নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন শোয়েব আখতার। দলের জয় কামনায় অস্থির শোয়েব প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছিলেন। আর জেতার পর কিউইদের বিপক্ষে ৫ উইকেটের এই জয়কে ভিন্ন এক জয় বলে আখ্যা দিয়েছেন সাবেক এই গতি তারকা।
গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে জয় পেতে তারা উন্মুখ তখন থেকেই। সবচেয়ে বেশি উন্মুখ ছিলেন গতিদানব শোয়েব। রীতিমতো ‘যুদ্ধের’ ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। কদিন আগে এক টকশোতেও বলেছিলেন, এবার আমাদের লক্ষ্য ভারত নয়, নিউজিল্যান্ড। আজ ম্যাচের আগে শোয়েব সেই পুরোনো কথা আবারও নতুন করে মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শারজার গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্য করে শোয়েব লিখলেন, ‘খুব বেশি চেঁচামেচি কিংবা উল্লাস করবেন না দয়া করে। কারণ নিরাপত্তার অজুহাতে ম্যাচ বাতিলের আবদার করতে না পেরে নিউজিল্যান্ড ‘শব্দদূষণ’কে বাহানা বানাতে পারে!’ ম্যাচ শুরুর পর পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর কিউইকদের কটাক্ষ করে এবার লিখেন, ‘নিউজিল্যান্ড দলের কি মাঠেও এখন নিরাপত্তা দরকার?’ শুধু লিখেই নয় সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেও মনে ঝাল মেটাচ্ছিলেন এই সাবেক গতি তারকা।
জয়ের পর শোয়েবের গলা যেন আরও চওড়া এবার। সবার আগে মালিকের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসটিকে প্রশংসায় ভাসান। তিনি লিখেন, ‘এই শারজাতেই ২২ বছর আগে মালিকের অভিষেক হয়েছিল। এই শারজাতেই এবার পাকিস্তানের জন্য দারুণ কিছু করল মালিক।’ এরপর পুরো দলকে অভিনন্দন জানিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেন, ‘ভিন্ন জয়, ভিন্ন কায়দায়। ব্যাটিং লাইনআপের দারুণ প্রদর্শনী। ছেলেরা দারুণ খেলেছে। হারিস, মালিক, আসিফ কী দারুণ!’
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন শোয়েব আখতার। দলের জয় কামনায় অস্থির শোয়েব প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছিলেন। আর জেতার পর কিউইদের বিপক্ষে ৫ উইকেটের এই জয়কে ভিন্ন এক জয় বলে আখ্যা দিয়েছেন সাবেক এই গতি তারকা।
গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে জয় পেতে তারা উন্মুখ তখন থেকেই। সবচেয়ে বেশি উন্মুখ ছিলেন গতিদানব শোয়েব। রীতিমতো ‘যুদ্ধের’ ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। কদিন আগে এক টকশোতেও বলেছিলেন, এবার আমাদের লক্ষ্য ভারত নয়, নিউজিল্যান্ড। আজ ম্যাচের আগে শোয়েব সেই পুরোনো কথা আবারও নতুন করে মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শারজার গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্য করে শোয়েব লিখলেন, ‘খুব বেশি চেঁচামেচি কিংবা উল্লাস করবেন না দয়া করে। কারণ নিরাপত্তার অজুহাতে ম্যাচ বাতিলের আবদার করতে না পেরে নিউজিল্যান্ড ‘শব্দদূষণ’কে বাহানা বানাতে পারে!’ ম্যাচ শুরুর পর পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর কিউইকদের কটাক্ষ করে এবার লিখেন, ‘নিউজিল্যান্ড দলের কি মাঠেও এখন নিরাপত্তা দরকার?’ শুধু লিখেই নয় সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেও মনে ঝাল মেটাচ্ছিলেন এই সাবেক গতি তারকা।
জয়ের পর শোয়েবের গলা যেন আরও চওড়া এবার। সবার আগে মালিকের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসটিকে প্রশংসায় ভাসান। তিনি লিখেন, ‘এই শারজাতেই ২২ বছর আগে মালিকের অভিষেক হয়েছিল। এই শারজাতেই এবার পাকিস্তানের জন্য দারুণ কিছু করল মালিক।’ এরপর পুরো দলকে অভিনন্দন জানিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেন, ‘ভিন্ন জয়, ভিন্ন কায়দায়। ব্যাটিং লাইনআপের দারুণ প্রদর্শনী। ছেলেরা দারুণ খেলেছে। হারিস, মালিক, আসিফ কী দারুণ!’
আইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
৪০ মিনিট আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২ ঘণ্টা আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
২ ঘণ্টা আগে