দুই জগতের দুই তারকা ঋষভ পন্ত ও উর্বশী রাউটেলা। বিনোদন জগতের সঙ্গে ক্রীড়াঙ্গনের প্রেম হরহামেশাই দেখা যায়। তবে সুসময় শেষ হওয়ার পর পন্ত ও উর্বশীর সামাজিক মাধ্যমে একে অপরকে কাদা ছোড়াছুড়ি নতুন মাত্রা যোগ করেছে সামাজিক মাধ্যমে। তাঁরা পুরোনো কাসুন্দি ঘেঁটে একে অপরকে বিদ্ধ করছেন কথাতে।
দুজনের দ্বন্দ্বের শুরু রুপালি পর্দার অভিনেত্রী উর্বশীর এক সাক্ষাৎকার নিয়ে। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিস্টার আরপি দেখা করতে এসেছিলেন হোটেলের লবিতে। ফোনে ছিল ১৭-১৮টা মিসকল।
এটা দেখে গতকাল পন্ত সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার কোনো নাম উল্লেখ না করে লেখেন, ‘এটি সত্যি মজার। শিরোনামে আসার জন্য মানুষ সাক্ষাৎকারে কত মিথ্যা কথা বলে। খুবই দুঃখ লাগে নাম ও খ্যাতি পাওয়ার জন্য কিছু মানুষ কতটা ক্ষুধার্ত। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক।’ এর সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে পন্ত লিখেছেন, ‘আমার পিছু ছাড়েন বোন, মিথ্যা বলারও সীমা থাকে।’
পন্তের শেয়ার করা পোস্ট নজরে আসা মাত্রই উত্তর দিতে দেরি করেননি উর্বশী। ভারতীয় উইকেটরক্ষকে খেলায় মনোযোগ দিতে বলেছেন এই অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ছোট ভাইয়া তোমার ব্যাট-বল খেলা উচিত। আমি কোনো মুন্নি নই যে শুধু শুধু বদনাম হব। সেটাও তোমার মতো একজন অল্পবয়সী বাচ্চার সঙ্গে। রাখীবন্ধন মোবারক হো। একজন মেয়ে চুপ করে আছে বলে তার সুযোগ নিয়ো না।’
তবে উর্বশী এই পোস্টের এখন পর্যন্ত কোনো জবাব দেননি পন্ত। আগের পোস্টটিও সরিয়ে নিয়েছেন তিনি।
দুই জগতের দুই তারকা ঋষভ পন্ত ও উর্বশী রাউটেলা। বিনোদন জগতের সঙ্গে ক্রীড়াঙ্গনের প্রেম হরহামেশাই দেখা যায়। তবে সুসময় শেষ হওয়ার পর পন্ত ও উর্বশীর সামাজিক মাধ্যমে একে অপরকে কাদা ছোড়াছুড়ি নতুন মাত্রা যোগ করেছে সামাজিক মাধ্যমে। তাঁরা পুরোনো কাসুন্দি ঘেঁটে একে অপরকে বিদ্ধ করছেন কথাতে।
দুজনের দ্বন্দ্বের শুরু রুপালি পর্দার অভিনেত্রী উর্বশীর এক সাক্ষাৎকার নিয়ে। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিস্টার আরপি দেখা করতে এসেছিলেন হোটেলের লবিতে। ফোনে ছিল ১৭-১৮টা মিসকল।
এটা দেখে গতকাল পন্ত সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার কোনো নাম উল্লেখ না করে লেখেন, ‘এটি সত্যি মজার। শিরোনামে আসার জন্য মানুষ সাক্ষাৎকারে কত মিথ্যা কথা বলে। খুবই দুঃখ লাগে নাম ও খ্যাতি পাওয়ার জন্য কিছু মানুষ কতটা ক্ষুধার্ত। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক।’ এর সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে পন্ত লিখেছেন, ‘আমার পিছু ছাড়েন বোন, মিথ্যা বলারও সীমা থাকে।’
পন্তের শেয়ার করা পোস্ট নজরে আসা মাত্রই উত্তর দিতে দেরি করেননি উর্বশী। ভারতীয় উইকেটরক্ষকে খেলায় মনোযোগ দিতে বলেছেন এই অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ছোট ভাইয়া তোমার ব্যাট-বল খেলা উচিত। আমি কোনো মুন্নি নই যে শুধু শুধু বদনাম হব। সেটাও তোমার মতো একজন অল্পবয়সী বাচ্চার সঙ্গে। রাখীবন্ধন মোবারক হো। একজন মেয়ে চুপ করে আছে বলে তার সুযোগ নিয়ো না।’
তবে উর্বশী এই পোস্টের এখন পর্যন্ত কোনো জবাব দেননি পন্ত। আগের পোস্টটিও সরিয়ে নিয়েছেন তিনি।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে