Ajker Patrika

আফগানিস্তান সিরিজই মিস করতে পারেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তান সিরিজে খেলা নিয়ে শঙ্কায় লিটন দাস। ছবি: ক্রিকইনফো
আফগানিস্তান সিরিজে খেলা নিয়ে শঙ্কায় লিটন দাস। ছবি: ক্রিকইনফো

এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগেই বাঁ পাশের পাঁজরে ব্যথা অনুভব করেছিলেন লিটন দাস। সেই ব্যথার কারণে শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার তাঁর আফগানিস্তান সিরিজে না খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। এই সিরিজে লিটনের না খেলা একরকম নিশ্চিত। তাঁর একটা এমআরআই করা হয়েছিল দুবাইয়ে। সেটার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট। এমআরআই রিপোর্ট হাতে পেলে আনুষ্ঠানিকভাবে তারা জানাবে। বিসিবি সূত্রে জানা গেছে, এই রিপোর্টে ভালো কিছু আসেনি। কমপক্ষে ১০-১২ দিন বিশ্রাম নিতে হতে পারে লিটনকে।

বিসিবি প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী দুবাই থেকে আজ ঢাকায় ফিরেছেন। তিনি এশিয়া কাপে জাকের আলী অনিক-লিটনদের সঙ্গে ছিলেন। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হলেও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুবাইয়ের হিলটন হোটেলে থাকবে দল। ২৯ সেপ্টেম্বর হোটেল পরিবর্তন করবে।আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নেবে সেদিন থেকে।

টি-টোয়েন্টি সিরিজে না খেলে লিটন কি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন? সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা লিটনের এই চোটকে টেকনিক্যাল ব্যাপার হিসেবেই দেখছেন। পাঁজরের চোটের জন্য বিশ্রাম নিয়ে পুনর্বাসনপ্রক্রিয়া চলতে পারে তাঁর। যদি পুরো সিরিজে লিটনকে না খেলানো হয়, সেটা তাঁর জন্যই ভালো। কারণ, এ ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। তাড়াহুড়া করলে ব্যথা বাড়তে পারে। উইকেটরক্ষক হওয়াতে বিভিন্ন দিকে যখন নড়াচড়া করতে হয়, সেক্ষেত্রে পুরোপুরি সুস্থ না হয়ে খেলাটা ঝুঁকিপূর্ণ।

বিসিবি নির্বাচকেরাও আজ বিকেলে বসবেন আফগান সিরিজের দল নিয়ে আলোচনা করতে। টি-টোয়েন্টি দলও ঘোষণা করা হতে পারে। সূত্রে জানা গেছে, নির্বাচকরাও নাকি লিটনকে বাদ দিয়ে অন্য কাউকে অধিনায়ক করে টি-টোয়েন্টির দল দেবে। লিটনের অনুপস্থিতিতে এশিয়া কাপে অধিনায়কত্ব করেছিলেন জাকের। তবে জাকেরের নেতৃত্বে দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে। ব্যাটিংয়েও কিছু করতে পারেননি। তাই আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে অধিনায়ক শেখ মেহেদী, জাকের নাকি নতুন কেউ হবেন, সেটাই এখন দেখার বিষয়।

২, ৩ ও ৫ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। ৮ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১১ ও ১৪ অক্টোবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল কোন কোন দেশ, বাংলাদেশও কি ছিল

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির সঙ্গে ড. ইউনূস, পাশে মেয়ে দীনা

বিএনপির চোখ জামায়াত ও চরমোনাইয়ের দিকে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: হাইব্রিড পদ্ধতির বিশ্ববিদ্যালয় চলবে দুপুর থেকে সন্ধ্যা

ইসরায়েলকে তুলোধুনোর পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট, ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত