নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন শোয়েব আখতার। দলের জয় কামনায় অস্থির শোয়েব প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছিলেন। আর জেতার পর কিউইদের বিপক্ষে ৫ উইকেটের এই জয়কে ভিন্ন এক জয় বলে আখ্যা দিয়েছেন সাবেক এই গতি তারকা।
গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে জয় পেতে তারা উন্মুখ তখন থেকেই। সবচেয়ে বেশি উন্মুখ ছিলেন গতিদানব শোয়েব। রীতিমতো ‘যুদ্ধের’ ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। কদিন আগে এক টকশোতেও বলেছিলেন, এবার আমাদের লক্ষ্য ভারত নয়, নিউজিল্যান্ড। আজ ম্যাচের আগে শোয়েব সেই পুরোনো কথা আবারও নতুন করে মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শারজার গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্য করে শোয়েব লিখলেন, ‘খুব বেশি চেঁচামেচি কিংবা উল্লাস করবেন না দয়া করে। কারণ নিরাপত্তার অজুহাতে ম্যাচ বাতিলের আবদার করতে না পেরে নিউজিল্যান্ড ‘শব্দদূষণ’কে বাহানা বানাতে পারে!’ ম্যাচ শুরুর পর পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর কিউইকদের কটাক্ষ করে এবার লিখেন, ‘নিউজিল্যান্ড দলের কি মাঠেও এখন নিরাপত্তা দরকার?’ শুধু লিখেই নয় সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেও মনে ঝাল মেটাচ্ছিলেন এই সাবেক গতি তারকা।
জয়ের পর শোয়েবের গলা যেন আরও চওড়া এবার। সবার আগে মালিকের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসটিকে প্রশংসায় ভাসান। তিনি লিখেন, ‘এই শারজাতেই ২২ বছর আগে মালিকের অভিষেক হয়েছিল। এই শারজাতেই এবার পাকিস্তানের জন্য দারুণ কিছু করল মালিক।’ এরপর পুরো দলকে অভিনন্দন জানিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেন, ‘ভিন্ন জয়, ভিন্ন কায়দায়। ব্যাটিং লাইনআপের দারুণ প্রদর্শনী। ছেলেরা দারুণ খেলেছে। হারিস, মালিক, আসিফ কী দারুণ!’
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন শোয়েব আখতার। দলের জয় কামনায় অস্থির শোয়েব প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছিলেন। আর জেতার পর কিউইদের বিপক্ষে ৫ উইকেটের এই জয়কে ভিন্ন এক জয় বলে আখ্যা দিয়েছেন সাবেক এই গতি তারকা।
গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে জয় পেতে তারা উন্মুখ তখন থেকেই। সবচেয়ে বেশি উন্মুখ ছিলেন গতিদানব শোয়েব। রীতিমতো ‘যুদ্ধের’ ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। কদিন আগে এক টকশোতেও বলেছিলেন, এবার আমাদের লক্ষ্য ভারত নয়, নিউজিল্যান্ড। আজ ম্যাচের আগে শোয়েব সেই পুরোনো কথা আবারও নতুন করে মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শারজার গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্য করে শোয়েব লিখলেন, ‘খুব বেশি চেঁচামেচি কিংবা উল্লাস করবেন না দয়া করে। কারণ নিরাপত্তার অজুহাতে ম্যাচ বাতিলের আবদার করতে না পেরে নিউজিল্যান্ড ‘শব্দদূষণ’কে বাহানা বানাতে পারে!’ ম্যাচ শুরুর পর পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর কিউইকদের কটাক্ষ করে এবার লিখেন, ‘নিউজিল্যান্ড দলের কি মাঠেও এখন নিরাপত্তা দরকার?’ শুধু লিখেই নয় সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেও মনে ঝাল মেটাচ্ছিলেন এই সাবেক গতি তারকা।
জয়ের পর শোয়েবের গলা যেন আরও চওড়া এবার। সবার আগে মালিকের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসটিকে প্রশংসায় ভাসান। তিনি লিখেন, ‘এই শারজাতেই ২২ বছর আগে মালিকের অভিষেক হয়েছিল। এই শারজাতেই এবার পাকিস্তানের জন্য দারুণ কিছু করল মালিক।’ এরপর পুরো দলকে অভিনন্দন জানিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেন, ‘ভিন্ন জয়, ভিন্ন কায়দায়। ব্যাটিং লাইনআপের দারুণ প্রদর্শনী। ছেলেরা দারুণ খেলেছে। হারিস, মালিক, আসিফ কী দারুণ!’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে