আগামী মৌসুমের জন্য নতুন করে মাঠে নেমেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে পুরোনো দলের চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো। চারজনের মধ্যে সর্বাধিক দুজন বিদেশি খেলোয়াড়ও রাখা যাবে। এই নিয়মে নিলামের আগে চারজন ক্রিকেটার ধরে রাখছে কলকাতা নাইট রাইডার্স। গত মৌসুমে কলকাতার হয়ে খেলা সাকিব আল হাসান নেই সেই তালকায়।
নতুন মৌসুমের জন্য আবার নিলামে উঠতে হবে সাকিবকে। তবে কলকাতা চাইলে নিলাম থেকে আবার দলে ভেড়াতে পারবে এই বাংলাদেশ অলরাউন্ডারকে। সাকিব ছাড়াও কলকাতা ছেড়ে দিয়েছে তাদের বর্তমান অধিনায়ক এউইন মরগানকে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সর্বশেষ মৌসুমে কলকাতাকে নেতৃত্ব দেন এই ইংলিশ অধিনায়ক।
মরগানের আগে কলকাতার অধিনায়কের দায়িত্বে ছিলেন দীনেশ কার্তিক। এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকেও নতুন মৌসুমের আগে ছেড়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। তবে চাইলে তাঁকে নিলাম থেকে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী মৌসুমের জন্য ধরে রাখা চার ক্রিকেটারের একজন ভেঙ্কটেশ আয়ার। সর্বশেষ আইপিএলে কলকাতাকে ফাইনালে তোলার নায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর।
দ্বিতীয় ভারতীয় হিসেবে কলকাতা ধরে রেখেছে বরুণ চক্রবর্তীকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে না পারলেও কলকাতার হয়ে তাঁর সাফল্যের পাল্লা বেশ ভারী। বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। সাকিবের সঙ্গে ছেড়ে দেওয়া ক্রিকেটারের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক নির্বাচিত হওয়া প্যাট কামিন্স।
আগামী মৌসুমের জন্য নতুন করে মাঠে নেমেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে পুরোনো দলের চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো। চারজনের মধ্যে সর্বাধিক দুজন বিদেশি খেলোয়াড়ও রাখা যাবে। এই নিয়মে নিলামের আগে চারজন ক্রিকেটার ধরে রাখছে কলকাতা নাইট রাইডার্স। গত মৌসুমে কলকাতার হয়ে খেলা সাকিব আল হাসান নেই সেই তালকায়।
নতুন মৌসুমের জন্য আবার নিলামে উঠতে হবে সাকিবকে। তবে কলকাতা চাইলে নিলাম থেকে আবার দলে ভেড়াতে পারবে এই বাংলাদেশ অলরাউন্ডারকে। সাকিব ছাড়াও কলকাতা ছেড়ে দিয়েছে তাদের বর্তমান অধিনায়ক এউইন মরগানকে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সর্বশেষ মৌসুমে কলকাতাকে নেতৃত্ব দেন এই ইংলিশ অধিনায়ক।
মরগানের আগে কলকাতার অধিনায়কের দায়িত্বে ছিলেন দীনেশ কার্তিক। এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকেও নতুন মৌসুমের আগে ছেড়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। তবে চাইলে তাঁকে নিলাম থেকে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী মৌসুমের জন্য ধরে রাখা চার ক্রিকেটারের একজন ভেঙ্কটেশ আয়ার। সর্বশেষ আইপিএলে কলকাতাকে ফাইনালে তোলার নায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর।
দ্বিতীয় ভারতীয় হিসেবে কলকাতা ধরে রেখেছে বরুণ চক্রবর্তীকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে না পারলেও কলকাতার হয়ে তাঁর সাফল্যের পাল্লা বেশ ভারী। বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। সাকিবের সঙ্গে ছেড়ে দেওয়া ক্রিকেটারের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক নির্বাচিত হওয়া প্যাট কামিন্স।
রিশাদ হোসেন ইনিংসের পঞ্চম বলে ছক্কা মারতে পারলেন না। তখনই ফাইনাল নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ইনিংসের শেষ বলে হারিস রউফ ডট দিয়ে সারেন আনুষ্ঠানিকতা। বাংলাদেশ ১১ রানে হেরে যাওয়ায় এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ফাইনাল।
২৩ মিনিট আগেবাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে জাকের আলী অনিক মেরেছেন ৩৮ ছক্কা। চারের সংখ্যা ৩৪। তাহলে তাঁর ছক্কা মারার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার কারণ কী? কারণ, এই ছক্কাগুলোর বেশির ভাগ তিনি মেরেছেন দ্বিপক্ষীয় সিরিজে। কিন্তু মেজর টুর্নামেন্টের সময় যে ছক্কা মারতেই পারেন না ‘ফিনিশার’ তকমা পাওয়া জাকের।
১ ঘণ্টা আগেপাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে