসকিনরা, ‘এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এটাও আমাদের সুবিধা দেবে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব।’
মাউন্ট মঙ্গানুই টেস্টের নায়ক ইবাদত ম্যাচ শেষে দেশে তেমন সুবিধা না পাওয়ার আক্ষেপ করেছিলেন। একই সঙ্গে ঘরের বাইরে বোলিং করা শিখছেন বলেও জানান তিনি। ক্রাইস্টচার্চে চরিত্রগতভাবে পেস সহায়ক সবুজ উইকেট হয়। সেখানে বল করতে পেসারদের তর সইছে না বলে জানালেন ডমিঙ্গো, ‘গত তিন দিন ধরে তাদের (পেসারদের) মুখে হাসি নেই। তবে তারা অনেক উজ্জীবিত। তারা জানে, ঘরের মাঠে খুব একটা সুবিধা পাবে না। সেখানে স্পিনাররাই ৯০ শতাংশ বল করে। এই কন্ডিশনে খেলার জন্য তাই তারা উন্মুখ হয়ে আছে।’
ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টেও দারুণ কিছুর অপেক্ষায় বাংলাদেশ কোচ ডমিঙ্গো, ‘এটা অনেক তরুণ একটা দল। অভিজ্ঞ কয়েকজন আসেনি, যারা আগে নিউজিল্যান্ডে খেলেছে। এই তরুণেরা বাংলাদেশ ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোনো দলই সিরিজ জিততে পারেনি। ছেলেরা বিশেষ কিছু করতে চায়। তারা ফুরফুরে মেজাজে আছে। এমন সুযোগ বারবার আসে না।’
গত ২০ বছরে নিউজিল্যান্ডে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের হারের বৃত্ত ভেঙেছে মাউন্ট মঙ্গানুইয়ে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে প্রথমবার হারের পর স্বাভাবিকভাবে দ্বিতীয় টেস্টে কিছুটা চাপে থাকবে কিউইরা। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোও মানছেন ক্রাইস্টচার্চে নার্ভাস থাকবে নিউজিল্যান্ড।
আগামীকাল ভোরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন ডমিঙ্গো। বাংলাদেশ কোচ মনে করেন, নিউজিল্যান্ড মানসম্পন্ন দল, ‘তারা এই পরাজয়ে কষ্ট পাবে। তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু নার্ভাস থাকবে। এক-দুটি পরিবর্তন নিয়ে হয়তো মাঠে নামবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।’
সে হিসেবে দ্বিতীয় টেস্টে উজ্জীবিত থাকবেন ইবাদত-শরিফুল-তাসকিনরা। মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের তিন পেসারই সবার নজর কেড়েছেন। উইকেট থেকে মুভমেন্ট-সুইং দুটোই আদায় করে নিয়েছেন তাঁরা। চতুর্থ-পঞ্চম দিনে যে সময় পেসারদের শরীরে ক্লান্তি ভর করে, এই সময়টাতে নিয়ন্ত্রিত বোলিং করেছেন। এমন বোলিংয়ের পর কোচের প্রশংসাও পেয়েছেন ইবাদত-তাসকিনরা, ‘এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এটাও আমাদের সুবিধা দেবে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব।’
মাউন্ট মঙ্গানুই টেস্টের নায়ক ইবাদত ম্যাচ শেষে দেশে তেমন সুবিধা না পাওয়ার আক্ষেপ করেছিলেন। একই সঙ্গে ঘরের বাইরে বোলিং করা শিখছেন বলেও জানান তিনি। ক্রাইস্টচার্চে চরিত্রগতভাবে পেস সহায়ক সবুজ উইকেট হয়। সেখানে বল করতে পেসারদের তর সইছে না বলে জানালেন ডমিঙ্গো, ‘গত তিন দিন ধরে তাদের (পেসারদের) মুখে হাসি নেই। তবে তারা অনেক উজ্জীবিত। তারা জানে, ঘরের মাঠে খুব একটা সুবিধা পাবে না। সেখানে স্পিনাররাই ৯০ শতাংশ বল করে। এই কন্ডিশনে খেলার জন্য তাই তারা উন্মুখ হয়ে আছে।’
ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টেও দারুণ কিছুর অপেক্ষায় বাংলাদেশ কোচ ডমিঙ্গো, ‘এটা অনেক তরুণ একটা দল। অভিজ্ঞ কয়েকজন আসেনি, যারা আগে নিউজিল্যান্ডে খেলেছে। এই তরুণেরা বাংলাদেশ ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোনো দলই সিরিজ জিততে পারেনি। ছেলেরা বিশেষ কিছু করতে চায়। তারা ফুরফুরে মেজাজে আছে। এমন সুযোগ বারবার আসে না।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে