দুই জগতের দুই তারকা ঋষভ পন্ত ও উর্বশী রাউটেলা। বিনোদন জগতের সঙ্গে ক্রীড়াঙ্গনের প্রেম হরহামেশাই দেখা যায়। তবে সুসময় শেষ হওয়ার পর পন্ত ও উর্বশীর সামাজিক মাধ্যমে একে অপরকে কাদা ছোড়াছুড়ি নতুন মাত্রা যোগ করেছে সামাজিক মাধ্যমে। তাঁরা পুরোনো কাসুন্দি ঘেঁটে একে অপরকে বিদ্ধ করছেন কথাতে।
দুজনের দ্বন্দ্বের শুরু রুপালি পর্দার অভিনেত্রী উর্বশীর এক সাক্ষাৎকার নিয়ে। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিস্টার আরপি দেখা করতে এসেছিলেন হোটেলের লবিতে। ফোনে ছিল ১৭-১৮টা মিসকল।
এটা দেখে গতকাল পন্ত সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার কোনো নাম উল্লেখ না করে লেখেন, ‘এটি সত্যি মজার। শিরোনামে আসার জন্য মানুষ সাক্ষাৎকারে কত মিথ্যা কথা বলে। খুবই দুঃখ লাগে নাম ও খ্যাতি পাওয়ার জন্য কিছু মানুষ কতটা ক্ষুধার্ত। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক।’ এর সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে পন্ত লিখেছেন, ‘আমার পিছু ছাড়েন বোন, মিথ্যা বলারও সীমা থাকে।’
পন্তের শেয়ার করা পোস্ট নজরে আসা মাত্রই উত্তর দিতে দেরি করেননি উর্বশী। ভারতীয় উইকেটরক্ষকে খেলায় মনোযোগ দিতে বলেছেন এই অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ছোট ভাইয়া তোমার ব্যাট-বল খেলা উচিত। আমি কোনো মুন্নি নই যে শুধু শুধু বদনাম হব। সেটাও তোমার মতো একজন অল্পবয়সী বাচ্চার সঙ্গে। রাখীবন্ধন মোবারক হো। একজন মেয়ে চুপ করে আছে বলে তার সুযোগ নিয়ো না।’
তবে উর্বশী এই পোস্টের এখন পর্যন্ত কোনো জবাব দেননি পন্ত। আগের পোস্টটিও সরিয়ে নিয়েছেন তিনি।
দুই জগতের দুই তারকা ঋষভ পন্ত ও উর্বশী রাউটেলা। বিনোদন জগতের সঙ্গে ক্রীড়াঙ্গনের প্রেম হরহামেশাই দেখা যায়। তবে সুসময় শেষ হওয়ার পর পন্ত ও উর্বশীর সামাজিক মাধ্যমে একে অপরকে কাদা ছোড়াছুড়ি নতুন মাত্রা যোগ করেছে সামাজিক মাধ্যমে। তাঁরা পুরোনো কাসুন্দি ঘেঁটে একে অপরকে বিদ্ধ করছেন কথাতে।
দুজনের দ্বন্দ্বের শুরু রুপালি পর্দার অভিনেত্রী উর্বশীর এক সাক্ষাৎকার নিয়ে। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিস্টার আরপি দেখা করতে এসেছিলেন হোটেলের লবিতে। ফোনে ছিল ১৭-১৮টা মিসকল।
এটা দেখে গতকাল পন্ত সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার কোনো নাম উল্লেখ না করে লেখেন, ‘এটি সত্যি মজার। শিরোনামে আসার জন্য মানুষ সাক্ষাৎকারে কত মিথ্যা কথা বলে। খুবই দুঃখ লাগে নাম ও খ্যাতি পাওয়ার জন্য কিছু মানুষ কতটা ক্ষুধার্ত। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক।’ এর সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে পন্ত লিখেছেন, ‘আমার পিছু ছাড়েন বোন, মিথ্যা বলারও সীমা থাকে।’
পন্তের শেয়ার করা পোস্ট নজরে আসা মাত্রই উত্তর দিতে দেরি করেননি উর্বশী। ভারতীয় উইকেটরক্ষকে খেলায় মনোযোগ দিতে বলেছেন এই অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ছোট ভাইয়া তোমার ব্যাট-বল খেলা উচিত। আমি কোনো মুন্নি নই যে শুধু শুধু বদনাম হব। সেটাও তোমার মতো একজন অল্পবয়সী বাচ্চার সঙ্গে। রাখীবন্ধন মোবারক হো। একজন মেয়ে চুপ করে আছে বলে তার সুযোগ নিয়ো না।’
তবে উর্বশী এই পোস্টের এখন পর্যন্ত কোনো জবাব দেননি পন্ত। আগের পোস্টটিও সরিয়ে নিয়েছেন তিনি।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে