Ajker Patrika

সাকিবকে এবারও ছেড়ে দিল কলকাতা

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ৩১
সাকিবকে এবারও ছেড়ে দিল কলকাতা

আগামী মৌসুমের জন্য নতুন করে মাঠে নেমেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে পুরোনো দলের চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো। চারজনের মধ্যে সর্বাধিক দুজন বিদেশি খেলোয়াড়ও রাখা যাবে। এই নিয়মে নিলামের আগে চারজন ক্রিকেটার ধরে রাখছে কলকাতা নাইট রাইডার্স। গত মৌসুমে কলকাতার হয়ে খেলা সাকিব আল হাসান নেই সেই তালকায়। 

নতুন মৌসুমের জন্য আবার নিলামে উঠতে হবে সাকিবকে। তবে কলকাতা চাইলে নিলাম থেকে আবার দলে ভেড়াতে পারবে এই বাংলাদেশ অলরাউন্ডারকে। সাকিব ছাড়াও কলকাতা ছেড়ে দিয়েছে তাদের বর্তমান অধিনায়ক এউইন মরগানকে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সর্বশেষ মৌসুমে কলকাতাকে নেতৃত্ব দেন এই ইংলিশ অধিনায়ক। 

মরগানের আগে কলকাতার অধিনায়কের দায়িত্বে ছিলেন দীনেশ কার্তিক। এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকেও নতুন মৌসুমের আগে ছেড়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। তবে চাইলে তাঁকে নিলাম থেকে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী মৌসুমের জন্য ধরে রাখা চার ক্রিকেটারের একজন ভেঙ্কটেশ আয়ার। সর্বশেষ আইপিএলে কলকাতাকে ফাইনালে তোলার নায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। 

দ্বিতীয় ভারতীয় হিসেবে কলকাতা ধরে রেখেছে বরুণ চক্রবর্তীকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে না পারলেও কলকাতার হয়ে তাঁর সাফল্যের পাল্লা বেশ ভারী। বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। সাকিবের সঙ্গে ছেড়ে দেওয়া ক্রিকেটারের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক নির্বাচিত হওয়া প্যাট কামিন্স। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত