Ajker Patrika

ইংল্যান্ডের বিপক্ষে একই কাজ চতুর্থবার করল পাকিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে একই কাজ চতুর্থবার করল পাকিস্তান

প্রথম দিন শান মাসুদ-আবদুল্লাহ শফিকের পর আজ দ্বিতীয় দিন দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন আগা সালমান। ছন্দে থাকা সৌদ শাকিলও হাঁটছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু শোয়েব বশিরের ঘূর্ণিতে আশির ঘরে ফিরতে হয় তাঁকে। 

তারপরও তিন সেঞ্চুরি, এক ফিফটি ও লোয়ার অর্ডার ব্যাটারদের অবদানে মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে প্রথম টেস্টে ইনিংস ঘোষণা দিয়ে বিপদে পড়েছিল তারা। এবার আর সেই ভুল করেননি শান মাসুদরা। ব্যাটিং করেছেন তাঁরা শেষ উইকেট পর্যন্ত। 

তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও আছে ভালো অবস্থানে। দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলেছে সফরকারীরা। যদিও ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহর তোপেরমুখে ফেরেন অধিনায়ক অলি পোপ (০)। দ্বিতীয় উইকেটে জ্যাক ক্রাউলি ও জো রুট বাকি সময় কাটিয়ে দেন নির্বিঘ্নে। ৫৪ বলে ৩২ রানে রুট অপরাজিত থাকলেও ওয়ানডের ধরনে ব্যাট চালিয়ে ছুটে চলেছেন ক্রাউলি। ৬৪ বলে ৬৪ রানে অপরাজিত এই তরুণ ব্যাটার। 

তার আগে ৪ উইকেটে ৩২৮ রান থেকে আজ আবারও দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান। পঞ্চম উইকেটে নাইটওয়াচম্যান নাসিম শাহকে সঙ্গে নিয়ে ৬৪ রানের কার্যকর এক জুটি গড়েন শাকিল। ৮১ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন নাসিম। তারপর দ্রুত ফেরেন রিজওয়ান (০)। সেঞ্চুরির আশা জাগিয়েও দলীয় ৪৫০ রানে বশিরের শিকার হন শাকিল (৮২)। 

 ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে সালমান তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ২৬ রান আসে শাহিন শাহ আফ্রিদির ব্যাট থেকে। এক এক করে সবাই ফিরলেও ১১৯ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন সালমান। ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। 

টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরি করল পাকিস্তান। ১৯৭১, ১৯৮৭ ও ২০২২ সালের পর আরও একবার একই কাজ করল তারা। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩ টি, গাস আটকিনসন ও ব্রাইডন কার্স ২টি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত